Tuesday, January 31, 2012

এম.এস অফিস ২০০৭ এর ফাইলে কাজ করুন ২০০৩ দিয়ে/ .docx to .doc

আজ আপনাদের সাথে এক ২৭ মেগা বাইটের একটি কনভার্টর সফ্টওয়্যার শেয়ার করবো । যা থেকে আপনার মাইক্রোসফ্ট অফিস ২০০৭ এর ফাইল গুলো সহজেই মাইক্রোসফ্ট অফিস ২০০৩ এ অপেন করতে এবং নির্দিধায় কাজও করতে পারবেন। সফ্টওয়্যারটি শুধু নিচের লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করলেই হবে। অপেন করার সময় অটোমেটিক কনভার্ট হয়ে যাবে।

ডাউনলোড করতে ক্লিক করুন।

ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, নিজে জানুন অন্যকে জানান।

Monday, January 30, 2012

টপচার্ট জানুয়ারী ২০১২


আমাদের নগরজীবনের তুমুল ব্যস্ততার মাঝে খানিকট অবসর পেলেই আমরা চেষ্টা করি গান শুনতে কিংবা ছবি দেখতে। এই বিশ্বায়নের যুগে পৃথিবীর সেরা সব নতুন আয়োজন নিজের ঘরে বসেই এখন আমরা উপভোগ করতে পারি। ঘরে যদি হোম থিয়েটার সিস্টেম থাকে তাহলে তো কথাই নেই। বিনোদনের জন্য মুভি আর মিউজিক হয়ে উঠতে পারে আপনার প্রধান সঙ্গী।

মুভি আর মিউজিক প্রিয় ভিউয়ারদের জন্য বাংলানিউজ প্রতি উইকএন্ডে দিচ্ছে চলতি সপ্তাহের শীর্ষে থাকা সেরা ছবি এবং মিউজিক অ্যালবামের হিট লিস্ট। বেছে নিন, উপভোগ করুন আপনার পছন্দ অনুযায়ী।

হলিউড ১০০ টপ মিউজিক হিটের মধ্যে সেরা ৫
১. অ্যাডেলের ‘সেট ফায়ার অন দ্য রেইন’ ॥
২. রিহানা ফিচারিং কেলভিন হ্যারিসের ‘উই ফাউন্ড লাভ’॥
৩. ফ্লো-রিডার ‘গুড ফিলিং’॥
৪. ডেভিড গেটা ফিচারিং নিকি মিনাজ ‘টার্ন মি অন’॥
৫. কেটি পেরির ‘দ্য ওয়ান দ্যাট গট অ্যাওয়ে’।

হলিউড ২০০ টপ মিউজিক অ্যালবামের মধ্যে সেরা ৫
১. অ্যাডেলের ‘ টুয়েন্টি ফারস্ট ’॥
২. কিডস্ বপ কিডসের ‘ কিড বপ টুয়েন্টি ফারস্ট ’॥
৩ .দ্য ব্ল্যাক কিসের ‘এল ক্যামিনো ’॥
৪ .ড্র্যাক-এর ‘ টেক কেয়ার’॥
৫. রিহানার ‘টক দ্যাট টক’॥

হলিউড সেরা ৫ ছবি
১. দ্য গ্রে ॥পরিচালক জো কারনাহান ॥
২. আন্ডারওয়ার্ল্ড:অ্যাওকেনিং॥ পরিচালক: ম্যানস্ মারলিন্ড,বজর্ন স্টেইন॥
৩. ওয়ান ফর দ্য মানি॥পরিচালক: জুলি এ্যান রবিনসন॥
৪. রেড টেইলস্॥পরিচালক: অ্যান্থনী হ্যামিংওয়ে॥
৫. ম্যান অন লিজ॥পরিচালক :আসগার লিথ॥

বলিউড সেরা ৫ ছবি
১. হৃদয় শেঠী পরিচালিত ‘ চল্লিশ চুরাশি’॥  
২. পুজা`জোতিন্দ্র বেদী পরিচালিত ‘ঘোস্ট’॥
৩. আব্বাস মাস্তান পরিচালিত ‘ প্লেয়ার্স’॥
৪. ফারহান আকতার পরিচালিত ‘ডন-২’॥
৫. মিলান লুথরিয়া পরিচালিত ‘দ্য ডার্টি পিকচার’॥

বলিউড সেরা ৫ মিউজিক ভিডিও
১. এক দিওয়ানা থা ছবির ‘ হোসানা’॥
২. অগ্নিপথ ছবির ‘চিকনি চামেলী ’॥
৩. এক মে অর এক তু ছবির ‘এক মে অর এক তু’॥
৪. অগ্নিপথ ছবির ‘ও সাইয়া’॥
৫. প্লেয়ারস্ ছবির ‘ ঝুম ঝুম তা হু মে’॥

Sunday, January 29, 2012

মুভী রিভিউ – Man on Fire

আমি সাধারণত একটা মুভী ২বার খুব কমই দেখি কিন্তু Man on Fire ইতিমধ্যেই ৬বার দেখে ফেলেছি । সত্যিই আমার কাছে অসাধারণ একটা মুভী মনে হয়েছে । অন্যরকম একটা আবেগ আছে যা যে কাউকে আলোরিত করবে, বিশেষ করে Pita (Dakota Fanning) – র অভিনয় । ৭ বছরের এই মেয়ে ১মবারের মতো Man on Fire এ অভিনয় করেছে, কিন্তু তার অভিনয় দেখে আপনার মনে হবে সে বোধহয় দীর্ঘ সময় ধরে অভিনয় করে ।

এক নজরে Man on Fire –
IMDB Rating – 7.7(10)
Director – Tony Scott
Staring – Washington, Dakota Fanning……..

Trailer Clip
----------------------------------------------


মুভীটার কাহিনী এ রকম –
Creasy(Danzel Washington) Pita-র বডিগার্ড হিসেবে কাজ করে । মেস্কিকোতে প্রতিদিন-ই বাচ্চাদের কিডনাপ করা হয়, এরপর পরিবার থেকে বড় অংকের টাকা দাবি করা হয় । মুভীর শুরুতে এ রকম একটা কিডনাপের ঘটনা পরিচালক দেখিয়েছেন এবং এর মাধ্যমে দর্শক ধারণা পাবেন কিডনাপের system টা এখানে কেমন । creasy হতাশাগ্রস্থ লোক, বন্ধুর অনুরোধে pita-র বডিগার্ড হিসেবে কাজ শুরু করে, pita আসলে creasy কে বন্ধু হিসেবে ভাবতে চায় । প্রথমদিকে creasy নিজেকে শুধু পিটার বডিগার্ড হিসেবেই ভাবতে পছন্দ করে কিন্তু এক সময় সে আবিস্কার করে সে নিজেও পিটাকে প্রচন্ড ভালবাসে । নিচের ক্লিপসগুলো দেখলে আপনি মুভীটা সম্পর্কে কিছুটা ধারণা পাবেন । এক সময় পিটা কিডনাপ হয়, ক্রিসি তাকে বাচানোর সবরকম চেষ্টা করে, মরণাপন্ন ক্রিসিকে দেখে পিটা পালিয়ে না যেয়ে ক্রিসির কাছে আসে, ফলে kidnapped হয় । এরপর পুলিশ চেষ্টা করে পিটাকে উদ্ধারের, কিন্তু পুলিশের মাঝে কিছু লোক থাকে যারা কিডনাপারদের সাথে জড়িত, ফলে পিটাকে উদ্ধার করা সম্ভব হয় না । এ্যামবুশে কিডনাপারদের একজন মারা যায়, এরপর সবাই ভাবে পিটাকে মেরে ফেলা হয়েছে । ক্রিসি সুস্থ হওয়ার পর কিডনাপাদের সবাইকে হত্যা করার মিশনে নামে । যখন সে কিডনাপারের ভাইকে ধরতে পারে সে কিডনাপার ড্যানিয়েলকে ফোন করে, ড্যানিয়েল তখন বলে আমার ভাইয়ের বিনিময়ে আমি আর একজনের জীবন তোমায় দিব । সংলাপটা এ রকম –

