প্রসেসরে গ্রাফিক্স ক্ষমতা বাড়ালো ইনটেল
স্যান্ডি ব্রিজ প্রসেসর ছাড়াও ইনটেলের আইভিব্রিজ প্রসেসরেও গ্রাফিক্স ড্রাইভারে আপডেট করা হয়েছে বলেই জানা গেছে।
ইনটেল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়েছে, ‘গ্রাফিক্স ড্রাইভারে আপডেটের ফলে দ্বিতীয় প্রজন্মের ইনটেল কোর প্রসেসরে গেমিং পারফর্মেন্স আরো উন্নত হবে। ইউএলভি বা আল্ট্রা লো ভোল্টেজে চলা স্যান্ডি ব্রিজ এবং আইভিব্রিজ প্রসেসরগুলো বিদুৎসাশ্রয়ী এবং এর হাইডেফিশিন (এইচডি) ইমেজিং আরো বাড়বে।’
No comments:
Post a Comment