Tuesday, September 13, 2011

গুগল প্লাস ইনভাইট লাগলে আওয়াজ দেন!

চারিদিকে এখন গুগল প্লাসের আলোচনার ঝড়! big smile গুগল প্লাস ইনভাইট লাগলে আওয়াজ দেন! কি জিনিস, ক্যামনে কী, কী করুম এইসব প্রশ্ন নিয়ে যারা ঘুইরা বেড়ায়তেছেন আমারে আওয়াজ দেন। এই পোস্টে আপনার জিমেইল এড্রেস দিয়া যান। আপনারে এখান গুগল প্লাস ইনভাইট পাঠায় দিতেছি।

গুগল প্লাস কী?

গুগল প্লাস একখান স্যোশাল নেটওয়ার্কিং সাইট। (জাস্ট লাইক ফেসবুক) গুগলের এই উদ্যোগের ফেসবুকরে নাকি ডাউন দেওয়ার জন্য। এখন শুধু একটা জিনিস বানাইলেই তো হবে না। জিনিসটা যেন ফেসবুক থেইকা ভাল হয় সেটাও তো নিশ্চিত করা লাগবে।

8Yr67 গুগল প্লাস ইনভাইট লাগলে আওয়াজ দেন!

গুগল প্লাসে আপনি আলাদা আলাদাভাবে সবকিছু শেয়ার করতে পারবেন। আপনি আপনার ইচ্ছামত সার্কেল তৈরী করে তাতে আপনার পছন্দমত বন্ধুদের এড করে রাখতে পারেন। স্ট্যাটাস, ছবি, ভিডিও আপলোডের সময় কোন কোন সার্কেলদের এগুলো দেখতে দেবেন সেটা মার্ক করবেন। এটাই আপাতত আমার সবচেয়ে পছন্দ হয়েছে। thumbs up গুগল প্লাস ইনভাইট লাগলে আওয়াজ দেন!

নীচে আমার গুগল প্লাস হোমপেজের একখান স্ক্রিনি দিলাম। যারা দেখেন নাই দেখে জিনিসটার একটা আইডিয়া নেন।
M2dTx গুগল প্লাস ইনভাইট লাগলে আওয়াজ দেন!
(ক্লিক করে বড় করে দেখেন)

1 comment:

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...