Inside Movie Clips
-----------------------------------------


/////////////////////////////////////////////////////////////////////////////////////
Daniel (Kidnapper) - Now, tell me seriously, how much do you want?
Creasy (Hero) - Your brother wants to speak to you. Here, hold………
D - All right. I will give you a life for a life.
C - Whose life? What are you talking' about?
Whose life, Daniel? I want you!
D - I will give you her life. For your life.
And in exchange, I will get my life back.
C - - What life? Whose life?
D - - The girl's. Pita's.
C - - Pita's dead!
D - I'm a businessman. A girl dead is worth nothing.
C - I want proof of life, you hear me? I want proof of life. I want...
I want the name of her bear. What does she call her bear?
You tell her to tell you to tell me,what she calls her bear.
[অনেকের কাছে এই অংশটা অযৌক্তিক মনে হতে পারে, তাদের কাছে দুঃখিত]
/////////////////////////////////////////////////////////////////////////////////////////
বুঝতেই পারছেন শেষ পর্যন্ত পিটাকে উদ্ধার করা সম্ভব হয় । তবে ক্রিসিকে আর ফিরে পাওয়া……তবে শেষ দুশ্যটা দেখলে যে কারও চোখে পানি আসাটা স্বাভাবিক । আমি ক্লিপসটা আপলোড করে দিয়েছি, আপনারা এখানে দেখতে পারেন ।

Emotion Before Ending Movie (Pita Reiterative Scene)
------------------------------------------------------------------------------

আপনার যারা মুভিটা অনলাইনে দেখতে চান তারা নীচের লিংকে যেতে পারেন ।
http://goo.gl/53HaF
মুভিটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে (instruction follow করুন) ।
http://goo.gl/53HaF
অনেক সাবটাইটেল এই মুভির সাথে মিলে না, তবে আমি অনেক খোজাখুজি করে একটা সাবটাইটেল পেয়েছি যা সম্পূর্ণ মুভি আপনাকে সাবটাইটেল সাপোর্ট দিবে । মুভি যারা ডাউনলোড করবেন তারা সাথে অব্যশই এটা ডাউনলোড করবেন ।
http://www.mediafire.com/?lz0h5uxm4l45xo8

বাংলা সিনেমার কিছু অতি পরিচিত সংলাপ

→ চৌধুরী সাহেব! আমরা গরীব হতে পারি,কিন্তু লোভী নই।
→ এই আকাশ বাতাস, গাছপালাকে সাক্ষী রেখে আজ আমরা এক হলাম,আজ থেকে আমরা স্বামী-স্ত্রী। → ছেড়ে দে শয়তান, তোর ঘরে কি মা বোন নেই ? ...
→ তোর এত বড় সাহস !?
বামন হয়ে তুই চাঁদের দিকে হাত বাড়িয়েছিস ???!!!
→ আমি তোমাকে ছাড়া বাঁচব না। (শুধু ছিনেমা নয়,বাস্তবেওপ্রে মের শুরুতে প্রায় সবায় এটা বলে,আর কিছুদিন প্রেমকরার পর, “ অই তুই আর আমারে আর ফোন দিবি না ":D)
→ থামুন!আইন নিজের হাতে তুলে নিবেন না! (শেষদৃশ্যে দেরী করে আসা পুলিশের বানী, রাস্তায় যে পরিমাণ জ্যাম...দেরী হতেই পারে !)
→ তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবিনা শয়তান।
→ মনে করে দেখ শয়তান, আজ থেকে ২০ বছর (১৮/১৭ বছর) আগে তুই আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছিস, আজ আমি সেই হত্যার প্রতিশোধ নিতে এসেছি।
→ বাঁচাও বাঁচাও ........... → দলিলে সই কর !

