বিশ্বের বৃহত্তম গুহা
ডিয়ার কেভের প্রায় প্রতিটি জায়গাই উচ্চতায় ও প্রস্থে ৯১ মিটার (৩০০ ফিট)। কিন্তু এটা লম্বায় মাত্র ১.৮ কিলোমিটার। যেখানে সন ডং গুহায় অভিযাত্রীরা ৪.৫ কিলোমিটার পর্যন্ত হেঁটেছেন। ধারণা করা হচ্ছে এটার দৈর্ঘ্য আরও অনেক বেশি। আর উচ্চতা ও প্রস্থে কখনো কখনো এটি ১৪০ মিটারও (৪৬০ ফিট) ছাড়িয়ে গেছে।
ব্রিটিশ অভিযাত্রী দলের সদস্য স্পিলান গুহাটির বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘ভিয়েতনামের এই জায়গাটা খুবই দুর্ভেদ্য। জঙ্গলের মূল রাস্তা থেকে গুহাটা অনেক দূরে। আর এটা এতই গহীনে যে, গুগল আর্থের সাহায্যেও এর হদিশ পাওয়া যায় নি। একেবারেই কাছাকাছি না গেলে এই গুহাটি লোকচক্ষুর আড়ালেই থেকে যেত। এ কারণেই, আগের অভিযানগুলোতে অনেকে গুহাটির মাত্র ১০০ মিটারের মধ্যে গিয়েও এর প্রবেশ পথ খুঁজে পায় নি।’
গুহাটিতে প্রায় ১৫০টি ছোট-বড় প্রকোষ্ঠ আছে বলে ধারণা করছেন অভিযাত্রীরা। তবে এখন পর্যন্ত গুহাটির শেষ পর্যন্ত যেতে পারেন নি তাঁরা। প্রথমবারের অভিযানে প্রায় ২০০ ফুট উঁচু একটি চুনাপাথরের দেয়ালের সামনে এসে থমকে যেতে হয় তাঁদের। তবে খুব দ্রুতই হয়তো এই গুহার শেষপর্যন্ত যেতে পারবেন বলে প্রত্যাশা করছেন অভিযানপ্রিয় মানুষরা।
No comments:
Post a Comment