Sunday, September 18, 2011

বাংলাদেশে স্মরণকালের সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পঃ রিখটার স্কেলে ৬.৮ মাত্রা ছাড়িয়েছে

আজ রবিবার সন্ধ্যে ৬টা ৪২মিনিটে ঢাকাসহ সমস্ত বাংলাদেশে স্মরণকালের সর্বোচ্চ মাত্রার ভুমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যা ৬.৮ ছাড়িয়েছে। টানা প্রায় ১ মিনিট স্থায়ী ভুমিকম্পে মানুষজন আতংক ও ভীতসন্ত্রস্ত হয়ে ঘর থেকে বাহিরে বেরিয়ে আসে সৃষ্টিকর্তার নাম জপতে থাকে। অনেকে প্রচন্ড বৃস্টি উপেক্ষা করে রাস্তায় চলে আসে । অনেক বয়স্ক জনেরা বলাবলি করছেন, এ যাবত কালের মধ্যে এত বেশী প্রচন্ডতা ও স্থায়ী ভুমিকম্প আর কোনদিন দেখা যায়নি। এ রিপোট লেখা পর্যন্ত কোথাও কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা সংবাদ পাওযা যায়নি।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...