কোরিয়ান এই মুভিটিকে হরর হিসেবে নাম শুনেছিলাম।
কিন্তু সত্যিকার অর্থে মুভিটি দুর্দান্ত একটা টুইস্ট মুভি।ছোট বোন সু-ইউং এর মৃত্যুর পর বড় বোন সু-মি কি করে তার অস্তিত্ব টিকিয়ে রাখল দেখতে থাকুন আর ছবির দুই তৃতীয়াংশ যাওয়ার আপনি একটা ভয়াবহ মোচড়ের অপেক্ষায় থাকুন।
2. primal fear
এই মুভিটাও দুর্দান্ত।তবে কন্সেপ্টটা সাইকো এবং উইটনেস অফ দা প্রসিকিউশন সংমিশ্রণ বলে মনে হয়েছে।এডওয়ার্ড নরটন বেশ ভাল অভিনয় করেছেন।
3. mulholland drive
কিছুই বুঝি নাই।রিভিউ-সিনপসিস পড়ে মনে হইছে,ক্রিটিকরাও ঠিক বুঝছে কিনা সন্দেহ।আপনি নিজেকে বোদ্ধা ভাবলে দেখতে পারেন।
7. the good shepherd
সি আই এ কি জিনিস,এই মুভিটা দেখলে ক্লিয়ার হবেন।ম্যাট ড্যামনের অভিনয় প্রশংসনীয়।
8. motorcycle diaries
চে গুয়েভারা এবং তার এক বন্ধুর মটর সাইকেল যোগে দক্ষিণ আমেরিকা ভ্রমণের কাহিনী।চে এর ফ্যানরা এই মুভি দেখলে চে কে আরেক বেশি ভালবাসবেন,সন্দেহ নেই।
9. fracture
মুভিটার ট্যাগলাইন,"আই শুট মাই ওয়াইফ।প্রুভ ইট।"অভিনয় করেছেন অ্যানথনি হপকিন্স।সো বুঝে নিন মুভিটা কেমন হতে পারে।
10. the shining
মুভিটার জেনার হল সাইকোলজিক্যাল হরর।মুভির কাহিনী স্টিফেন কিংএর।জ্যাক নিকলসন এর ফ্রিক অভিনয় দেখে আমার ফ্রিক হয়ে যাবার জোগাড়।
ভাল থাকবেন।
No comments:
Post a Comment