Friday, September 23, 2011

ওপেন সোর্সে যাচ্ছে স্যামসাংয়ের বাডা

ওপেন সোর্সে যাচ্ছে স্যামসাংয়ের বাডা

সম্প্রতি খবর রটেছে, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর নির্ভরশীলতা কমাতে নিজস্ব অপারেটিং সিস্টেমের ওপর জোর দিচ্ছে স্যামসাং। এ লক্ষে স্যামসাংয়ের অপারেটিং সিস্টেম বাডাকে ওপেন সোর্স প্ল্যাটফর্মে নেবার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। খবর ওয়াল স্ট্রিট জার্নাল-এর।

নিজস্ব অপারেটিং সিস্টেমকে প্রাধান্য দিতে স্যামসাং কোনো সফটওয়্যার ফার্ম কিনতে পারে বলেও খবর রটেছে। নিজস্ব ব্র্যান্ডের অপারেটিং সিস্টেমকে আরো বেশি প্রাধান্য দিতে ওপেন সোর্স পদ্ধতিতে যাবে স্যামসাং।

এ বিষয়ে স্যামসাং এখনও মুখ খোলেনি।

বাডা অপারেটিং সিস্টেমে স্যামসাং ওয়েভ সিরিজের মোবাইল ফোনগুলো তৈরি হয়েছিলো। সম্প্রতি বাডানির্ভর নতুন তিনটি হ্যান্ডসেটের ঘোষণাও দিয়েছে কোরিয়ান এই মোবাইল জায়ান্ট।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...