Top 100 Languages by Population

Top 100 Languages by Population


Rank    Language Name    Primary Country    Population

1    CHINESE, MANDARIN    China    885,000,000

2    SPANISH    Spain    332,000,000

3    ENGLISH    United Kingdom    322,000,000

4    BENGALI    Bangladesh    189,000,000

5    HINDI    India    182,000,000

6    PORTUGUESE    Portugal    170,000,000

7    RUSSIAN    Russia    170,000,000

8    JAPANESE    Japan    125,000,000

9    GERMAN, STANDARD    Germany    98,000,000

10    CHINESE, WU    China    77,175,000

11    JAVANESE    Indonesia, Java, Bali    75,500,800

12    KOREAN    Korea, South    75,000,000

13    FRENCH    France    72,000,000

14    VIETNAMESE    Viet Nam    67,662,000

15    TELUGU    India    66,350,000

16    CHINESE, YUE    China    66,000,000

17    MARATHI    India    64,783,000

18    TAMIL    India    63,075,000

19    TURKISH    Turkey    59,000,000

20    URDU    Pakistan    58,000,000

21    CHINESE, MIN NAN    China    49,000,000

22    CHINESE, JINYU    China    45,000,000

23    GUJARATI    India    44,000,000

24    POLISH    Poland    44,000,000

25    ARABIC, EGYPTIAN SPOKEN    Egypt    42,500,000

26    UKRAINIAN    Ukraine    41,000,000

27    ITALIAN    Italy    ?x'37,000,000'

28    CHINESE, XIANG    China    36,015,000

29    MALAYALAM    India    34,022,000

30    CHINESE, HAKKA    China    34,000,000

31    KANNADA    India    33,663,000

32    ORIYA    India    31,000,000

33    PANJABI, WESTERN    Pakistan    30,000,000

34    SUNDA    Indonesia    27,000,000

35    PANJABI, EASTERN    India    26,013,000

36    ROMANIAN    Romania    26,000,000

37    BHOJPURI    India    25,000,000

38    AZERBAIJANI, SOUTH    Iran    24,364,000

39    FARSI, WESTERN    Iran    24,280,000

40    MAITHILI    India    24,260,000

41    HAUSA    Nigeria    24,200,000

42    ARABIC, ALGERIAN SPOKEN    Algeria    22,400,000

43    BURMESE    Myanmar    22,000,000

44    SERBO-CROATIAN    Yugoslavia    21,000,000

45    CHINESE, GAN    China    20,580,000

46    AWADHI    India    20,540,000

47    THAI    Thailand    20,047,000

48    DUTCH    Netherlands    20,000,000

49    YORUBA    Nigeria    20,000,000

50    SINDHI    Pakistan    19,720,000

51    ARABIC, MOROCCAN SPOKEN    Morocco    19,542,000

52    ARABIC, SAIDI SPOKEN    Egypt    18,900,000

53    UZBEK, NORTHERN    Uzbekistan    18,466,000

54    MALAY    Malaysia, Peninsular    17,600,000

55    AMHARIC    Ethiopia    17,413,000

56    INDONESIAN    Indonesia    17,050,000

57    IGBO    Nigeria    17,000,000

58    TAGALOG    Philippines    17,000,000

59    NEPALI    Nepal    16,056,000

60    ARABIC, SUDANESE SPOKEN    Sudan    16,000,000

61    SARAIKI    Pakistan    15,015,000

62    CEBUANO    Philippines    15,000,000

63    ARABIC, NORTH LEVANTINE SPOKEN    Syria    15,000,000

64    THAI, NORTHEASTERN    Thailand    15,000,000

65    ASSAMESE    India    14,634,000

66    HUNGARIAN    Hungary    14,500,000

67    CHITTAGONIAN    Bangladesh    14,000,000

68    ARABIC, MESOPOTAMIAN SPOKEN    Iraq    13,900,000


69    MADURA    Indonesia, Java, Bali    13,694,000

70    SINHALA    Sri Lanka    13,220,000

71    HARYANVI    India    13,000,000

72    MARWARI    India    12,104,000

73    CZECH    Czech Republic    12,000,000

74    GREEK    Greece    12,000,000

75    MAGAHI    India    12,000,000

76    CHHATTISGARHI    India    10,985,000

77    DECCAN    India    10,709,800

78    CHINESE, MIN BEI    China    10,537,000

79    BELARUSAN    Belarus    10,200,000

80    ZHUANG, NORTHERN    China    10,000,000

81    ARABIC, NAJDI SPOKEN    Saudi Arabia    9,800,000

82    PASHTO, NORTHERN    Pakistan    9,685,000

83    SOMALI    Somalia    9,472,000

84    MALAGASY    Madagascar    9,398,700

85    ARABIC, TUNISIAN SPOKEN    Tunisia    9,308,000

86    RWANDA    Rwanda    9,306,800

87    ZULU    South Africa    9,142,000

88    BULGARIAN    Bulgaria    9,000,000

89    SWEDISH    Sweden    9,000,000

90    LOMBARD    Italy    8,974,000

91    OROMO, WEST-CENTRAL    Ethiopia    8,920,000

92    PASHTO, SOUTHERN    Afghanistan    8,206,000

93    KAZAKH    Kazakhstan    8,000,000

94    ILOCANO    Philippines    8,000,000

95    TATAR    Russia    8,000,000

96    FULFULDE, NIGERIAN    Nigeria    7,611,000

97    ARABIC, SANAANI SPOKEN    Yemen    7,600,000

98    UYGHUR    China    7,595,512

99    HAITIAN CREOLE FRENCH    Haiti    7,372,000

100    AZERBAIJANI, NORTH    Azerbaijan    7,059,000

101    NAPOLETANO-CALABRESE    Italy    7,047,400

102    KHMER, CENTRAL    Cambodia    7,039,200

103    FARSI, EASTERN    Afghanistan    7,000,000

104    AKAN    Ghana    7,000,000

105    HILIGAYNON    Philippines    7,000,000

106    KURMANJI    Turkey    7,000,000

107    SHONA    Zimbabwe    7,000,000

বাঙ্গালী নারীর ১০১ টি সেইরকম বৈশিষ্ট্য



১) তাহারা মুখমন্ডল লইয়া এতই চিন্তিত যে শরীরের যত্ন নেবার কথা তাহাদের মনেই আসে না।
২) তাহারা একলা তোমার সাথে হাসিয়া কথা কহিবে, কিন্তু সাথে অন্য কেহ থাকিলে এমন ভাব করিবে যে তাহারা তোমাকে সহ্যই করিতে পারিতেছে না।
৩) এক কেজি ওজন কমাইতে পারিলে তাহারা খুশিতে আত্মহারা হইবে এবং সকলকে তাহা বলিয়া বেড়াইবে।
৪) তাহারা ম্যাচিউর ছেলের সন্ধানে এতই ব্যাস্ত এবং নিজের ম্যাচিউরিটি লইয়া এতই আত্মবিশ্বাসী যে কখনো কখনো তাহারা অতিরিক্ত ম্যাচিউর ছেলের খপ্পরে পরিয়া নিজের সর্বস্ব খুইয়া বসে। তবে সে কথা অবশ্য কোনদিন কেহ জানিতে পারেনা। এমনকি তাহাদের স্বামীও না।
৫) যদি কখনো কোনদিন কাহারো চুল কোমর ছুঁইতে পারে ( হোক না সে কাকের বাসা) তাহলে ত আর কথাই নাই। চুলের গর্বে আত্মহারা হইয়া বাকি সব ত্রুটি ভুলিয়া যাইবে। রূপ সংক্রান্ত যেকোন আলোচনায় তখন প্রসংগ টানিয়া নিজের চুলের কথা বলিবার চেষ্টা করিবে। তাহাদের সেই খুশী দেখিলে মনে হইবে সেলুনে চুল বিক্রী করিয়া ভাত খাইতে পারিবে।
৬)কখনোই ইন্টারনেট পুরোপুরি ব্যাবহার করিতে শিখিতে চাইবে না। সর্বদা ছেলে বন্ধুর সাহায্য নিবে। অথবা হাতের কাছের মনুষ্য সমাজকে বিরক্ত করিবে।
৭)কিছু কিনিতে গেলে দশ টাকা হইলেও দরাদরি করিবার চেষ্টা করিবে। দশ টাকা না কমাইলে প্রয়োজনে অতীব দূর্লভ জিনিসটিও হাত ছাড়া করিতে তাহাদের বাঁধে না।
৮) নিজের পছন্দের কুৎসিত মেয়েটিকে ‘সুইট’ উপাধি দিয়া চালাইয়া দেবার চেষ্টা করিবে এবং প্রয়োজনে হিংসার সুন্দরী মেয়েটিকে ‘উগ্র’ উপাধিতে ভূষিত করিবে।
৯) দীর্ঘ চার বছর ক্রিকেটের কোন খোঁজ লইবে না, কিন্তু বিশ্বকাপ আসিলে এমনভাব করিবে যেন ওরা এগারোজনত তাহার হাতেই গড়া।
১০) ব্লগের এই পোস্ট টি তে আসিয়া ভুল ধরিবার চেষ্টা করিবে।

১১) ‘ডাভ’ সাবানের প্রস্তুতকারক দেশ লইয়া তাহারা খুবই চিন্তিত। ভুল করিয়া তাহাদের জন্য ইউকে’র পরিবর্তে ফ্রান্সের ডাভ সাবান কিনিলে তাহারা সেই সাবানের সেনসিটিভিটি বুঝাইবার চেষ্টা করিবে এবং তাহা ব্যাবহার করিবে না।
১২) নিজেরা পুরুষদের লইয়া ইচ্ছামত রসিকতা করিতে পারিবে ( যেমনঃ লুংগি, ভুড়ি, হাফপ্যান্ট, মাসেল, বাথরুম) কিন্তু তাহাদের লইয়া কোন রসিকতা করিলে তাহারা তোমাকে সমাজের নিকৃষ্ট ব্যাক্তি বানাইয়া ছাঁড়িবে ( যেমনঃ গু, পাদ, ফিগার ইত্যাদি)
১৩) তাহাদের মাঝে যাহারা এমেচার সাহিত্যিক তাহাদের লেখার মূল বিষয়বস্তু হইল ‘ধোঁকাবাজ পুরুষ সমাজ’। লেখার ধরন সাধারনত এই রকম ‘ প্রচন্ড কষ্টে আদ্রিতার বুক ফেঁটে যাচ্ছে। কুদ্দস তাঁর সাথে এমন করবে সে ভাবতেই পারেনি। ইচ্ছে করছে ব্ল্যাক সি’র সমস্ত পানি এক সাথে পান করে ফেলতে। সূর্যের সকল উষ্ণতা যেন আজ তাঁর হ্রদয়কে গ্রাস করে ফেলেছে। তাঁর হৃদয়ে তৈরী হয়েছে কালো কাকের চেয়েও কালো এক বিশাল গহ্ববর। সেই গহ্ববরে বাস করছে অজস্র কালো সাঁপ যা কিনা এতদিন……
তাহার লেখায় অধিকাংশ পুরুষই মন্তব্য করিবে – তোমার লেখাটা মন ছুঁয়ে গেল আপুনি, আসলে আমাদের সমাজে……
১৪) কোচিং সেন্টারে চলে তাহাদের হাসির প্রতিযোগিতা। শুনিলে মনে হয় পরিক্ষায় থিওরী ৭৫%, প্র্যাকটিকাল ১৫% এবং হাসি ১০% নম্বর নির্ধারন করা আছে। কখনোও কখনোও মনে হয় তাহারা ভাবিতেছে যে হাসির শব্দ দিয়া তাহারা রুপের সকল ত্রুটি ঢাকিয়া ফেলিতে পারিবে বলিয়া মনে করিতেছে।
১৫) বাহিরে তাহারা ইভটিজার পাইলে চিৎকার চেচামেচী শুরু করিয়া দিবে, অথচ লুইচ্চা টিচার এর বিরুদ্ধে তাহারা কোন কথাই বলিবে না। বরং সেই টিচার এর সাথে খাতির করিতে তাহারা ব্যস্ত হইয়া উঠিবে।
১৬) পার্লারে গিয়া চুলের কাটিং সম্পূর্ন বদলাইয়া বলিবে ‘কিছুই করিনাই, শুধু আগাখানি কাটিয়াছি’
১৭) তাহাদের মাঝে কেহ কেহ আছে যাহারা মেক আপ দিয়া গাল লাল করিয়া বলিবে ‘ আমার গাল এমনিতেই লাল, আগে ত আরো লাল ছিল, এখন রোদে পুরে লাল একটু কমে গেছে’
১৮) তাহাদের সকলেরই ছোটবেলায় এয়ার হোস্ট্রেস হইবার শখ আছিল।
১৯) বড় হইবার পর অনেকেরই সংবাদ পাঠিকা হইবার শখ জাগে, কিন্তু অশুদ্ধ উচ্চারনের জন্য কোর্স করিতে সাহস পায় না, তাই কর্মব্যাস্ততার উপর দোষ চাপাইয়া বলে ‘ ইচ্ছে ছিল খবর পড়ার কোর্স করব, কিন্তু একদম সময় নাই’
২০) পোষ্টের সকল পয়েন্ট খুঁটাইয়া কোন একটা পয়েন্টের ভিত্তিতে সকল বৈশিষ্টের জন্য পুরুষ সমাজকেই দায়ী করিবে।

