Sunday, September 18, 2011

আজ ৬.৮ কিন্তু যখন ৮ মাত্রা তখন ...

একটি জরিপে দেখা গেছে বাংলাদেশে যদি ৮ মাত্রার ভুমিকম্প হয় তাহলে এদেশের সমস্ত স্থাপনা মাটির সাথে মিশে যাবে B:-) B:-) :-& :-& X( X( :( :( |-) |-) আমাদের দেশের যেসব স্থাপনা একটাও তো নিরাপদ না /:) |-) |-)
তখন মরুভুমি আর এদেশের মধ্যে কোনো তফাত থাকবে না :(( |-) হয়তো কোথাও দু একটা গাছ দাড়িয়ে থাকবে তাছাড়া আর কিছুই মাটি থেকে উচুতে দাড়িয়ে থাকবে না। তখন আর টেকনাফ থেকে তেতুলিয়া দেখতে কোন বাধা থাকবে না যে যার এলাকা থেকে কক্সবাজার দিকে তাকালেই সমুদ্র সৈকত দেখা যাবে 8-|

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...