Thursday, September 8, 2011

বিশ হাজারেরও বেশি ওয়ার্ড নিয়ে ইংলিশ টু বাংলা ডিকশনারি!

প্রায় মানুষকেই মাঝে মাঝে ইংরেজী শব্দার্থ নিয়ে বিপাকে পড়তে হয়। বিশেষ করে যারা পড়ালেখা কিংবা কম্পিউটার ব্যাবহার করেন তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বেশী। আর এর জন্য অনেকেই পকেট ডিকশনারি কিংবা কম্পিউটার ডিকশনারি ব্যাবহার করে থাকেন। কিন্তু পকেট ডিজকশনারিতে শব্দ খুজতে গিয়ে সময়ের অনেক অপচয় ঘটে। মাঝে মধ্যেতো এমন হয়ে উঠে যে, শব্দ খুজতে খুজতে এক রকম বিরক্তিই এসে যায়।

তাই অনেকেই বেছে নেয় কম্পিউটার ডিকশনারি। কিন্তু বেশিরভাগ কম্পিউটার ডিকশনারিতে অনেক শব্দই খুজে পাওয়া যায় না। তাই আজকে আপনাদের জন্য আমি প্রায় ২০,০০০ (বিশ হাজারেরও বেশি) শব্দের একটি ডিকশনারি উপহার দেব। যা থেকে আপনারা উপকৃত হবেন বলে আশা করি।

১। প্রথমে এখান-থেকে ডিকশনারিটি ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করে নিন। ইন্সটল করার প্রক্রিয়া অন্য সব এপ্লিকেশন সফটওয়্যারের মতো।

২। সফটওয়্যারটি কম্পিউটারে চালু করে সার্চ বক্সে আপনার কাংঙ্খিত শব্দ বা Word টাইপ করুন এবং উপভোগ করুন আপনার কাঙ্খিত শব্দার্থ।

বিঃদ্রঃ- সফটওয়্যারটি ডাউনলোড করতে একটু সময় নিবে কারন ফাইল সাইজ একটু বড়। সুতরায় যারা স্লো ইন্টারনেট ব্যাবহার করেন তার দৈর্যের সহকারে ডাউনলোড করুন। প্রয়োজনে ডাউনলোড ম্যানেজার ব্যাবহার করুন।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...