২১) কোকের বদলে স্প্রাইট পান করিবে এবং বুঝাইতে চাইবে স্প্রাইট শুদ্ধতার প্রতীক কারন ইহার রঙ স্বচ্ছ এবং ইহা যাহারা পান করিবে তাহারা পূর্নাঙ্গ মানবী (ম্যাচিউর)।
২২)ম্যাগী হাতার জামার নায়ক জাফর ইকবাল এর প্রতি তাদের বিশেষ দূর্বলতা লক্ষ্য করা যায়।
২৩)‘মদ্যপান করিতে তাহারা আগ্রহী, কিন্তু যোগার করিতে পারিতেছেনা’ এমন ভাব তাহাদের মাঝে লক্ষ্য করা যায়। তাই অনেক সময় বিয়ার কে মদ ভাবিয়া পান করিবার পর তাহারা মাতাল হইবার ভান করিবে।এই সময় যদি দূর থেকে চিৎকার করিয়া বলা হয় ‘ গৃহে আগুন লাগিয়াছে সবাই পালাও হে’, তাহলে সাথে সাথেই তাদের নেশা কাটিয়া যাইবে।
২৪) চটপটিকে যতবেশী তেঁতুল দিয়া টক বানাইতে পারিবা ততই তুমি ‘বিশেষ কিছু একটা’- তাহাদের মাঝে এমন ভাব লক্ষ্য করা যায়। তাই অনেক সময় তাহাদের ভুলক্রমে অতিরিক্ত টক চটপটিও হাসিমুখে গিলিতে দেখা যায়, তখন তাহারা বলিবার চেষ্টা করে – আরে এই টক ত কিছুই না, মুন্নীদের বাসায় একবার চটপটি খেয়েছিলাম……
২৫) বাজারে চকবার জাতীয় কলাকৃতির নতুন কোন আইসক্রিম আসিলে তাহাদের সেই আইসক্রীমের প্রতি বিশেষ উৎসাহী হইতে দেখা যায়।
২৬) তাহাদের অনেকেই মনে করেন যে ‘এক্সকিউজমি’ সঠিক উচ্চারন নয়, তাই তাহারা ইহাকে সঠিকরুপে উচ্চারন করিতে গিয়া ‘স্কিউজমি’ বলিয়া ভুল উচ্চারন করেন।
২৭) দুইদিন বিকাল বেলা কচ্ছপের ন্যায় ধীর গতিতে হাঁটিবার পর ওজন না কমিলে তাহারা ওজন কমানোর পরিকল্পনা বন্ধ করিয়া দেয়।
২৮) ফাস্টফুডের দোকানে ছেলে বন্ধুর সামনে মুখ বন্ধ করিয়া খাইবে এবং ছেলে বন্ধুটির চাবানোর শব্দ শুনিয়া বিরক্তি প্রকাশ করিবে। তবে তাহাদের খাবার আসল রুপ ইফতারীর সময় টের পাওয়া যাইবে।
২৯) কোথাও গিয়া ছবি তুলিবার নামগন্ধ পাইলে ( থাক আর বলিলাম না)
৩০) একদা এক মহিলা ফটোগ্রাফার কে চিড়িয়াখানায় বাঘের ছবি তুলিয়া আনিতে বলিয়াছিলাম, ছবি ওয়াশ করিবার পর দেখিলাম বাঘ সেই মহিলার পিছনে কাঁটা পড়িয়া গিয়াছে।

৩১) তাহারা সকলেই ছোট বাচ্চাদের খুব ভালবাসেন, কারন ছোট বাচ্চারা খুবই সরল এবং বাচ্চাদের মনে এই তরুন সমাজের মত প্যাঁচগোচ নেই- তবে বাচ্চাটি তাহাদের কোলে পিশাব করিবার পর তাহাদের মুখ খানা দেখিলেই তাহাদের প্রকৃত ভালবাসার পরিচয় পাওয়া যাইবে।
৩২) তাহাদের অনেকেরই ইন্টারমিডিয়েটের সময় বিবাহ হইয়া যাইতেছে বলিয়া শুনা যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় মাস্টার্স শেষ করিবার পরও মেয়ে আইভ্রূ হইয়া বসিয়া আছে।
৩৩) আজ পর্যন্ত কোন পাত্রপক্ষই তাহাদের অপছন্দ করেন নাই, তাহারাই সকল পাত্রকে বাতিল করিয়া দিয়াছেন- সর্বদা এমনটিই শোনা যায়।
৩৪) সারাবছর রসুইঘরে না গিয়া ঠিক ঈদের দিন নতুন রেসিপি রান্না করিয়া তাহারা অনেকের ঈদের আনন্দ মাটি করিয়া দেন।
৩৫) তাহাদের মাঝে যাহারা অল্প বয়সে মা হইয়াছেন তাহারা বাচ্চাদের সাঁতার শিখাইবার সময় সুইমিংপুলের সামনে চোখে সানগ্লাস দিয়া বসিয়া থাকেন। সানগ্লাসের কারনে তাহাদের চোখ কি বাচ্চার সাঁতারের দিকে আছে নাকি কোন তরুন সাঁতারুর দিকে আছে তাহা বুঝিবার সাধ্য কাহারো নাই।
৩৬) তাহাদের মাঝে যাহারা একটু সরল তাহাদের ছোটোবেলায় টাইফয়েডের কারনে বেল মাথা করিতে দেখা যায়।
৩৭) তাহাদের অনেকেরই ধারনা কমলা আর টমেটো খাইলে মুখখানা টমেটোর মতো টসটসে হইবে। ইদানীংকালে তাহাদের অনেককেই মুখে আলুর রস মাখিতে দেখা যাইতেছে। আলুর বদৌলতে বাজারের অনেক মুশুরীর ডাল এর অপব্যবহার বন্ধ হইয়াছে।
৩৮) তাহাদের মতে ডায়েটিং এর একমাত্র খাদ্য হল শশা। সাতদিন এক নাগারে শশা খাইয়া দূর্বল হইয়া তাহারা আবার সবল হইবার জন্য ভাত খাইতে আরম্ভ করে।
৩৯) জীবনে তাহারা যতখানি মোবাইলের সীম কিনিয়াছে ততখানি অন্তর্বাস কিনিয়াছে কিনা সন্দেহ। তাহাদের বারান্দায় নজর দিলেই ইহার আন্দাজ পাওয়া যায়।
৪০) কোন বিশেষ উপলক্ষে শাড়ী পড়িবে বলিয়া মনস্থির করিলে সেই শাড়ীর আনুসংগিক জিনিস পত্র যোগাড় হইতে হইতে অনেক সময় উপলক্ষের দিন পার হইয়া যায়। কখনো তাহারা ব্লাউজের কাপড় মিলাইতে পারেন না, কখনো শাড়ীর পার ঠিকমতো সেলাই হয় না, কখনো বা আঁচল টা বেশী বড় কিংবা ছোট হইয়া যায়, কখনো বা এত কিছু যোগাড় করিতে করিতে শাড়ীতে ময়লা দাগ লাগিয়া যায়।

