Saturday, September 24, 2011

বিশ্বের বৃহত্তম গুহা

বিশ্বের বৃহত্তম গুহা

১৯৯১ সালের কোন এক সময়ে গ্রামবাসীদের অদ্ভুত এক খবর শুনিয়েছিলেন ভিয়েতনামের এক হতদরিদ্র কৃষক হো কানাহ। জঙ্গলে কাঠ কাটতে গিয়ে তিনি নাকি অতিকায় এক বিশাল গুহার খোঁজ পেয়েছেন। স্বভাবতই প্রথমে কেউ বিশ্বাসই করতে চায় নি কথাটা। কাউকে যে নিয়ে গিয়ে জায়গাটা দেখাবেন সেটারও উপায় ছিল না। দুর্গম জঙ্গলের মধ্য দিয়ে কোন পথে যে সেই জায়গাটায় গিয়েছিলেন, সেটাই মনে করতে পারছিলেন না তিনি। পরবর্তীতে অদ্ভুত সেই জায়গাটা কানাহ খুঁজে বেরিয়েছিলেন দীর্ঘ ১৮টি বছর। ২০০৯ সালের এপ্রিলে বহু কষ্টে তিনি আবার যখন সেই বহু আরাধ্য জায়গাটায় আবার আসতে পারলেন, তখন জানা গেল, তিনি আসলে খুঁজে পেয়েছেন পৃথিবীর সর্ববৃহত্ গুহাটি। অত্যাধুনিক লেসার প্রযুক্তি দিয়ে মাপজোক করে ব্রিটিশ একটি অভিযাত্রী দল ঘোষণা করলেন যে, মালয়েসিয়ার ডিয়ার কেভ নয়, ভিয়েতনামের সন ডং-ই পৃথিবীর সবচেয়ে বড় গুহা।

ডিয়ার কেভের প্রায় প্রতিটি জায়গাই উচ্চতায় ও প্রস্থে ৯১ মিটার (৩০০ ফিট)। কিন্তু এটা লম্বায় মাত্র ১.৮ কিলোমিটার। যেখানে সন ডং গুহায় অভিযাত্রীরা ৪.৫ কিলোমিটার পর্যন্ত হেঁটেছেন। ধারণা করা হচ্ছে এটার দৈর্ঘ্য আরও অনেক বেশি। আর উচ্চতা ও প্রস্থে কখনো কখনো এটি ১৪০ মিটারও (৪৬০ ফিট) ছাড়িয়ে গেছে।

ব্রিটিশ অভিযাত্রী দলের সদস্য স্পিলান গুহাটির বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘ভিয়েতনামের এই জায়গাটা খুবই দুর্ভেদ্য। জঙ্গলের মূল রাস্তা থেকে গুহাটা অনেক দূরে। আর এটা এতই গহীনে যে, গুগল আর্থের সাহায্যেও এর হদিশ পাওয়া যায় নি। একেবারেই কাছাকাছি না গেলে এই গুহাটি লোকচক্ষুর আড়ালেই থেকে যেত। এ কারণেই, আগের অভিযানগুলোতে অনেকে গুহাটির মাত্র ১০০ মিটারের মধ্যে গিয়েও এর প্রবেশ পথ খুঁজে পায় নি।’

গুহাটিতে প্রায় ১৫০টি ছোট-বড় প্রকোষ্ঠ আছে বলে ধারণা করছেন অভিযাত্রীরা। তবে এখন পর্যন্ত গুহাটির শেষ পর্যন্ত যেতে পারেন নি তাঁরা। প্রথমবারের অভিযানে প্রায় ২০০ ফুট উঁচু একটি চুনাপাথরের দেয়ালের সামনে এসে থমকে যেতে হয় তাঁদের। তবে খুব দ্রুতই হয়তো এই গুহার শেষপর্যন্ত যেতে পারবেন বলে প্রত্যাশা করছেন অভিযানপ্রিয় মানুষরা।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...