Thursday, October 6, 2011

কেন আপনার পিসিতে Graphics Crad লাগবে……?


মনিটরে ভালোমানের ছবি দেখতে চাইলে ভালো একটা গ্রাফিক্স কার্ডের অনেক প্রয়োজন । সাধারণত এটা অতিরিক্তভাবে কিনে লাগাতে হয় । আর যারা গেম খেলেন (গেমার) তাদের জন্য তো গ্রাফিক্স কার্ড খুবই প্রয়োজনীয় । বাজারে নানা ব্রান্ডের গ্রাফিক্স কার্ড পাওয়া যায়, আপনি ইচ্ছা করলে যে কোন গ্রাফিক্স কার্ড কিনতে পারেন । তবে কোন গ্রাফিক্স কার্ড কেমন, দাম কতো এ বিষয়ে ধারণা থাকলে আপনার জন্য অনেক সুবিধা হবে ।
Gigabyte 1GB DDR3 PCI Express Graphics Card এর ফীচারসমূহ –

০১. Full HD (1920*1200p resolution সমর্থন করে )
০২. ধারণক্ষমতা(MB) – 1GB
03. DVI and HDMI Output – সাপোর্ট করে
০৪. Directx 11 পর্যন্ত সাপোর্ট করে
০৫. Open GL 2.3 এ সমর্থন করে
০৬. Dual Stream – HD+SD দুইটাতেই চালানো যাবে
০৭. Operating System – Windows XP/Vista and 7

System Requirement যা লাগবে –
০১. PCI Expressed নির্ভর পিসিতে X16 lane graphics slot মাদারবোর্ডে লাগবে
০২. সর্বনিম্ন 1GB DDR2/DDR3 Ram লাগবে ।

ভাল লাগলে এই গ্রাফিক্স কার্ডটি বাংলাদেশের বাজার থেকেও স্বল্প দামে কিনতে পারেন ।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...