৪১) ইংরেজীতে তাহাদের অনেকেরই দৌড় ‘ওহ রিয়েলি?’ পর্যন্ত। ‘ওহ রিয়েলি’র উচ্চারন শুনিলে মনে হইবে তাহারা এই মাত্র বিমান হইতে অবতরন করিয়াছেন। কিন্তু ভাল করিয়া ঘাটাইলে দেখিবেন ‘এক্সকিউজমি, সরি, থ্যাংস আর একচুয়ালি’ ব্যাতীত অন্য কোন শব্দ তাহাদের মুখ হইতে বাহির হইতেছে না।
৪২) তাহাদের অধীকাংশই ইংরেজী শিক্ষার কোর্সে ভর্তি হইতে গিয়া ভুলক্রমে আই,এল,টি,এস এর কোর্সে ভর্তি হইয়া যায়। এই কোর্সে ইংরেজী শিখানো হয়না, শুধুমাত্র ইংরেজীর চর্চা করানো হয়, ইহা তাহারা কোনভাবেই মানতে চাইবে না। তাহাদের এই ভোদাইগিরির সুযোগ লইয়া বহু আই,এল,টি,এস কোচিং সেন্টার মোটা অংকের অর্থ কামাইতেছে।
৪৩) তাহারা বাস স্ট্যান্ডের বাথরুম ব্যাবহার করিবার পর ইচ্ছা করিয়া মুখে পানি ছিঁটাইবে, শত চেষ্টা করিলেও তাহাদের মুখ থাকিয়া বাহির হইবে না যে তাহারা বাথরুম করিবার জন্যই বাথরুমে গিয়াছিল।
৪৪) বাস সিগন্যালে আটকা পড়িলে সিগন্যাল ছাঁড়িবার ঠিক আগ মূহুর্তে তাহারা আমড়া কিংবা কামরাঙা কিনিতে মনস্থির করিবে।
৪৫) তাহাদের মাঝে যাহারা একটু বোকা তাহাদের ইমেইলের পাসওয়ার্ড তাহাদের ছেলেবন্ধুর নামের সাথে ওয়ান টু থ্রি যোগ করিলেই পাওয়া যাইবে।
৪৬) ফাস্টফুডের দোকানে অনেক সময় তাহাদের স্যুপ এর প্রতি বিশেষ আগ্রহ দেখা যায়। সেই আগ্রহ শুধু স্যুপেই সীমাবদ্ধ থাকেনা, বরং মরিচ কুঁচি, সয়া সস, টমেটো সস, টেস্টিং সল্ট ইত্যাদির সঠিক পরিমাণের উপরও লক্ষ্য করা যায়।
৪৭) তাহাদের অনেকেরই স্লীভলেস কামিজ পড়িয়া, হাত ওড়না দিয়া ঢাকিয়া অর্ধাধুনিক হইতে মন চায়।
৪৮) তাহাদের অনেকেই মাথায় ওড়না দিয়া মনে করেন তাহাদের এরাবিয়ান বিউটির মত লাগিতেছে।
৪৯) একের অধিক ছ্যাঁকা খাইলেও তাহারা সর্বদা প্রথম ছ্যাঁকার কথাই স্বীকার করিবে, বাকিগুলাকে গুড ফ্রেন্ড বলিয়া চালাইয়া দিবে।
৫০) কোন অনুষ্ঠানে একটি গান শেষ করিবার পর ভদ্রতার খাতিরে ‘ওয়ান মোর’ বলিলে তাহারা সাথে সাথে ওয়ান মোর গান শুরু করিবে।
বাকি একান্নটি বৈশিষ্ট্য লিখিবার সুযোগ কবে হইবে জানিনা, তবে এই মূহুর্তে একজন নারী আমাকে ডাকিতেছে। তাই আর লিখিতে পারিতেছিনা। [ আমাকে খুশীমনে কিছু করিতে দেখিলেই তাহার আমাকে ডাকিবার কথা মনে পরে, একা একা বসিয়া থাকিলে বলে মুখ গোমরা করিয়া বসিয়া আছ কেন?

সুত্র

Tuesday, January 24, 2012

Folking awesome কয়েকটা মেটাল গান

ইউটিউব ঘাইটা কয়েকটা তারছিড়া ফোক মেটাল পাইলাম। শুনলে খালি নাইচ উঠে। যদিও গানের কথা কিচ্চুই বুজিনা:|


ফোক মেটাল genreটা(উচ্চারণডা কেম্নে?) বলতে গেলে অল্পবয়সীB-)
যতটুকু ধারণা ৯০%এর মত ফোক মেটাল ইউরোপের মধ্যেই হয়।
কয়েকটা শুইনা দেখতে পারেন :)


১.ALESTORM - Keelhauled




২.Finsterforst - Rauschende Nächte




৩.ARKONA - Yarilo



৪.Kromlek-Folkthing



ভালো লাইগা থাকলে জানাইয়েন

মেসেঞ্জার ছেড়েছে ফেসবুক

ব্যবহারকারীরদের সুবিধার্থে মেসেঞ্জার ছেড়েছে ফেসবুক। এটা গুগল টক, এমএসএন মেসেঞ্জার, ইয়াহু মেসেঞ্জারের মতোই বন্ধুদের সঙ্গে চ্যাট করার জন্য। এখান থেকে স্ট্যাটাস আপডেট, মন্তব্য থেকে শুরু করে চ্যাটিং, ফটো শেয়ারিংও করতে পারবেন।
এ মেসেঞ্জার দিয়ে আরও যা যা করা যাবে তা হলো—
—ফেসবুক চ্যাট এবং বন্ধুদের মেসেজ পাঠাতে পারবেন।
—বন্ধুদের স্ট্যাটাস দেখতে, লাইক ও কমেন্ট দিতে পারবেন।
—ফেসবুক অ্যাকাউন্টের নোটিফিকেশনগুলো দেখতে পারবেন।
ফেসবুকের এই মেসেঞ্জারটি অ্যান্ড্রয়েড ও আইফোনেও ব্যবহার করা যাবে। যারা ফেসবুক ভালোবাসেন, তাদের এটাও ভালো লাগবে। অনেকেই ফেসবুক চ্যাটের জন্য অনেক চ্যাটিং সফটওয়্যার খুঁজেন বা ব্যবহার করেন, তৃতীয় পক্ষের কোনো সফটওয়্যারই ব্যাবহার করা উচিত না, তাই ফেসবুক চ্যাটিং করার জন্য ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করা উচিত।
মোবাইল থেকে ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করতে https://www.facebook.com/mobile/messenger ক্লিক করুন।
মোবাইল থেকে ফেসবুক চ্যাট করার জন্য অপেরা মিনি, নিমবাজ, ইবাদ্দি, মিগ৩৩ ব্যবহার করতে পারেন।


ওয়েবসাইটে উড়ন্ত টুইটার
নিজের ওয়েবসাইট আছে অথচ জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারে অ্যাকাউন্ট নেই এমন কাউকে বোধ হয় পাওয়া যাবে না। প্রায় সব ওয়েবসাইটের টুইটারের অ্যাকাউন্টের লিংক দেয়া তাকে। তবে চাইলে সহজেই উড়ন্ত টুইটার যুক্ত করা যায়। এজন্য www.shamokaldarpon.com/?p=2931 থেকে কোডটি পেজের ফুটারে/হেডারে যুক্ত করে নিজের অ্যাকাউন্টের জন্য http://twitter.com/mehdiakram-এর পরিবর্তে নিজের টুইটার অ্যাকাউন্টের লিংক দিতে হবে।

