সম্প্রতি স্পেনের গবেষকরা জানিয়েছেন, এই মহাবিশ্ব একদিন স্থবির হয়ে দাঁড়িয়ে যাবে কারণ দ্রুতই ফুরিয়ে যাচ্ছে সময়। এই মহাবিশ্বের হয়তো বিগ ব্যাংয়ে শেষ হবে না বরং তাত্ত্বিকভাবে সময়ের শেষ হবার ফলেই ধ্বংস হবে। সময়ের শেষলগ্নে মহাবিশ্বের সবকিছু একসঙ্গে স্থবির হয়ে যাবার ফলেই মৃত্যু ঘটবে এই মহাবিশ্বের। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সময়ের মুত্যু ঘটার এই তত্ত্বটি দিয়েছেন ইউনিভার্সিটি অফ বাস্ক কান্ট্রি এবং ইউনিভার্সিটি অফ সালামানকা এর গবেষক হোসে সেনোভিলা, মার্ক মার্স এবং রাউল ভেরা।
গবেষকরা জানিয়েছেন, বিলিয়ন বছর ধরে বয়ে চলা সময় একদিন ফুরিয়ে যাবে এবং মহাবিশ্বের সবকিছু স্থবির হয়ে যাবে। কারণ গতিতেই জীবন আর স্থিতিতেই ধ্বংস। সময়ের থেমে যাওয়ার এই ঘটনায় ডার্ক এনার্জি বিকল্প ব্যাখা হতে পারে।
গবেষকরা আরো জানিয়েছেন, এক দশক আগে জোর্তিবিদরা অনেক দূরের এক সুপারনোভা বিস্ফোরণ লক্ষ্য করে দেখেছেন সুপাররেনাভা বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া বস্তুগুলো কেন্দ্রের চেয়ে দ্রুতই ছুটে চলে। আর এগুলোর গতি জোগায় ডার্ক এনার্জি। তবে এই ডার্ক এনার্জির উৎস এখনো অজানাই রয়ে গেছে। তবে, এই ডার্ক এনার্জিকে সময় ঘড়ির সঙ্গে তুলনা করা যায় বলেই গবেষকরা মন্তব্য করেছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকদের মতে, ঘড়ি যেমন সময় দেখাতে দেখাতে একসময় ধীরে চলা শুরু করে এবং স্থবির হয়ে যায় এই মহাবিশ্বও তেমনি স্থবির হয়েই ধ্বংস হয়ে যেতে পারে।
No comments:
Post a Comment