Saturday, September 24, 2011

প্রসেসরে গ্রাফিক্স ক্ষমতা বাড়ালো ইনটেল

প্রসেসরে গ্রাফিক্স ক্ষমতা বাড়ালো ইনটেল

চিপ জায়ান্ট ইনটেল কর্তৃপক্ষ স্যান্ডি ব্রিজ এবং আইভিব্রিজ প্রসেসরে গ্রাফিক্স ড্রাইভার আপডেট করেছে। ইনটেলের দাবী, নতুন সংস্করণের এ গ্রাফিক্স ড্রাইভারটি উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ভিসতায় গেমের পারফর্মেন্স ৩৭ শতাংশ বাড়িয়ে দেবে। খবর সিনেট-এর।

স্যান্ডি ব্রিজ প্রসেসর ছাড়াও ইনটেলের আইভিব্রিজ প্রসেসরেও গ্রাফিক্স ড্রাইভারে আপডেট করা হয়েছে বলেই জানা গেছে।

ইনটেল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়েছে, ‘গ্রাফিক্স ড্রাইভারে আপডেটের ফলে দ্বিতীয় প্রজন্মের ইনটেল কোর প্রসেসরে গেমিং পারফর্মেন্স আরো উন্নত হবে। ইউএলভি বা আল্ট্রা লো ভোল্টেজে চলা স্যান্ডি ব্রিজ এবং আইভিব্রিজ প্রসেসরগুলো বিদুৎসাশ্রয়ী এবং এর হাইডেফিশিন (এইচডি) ইমেজিং আরো বাড়বে।’

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...