আর নয় এ্যান্টিভাইরাস, আপনার পিসি ব্যবহার করুন কোন রকম ভাইরাসের আক্রমন ছাড়া।

DEEP FREEZE. USE YOUR PC WITHOUT ANTIVIRUS
আজকাল এ্যান্টিভাইরাস ছাড়া কোন কম্পিউটার কল্পনা করা যায় না। কিন্তু এই এ্যন্টিভাইরাস গুলোর আছে অনেক সমস্যা। প্রায় সব করয়টি এন্টিভাইরাসই কম্পিউটারের স্পীড স্লো করে দেয়। আবার এদেরকে নিয়মিত ইন্টারনেট হতে আপডেট দিতে হয়। আবার এদের আছে ফুলভার্সন, হাফভার্সন, ক্রাক, কি-জেন কত কি। কি দরকার এত ঝামেলা। তাহলে এখন থেকে ঝামেলা ছা্ড়াই ব্যবহার করুন আপনার প্রিয় কম্পিউটারটি।
ডিপফ্রিজ এমনি একটি সফটওয়ার যার মাধ্যমে উইন্ডোস নিরাপদ থাকবে ১০০% । কম্পিউটারের স্পীড কখনোই স্লো হবে না । এ ছাড়া ডিপফ্রিজথাকলে ভাইরাস স্কেন করার ঝামেলও থাকে না । কি মজা! এইটা কি আসলেই সত্যি!!!!!!!!!! হ্যা আসলেই সত্যি।
ডিপফ্রিজ কিভাবে কাজ করে?
ডিপফ্রিজ ইন্সটলের পর আপনি যদি কম্পিউটারে কোন ফাইল সেভ করে রিস্টার্ট দেন তাহলে সে ফাইলটি আর থাকবে না । কম্পিউটারে জমা আছে এমন কোনো ফাইল ডিলিট করে রিস্টার্ট করলে সে ফাইলটি আবার ফিরে পাওয়া যাবে । এক কথায় ডিপফ্রিজ অবস্থায় কম্পিউটারের যতকিছুই পরিবর্তন করুন না কেন রিস্টার্ট করার পর কম্পিউটার আবার আগের অবস্থায় ফিরে আসবে । একারণে কম্পিউটার চালু আবস্থায় যদি কখনো ভাইরাস ঢুকে পড়ে রিস্টার্ট করার পর সেটি আর থাকে না ।

ডিপফ্রিজ সেটআপ প্রনালী:
  • যে ড্রাইভে উইন্ডোস সেটআপ করা আছে সে ড্রাইভে ডিপফ্রিজ সেটআপ করুন  অর্থাৎ সি ড্রাইভে ই্ন্সটল করুন।
  • কম্পিউটার নতুন করে সেটআপ দেবার পর ডিপফ্রিজ সেটআপ করে নেয়া ভাল । ডিপফ্রিজ সেটআপ করার সময় কম্পিউটারের সব কয়টি ড্রাইভ ( C drive, D drive, E driver… ) টিক চিন্থ সহকারে দেখা যাবে । কম্পিউটারের যে ড্রাইভে উইন্ডোস setup করা আছে সে ড্রাইভ ছাড়া বাকী ড্রাইভগুলোর টিক চিন্হ সরিয়ে দিয়ে সেটাপ কমপ্লিট করুন । এতে সুবিধা হবে এই যে, যে ড্রাইভ গুলো আপনি টিক চিন্হ দিবেন না সেগুলো তে ডিপফ্রিজ এ্যাকটিভেট হবে না। ফলে আপনি সি ড্রাইভ বাদে সকল ড্রাইভে যেকোন ফাইল সেভ করতে পারবেন। ফাইল সেভ করার প্রয়োজনা না হলে (যেমন অফিসের পিসির জন্য) সব কয়টি পার্টিশানে ডীপ ফ্রীজ সেটাপ করতে পারেন ।
  • সেটাপ শেষ করার সাথে সাথে কম্পিউটার রিস্টার্ট হবে । রিস্টার্ট হবার পর একটি ডায়ালগ বক্স আসবে । Ok করে পাসওয়ার্ড দিয়ে লক করুন ।
  • ডিপফ্রিজ সেটআপ করার পর সেটিকে আর রিমোভ করা যাবে না । তাই সেটাপ করার আগে ভাল করে এর ব্যবহার জেনে নিন । প্রয়োজনে আপনি ডিপফ্রিজ ওপেন করে প্রয়োজনীয় ফাইল সেভ আথবা সেটাপ করতে পারেন অথবা যে ড্রাইভে ফ্রিজ করা নেই সে ড্রইভে প্রয়োজনীয় ফাইল সেভ করতে পারেন ।
  • সিফট কী চেপে ধরে টাস্কবারে ডিপফ্রিজএর আইকনে ক্লিক করুন । একটি ডায়ালগ বক্য আসবে । পাসওয়ার্ড দিয়ে ok করুন ।
  • Boot thawed সিলেক্ট করে দু’বার ok করে রিস্টার্ট করুন ।
  • প্রয়োজনীয় ফাইল সেটাপ অথবা সেভ করে আগের নিয়মে ডিপফ্রিজওপেন করে frozen সিলেক্ট করুন । রিস্টার্ট করার পর কম্পিউটার আবার ফ্রীজ অবস্থায় ফিরে আসবে ।
ডিপফ্রিজওপেন করার পর যে সমস্ত ফাইল সেভ করতে চান সেগুলোতে যদি ভাইরাস থাকে তাহলে ডিপফ্রিজ ব্যবহার করে কোন লাভ হবে না । কোন ফাইল সেভ করতে চাইলে সেটিকে এন্টিভাইরাস দিয়ে স্কেন করে ভাইরাস রিমোভ করে নিন । এর একটা বিশেষ সুবিধা হলো যে কিছু কিছু ট্রায়াল সফটওয়ার আছে যেগুলোক ১ সপ্তাহ , ১০ দিন, ২০ দিন, ১ মাস পর্যন্ত ব্যবহার করা যায় । ঐ সব সফ্টওয়ার সেটাপ করার পর ডিপফ্রিজ করলে সেটিকে সব সময় ব্যবহার করা যাবে ।
ডাউনলোড DeepFreeze 5.০ ফুল ভার্সন।

প্রতিদিন ৪ বিলিয়ন ভিডিও স্ট্রিমিং করে ইউটিউব

সবার প্রিয় ভিডিও শেয়ারের সাইট ইউটিউব সম্প্রতি তার রূপ পরিবর্তন করেছে। আর এই রূপ পরিবর্তনের ফলে সাইটটি প্রাণ ফিরে পেয়েছে বলে মনে করা হচ্ছে। গুগলের এই ভিডিও শেয়ারের সাইট জানিয়েছে প্রতিদিন তারা ৪ বিলিয়ন ভিডিও স্ট্রিমিং করে থাকে, যা ৮ মাস আগের হিসাব থেকে প্রায় ২৫ শতাংশ বেশি।

রয়টার্স এক প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছে সাইটটিতে যেখানে গত মে মাসে প্রতি মিনিটে ৪৫ ঘণ্টার ভিডিও আপলোড করা হত সেখানে এখন প্রতি মিনিটে প্রায় ৬০ ঘণ্টার ভিডিও আপলোড করা হয়ে থাকে। ।
সাইটটি থেকে গুগল প্রতিবছর রাজস্ব হিসেবে প্রায় $৫ বিলিয়ন ডলার আয় করে থাকে বলে জানিয়েছে রয়টার্স। তবে ইউটিউব জানিয়েছে সব ভিডিও স্ট্রিমিং থেকে তারা সাধারণত আয় করে না।
ইউটিউব যেখান থেকেই রাজস্ব আয় করুক না কেন যতক্ষণ পর্যন্ত তারা শিক্ষামূলক ভিডিও আর হাস্যকর প্রাণীর ভিডিওগুলোকে আলাদা করে প্রদর্শন করছে ততদিন জয় হোক ইউটিউবের!

স্টার সিনেপ্লেক্স

আধুনিক কালের বিনোদনের যত মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম বড় মাধ্যম হচ্ছে সিনেমা। সিনেমাকে সবচেয়ে বড় গণমাধ্যমও বলা হয়। আবার, সিনেমা যেহেতু প্রদর্শনের বিষয় এবং বিনোদনমূলক বাণিজ্যের বিষয়। সেহেতু তার জন্য চাই সিনেমা ভালভাবে উপভোগ করে দেখার মত হল। সময়ের বিবর্তনে সিনেমা হলগুলোতেও এসেছে আধুনিকতার ছোঁয়া। সেই ছোঁয়া পড়েছে বসার আসন থেকে শুরু করে সাউন্ড সিষ্টেম পর্যন্ত। ছবি দেখার নুমনায় এসেছে পরিবর্তন। কেননা, অধুনা দ্বিমাত্রিক ছবি থেকে ত্রিমাত্রিক ছবির প্রচলন শুরু হয়েছে। ফলে, হলগুলোতে এসেছে আরও পরিবর্তন।
বাংলাদেশ স্টার সিনেপ্লেক্স বাংলাদেশের আধুনিকতম সিনেমা হল বলে অঘোষিতভাবে দর্শক মহলে স্বীকৃত। অত্যাধুনিক সুবিধা সংবলিত এই হলটি দর্শকদের নিকট খুবই প্রিয়। উচ্চবিত্ত লোকজনের নিকটও হলটির আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।

প্রতিষ্ঠাকাল
এই সিনেমা হল প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে।

ঠিকানা, অবস্থান ও যোগাযোগ
লেভেল ৮, বসুন্ধরা সিটি, ১৩/৩ ক, পান্থপথ, তেজগাঁও, ঢাকা ১২০৫।
এটি বসুন্ধরা গ্রুপের অধীনে বসুন্ধরা সিটিতে অবস্থিত।
ফোন- ৯১৩৮২৬০, ৯১৩৪২৯৮, ৯১৪১৩৩২, ৯১৪০৮১৯
ই-মেইল info@cineplexbd.com

টিকেট
এই সিনেমা হলে রয়েছে সর্বমোট ৪টি টিকেট কাউন্টার। ৯ম তলায় সিনেপ্লেক্স-এ ঢোকার সময় হাতের বাম দিকে কাউন্টারগুলো অবস্থিত।
এই সিনেমা হলে দর্শক আসনের মোট ২টি শ্রেণী রয়েছে। শ্রেণীগুলো হলো- প্রিমিয়াম ও রেগুলার।
প্রিমিয়ামের জন্য টিকেট মূল্য ২০০ টাকা এবং রেগুলারের জন্য টিকেট মূল্য ১৬০ টাকা।
টিকিট কাউন্টারগুলোতে প্রদর্শনীর ১ দিন পূর্বে টিকেটের অগ্রিম বুকিং দেওয়ার ব্যবস্থা রয়েছে। বর্তমানে অনলাইনে টিকিট বুকিংয়ের কোন ব্যবস্থা নেই।

প্রদর্শনীর সময়
মর্ণিং ,ম্যাটিনী ১, ম্যাটিনী ২, ইভিনিং ১, এবং ইভিনিং ২ - এই মোট পাঁচ বেলা ছবি প্রদর্শন করা হয়। প্রতি সপ্তাহে মুভি সিডিউল পরিবর্তিত হয়।

স্টার সিনেপ্লক্সের যোগাযোগ
ফোন: ৯১৩৮২৬০, ৯১৩৪০৯৮। ওয়েব সাইট: www.cineplexbd.com। উল্লেখ্য যে, প্রতি সপ্তাহের মঙ্গলবার দিন ওয়েব সাইট আপডেট করা হয়।

প্রদর্শনী কক্ষ ও ধারণ ক্ষমতা
এটিতে মোট প্রদর্শনী কক্ষ রয়েছে ৪টি, যেগুলোর প্রত্যেকটির ধারন ক্ষমতা ২৬২ জন।

সাউন্ড সিষ্টেম ও স্ক্রীন
  • এখানে Digital Dolby Sound System এর ব্যবস্থা রয়েছে।
  • এখানের সিনেমা পর্দায় Wide Dolby Digital Surround ব্যবহার করা হয়ে থাকে।

প্রদর্শিত সিনেমার ধরন
এখানে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা এবং হলিউডের আলোচিত সিনেমা দর্শকদের জন্য প্রদর্শন করা হয়।

ওয়েটিং রুম
এখানে নারী ও পুরুষের জন্য আলাদা ওয়েটিং রুমের ব্যবস্থা নেই।  এখনে নারী ও পুরুষদের জন্য একই ওয়েটিং রুম রয়েছে।

ফুড কর্নার
এখানে ফুড কর্নার রয়েছে। ফুড কর্নারে পপকর্ন, চিকেন পপকর্ন, সফট ড্রিংকস ইত্যাদি রয়েছে। পপকর্ণ ৬০ টাকায়, চিকেন পপকর্ন ১০০ টাকায়, সফট ড্রিংকস ৪০ থেকে ১০০ টাকায় বিক্রয় হয়।

শীতাতপ ব্যবস্থা
স্টার সিনেপ্লেক্স সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রীত একটি সিনেমা হল।

টয়লেট ব্যবস্থা
এখানে টয়লেটের অবস্থা খুবই ভালো। এখানে নারী ও পুরুষের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে। এখানে নারী ও পুরুষের জন্য ১টি করে টয়লেটের ব্যবস্থা রয়েছে। সিনেপ্লেক্সের ভিতরে ডান দিকে নারীদের জন্য এবং বাম দিকে পুরুষের জন্য টয়লেট রয়েছে।

গাড়ি পার্কিং
গাড়ি পার্কিং এর ব্যবস্থা  রয়েছে। বসুন্ধরা সিটির নিচে গাড়ি পার্কিং করা যায়। এখানে মোটরসাইকেল, প্রাইভেট কার পার্কের জন্য চার্জ দিতে হয়। মোটর সাইকেলের জন্য ২০ টাকা এবং প্রাইভেট কারের জন্য ৪০ টাকা চার্জ দিতে হয়।

নিরাপত্তা ব্যবস্থা
এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরালো। প্রতি তলায় টয়লেটের সাথে ফায়ার এক্সিটের ব্যবস্থা এবং সিনেপ্লেক্সের প্রতিটি হলের জন্য আলাদা ফায়ার এক্সিটের ব্যবস্থা রয়েছে।

ঢাকার এফএম রেডিও 2012

শব্দ অত্যন্ত স্পষ্ট শোনা যাওয়ার কারণে এফএম রেডিও বেশ জনপ্রিয়।আবার ইদানিংকালের অধিকাংশ মোবাইল ফোনে এফএম রেডিও শোনার ব্যবস্থা থাকায় রেডিও শ্রোতার সংখ্যা আরও বেড়ে গেছে। কিন্তু এফএম রেডিওগুলোর প্রধান অসুবিধা হচ্ছে এসব ট্রান্সমিটার খুব বেশি এলাকাজুড়ে অনুষ্ঠান সম্প্রচার করতে পারে না। এই সীমা ১০০ কিলোমিটারের মত হয়ে থাকে।
ঢাকায় এখন ছয়টি বেসরকারী এফএম রেডিও রয়েছ, আর বিবিসি বাংলা, এনএইচকে ওয়ার্ল্ড, চীন আন্তর্জাতিক বেতার, ডয়চে ভেলে ইত্যাদি বিদেশী বেতারের বাংলা অনুষ্ঠানও এফএম-এ শোনা যাচ্ছে ঢাকায় বসে। তার ওপর আছে পুলিশের ট্রাফিক রেডিও।
 
এছাড়া বাংলাদেশ বেতার এফএম তো রয়েছেই।
 
বেসরকারী বেতারগুলো
নাম
প্রচারতরঙ্গ (মেগাহার্জ)
ওয়েবসাইট
রেডিও টুডে
৮৯.৬
www.radiotodaybd.fm
রেডিও ফূর্তি
৮৮.০
www.radiofoorti.fm
রেডিও আমার
৮৮.৪
www.radioamar.com
এবিসি রেডিও
৮৯.২
www.abcradiobd.fm
ঢাকা এফএম
৯০.৪
http://dhakafm.net/
পিপলস রেডিও
৯১.৬
---

ঢাকায় এফএম- প্রচারিত বিদেশী বেতারগুলো
নাম ও প্রচারতরঙ্গ (মেগাহার্জ)
ওয়েবসাইট
বিবিসি বাংলা ১০০
www.bbcbangla.com
এনএইচকে ওয়ার্ল্ড  ৯৬.
http://www3.nhk.or.jp/nhkworld/bengali/top/index.html
চীন আন্তর্জাতিক বেতার ১০৩.
http://bengali.cri.cn
ডয়চে ভেলে ৯৭.
www.dw-world.de 

এফএম-এ বাংলাদেশ বেতারের প্রচার সময় ও প্রচারতরঙ্গ

ওয়েব সাইট: http://www.betar.org.bd/

কেন্দ্র
প্রচারতরঙ্গ
মেগা হার্জ
প্রচার সময়
FM100, Dhaka
100.0 
১৩০০-১৬০০
FM, Dhaka
97.6
০৬৩০-১২০০; ১৪১৫-২৩১৫
FM 88.8, Traffic Channel
88.8
০৮০০-২০০০
FM 90.0, Traffic Channel
90.0
০৮০০-২০০০
FM (Home Service), Dhaka
103.2
১৭৩০-২২০০
 

গ্রেড সহ পরীক্ষার রেজাল্ট তৈরী করার জন্য ছোট সফটওয়্যার!

আমি এখন আপনাদের সাথে যে সফটওয়্যারটা শেয়ার করছি সেটি দিয়ে আপনারা পরীক্ষার রেজাল্ট দ্রুত বের করতে পারে। যেমন, কোন সাবজেক্টে কত নম্বর পেল, এ+ নাকি এ-, মোট নম্বর কত, গ্রেড কত, এভারেজ কত, পাস করেছে কিনা সব এক চাপেই বের হয়ে আসে। সুবিধা হচ্ছে, আলাদাভাবে রেজাল্ট বের করতে যেমন আপনাকে বারবার ক্যাল্কুলেটর টিপতে হত, এটাতে তা করতে হবে না। শুধু তাই নয়, রেজাল্ট গুলো একটি টেক্সট ফাইলে আপনা আপনিই সেভ হয়ে যাবে। অর্থাৎ আপনার কাছে একটা রেকর্ড থেকে যাবে। সফটওয়্যারটার সাইজ মাত্র 900 কিলোবাইট।

আশা করি সফটওয়্যারটা আপনাদের ভালো লাগবে।

একেই বলে বিড়ালকে দিয়ে ভাজা মাছ পাহারা দেওয়া,

একটিদেশ পরিচালনা করতে গেলে হাজারো ভুল, ব্যর্থতা থাকবে এটা স্বাভাবিক, তায় বলে কি এক জন প্রধান মন্ত্রী হয়ে সরাসরি দেশের টাকা লুটে নেওয়া, সত্তি অবাক হয়েছিলম সেদিন, যেদিন শুনেছিলাম আমাদের সাবেক এক প্রধান মন্ত্রী দেশের টাকা লুটকরে নিয়েছে, আপনার হয়তো জানেন তিনি এন,বি,আর কে জরীমানা দিয়ে ঐ কালো টাকা সাদা করে এখনো ব্যবাহার করতেছেন, তিনি আজ নিজের সেই অপকর্মে কথা ভুলে গেছেন, অন্যদের বিরুদ্বে ষড়যন্ত্র কারে বেড়াচ্ছেন, সেদিন ধরা খেল তার স মদদে এক সেনাঅফিসার সেনা বাহিনীতে বিশৃঙ্কলা সৃষ্টি করতে চেয়েছিল, একটি নির্বাচিত ও বৈধ সরকারকে সহায়তার পরিবর্ত উল্টো ষড়যন্ত্রলিপ্ত হয়েছেন তিনি সরকারের বিরুদ্বে, তার দুই পুত্র এখনো টাকা পাচারের অপরাধ হতে বাচতে বিদেশে পালিযে আছে,

Monday, January 23, 2012

আসুন জেনে নেই দামী ব্র্যান্ডগুলোর সৃষ্টিকারী ব্যক্তিগুলো সম্পর্কে


বিশ্বব্যাপী চলছে ব্র্যান্ডিং উত্সব। কিছু ব্র্যান্ড আছে এমন যা দাঁড়িয়ে গেছে তাদের নিজের অবস্থানে। সেখান থেকে নেমে আসার তেমন আর কোনো ভয় নেই। যেমন, কোকোকলা, আমাজন, গুগল, নেসক্যাফে, নাইকি সব এমন হাজারো ব্র্যান্ড। মানুষের নিত্যপ্রয়োজনের একটি অংশ হয়ে গেছে এই ব্র্যান্ডগুলো। আর এই ব্র্যান্ডগুলোর সৃষ্টিকারী ব্যক্তিগুলো আজ আমাদের আলোচনার মধ্যমণি। আসুন জেনে নেই সেই মানুষগুলো সম্পর্কেঃ

স্টিভ জবস

মোবাইলের দুনিয়ার একটি বিখ্যাত ব্র্যান্ড হলো অ্যাপেলের আইফোন। আর এ আইফোনের প্রতিষ্ঠাতা ও মার্কেটিং ম্যানেজার, স্টিভেন পল জবসের জন্ম ফেব্রুয়ারি ২৪, ১৯৫৫ সালে। অ্যাপল কম্পিউটারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কম্পিউটার ও মনোরঞ্জন শিল্পে একজন নামকরা বিশ্ববিখ্যাত ব্যক্তি। জবস পিক্সার অ্যানিমেশন স্টডিওস-এর সাবেক সিইও। তিনি স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েনের সাথে ১৯৭০ সালে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। জবস জন্মেছিলেন সান ফ্রান্সিস্কোতে এবং পরে পল ও ক্লারা জবস তাকে দত্তক হিসেবে গ্রহণ করেন এবং তাকে নামকরণ করা হয় স্টিভেন পল জবস। কিন্তু তার প্রকৃত পিতামাতা ছিলেন জোয়ান ক্যারোল এবং আব্দুল্লাহ ফাতাহ জান্দালি (সিরিয়া থেকে স্নাতকোত্তর করেন। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হয়েছিলেন)। যারা পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাদের ঘরে জবসের বোন সাহিত্যিক মোনা সিম্পসন জন্মান। জবস কুপারটিনো জুনিয়র হাইস্কুলে এবং হোমস্টিড হাইস্কুলে গিয়েছিলেন। তিনি প্রায়ই হিউলেট-প্যাকার্ড কোম্পানিতে লেকচারগুলোতে অংশগ্রহণ করতেন। যেখানে পরবর্তীতে তিনি গ্রীষ্মকালীন কর্মচারী হিসাবে স্টিভ ওজনিইয়াকের সাথে কাজ করেন। ১৯৭২ সালে তিনি হাইস্কুল শেষ করেন এবং রিড কলেজে ভর্তি হন। যদিও তিনি পরবর্তীতে কলেজ ছেড়ে দেন তার পরেও তিনি ক্যালিওগ্রাফিসহ আরও কিছু ক্লাসে যোগদান করেছিলেন। এই সম্পর্কে তার একটি উক্তি—‘যদি আমি ওই কোর্সে না যেতাম তবে ম্যাকের কখনোই বিভিন্ন টাইপফেস বা সামঞ্জস্যপূর্ণ ফন্টগুলো থাকত না।’ এই কোম্পানির আরও একটি ব্র্যান্ড হলো, অ্যাপলের কম্পিউটার। অ্যাপল কম্পিউটার যুক্তরাষ্ট্রের একটি ব্যক্তিগত কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। এটি প্রথম সফল ব্যক্তিগত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কুপার্টিনো নামক স্থানে অবস্থিত। ১৯৭৮ সালে ভোজনিয়াক একটি স্বল্প মূল্যের হার্ড ডিস্ক ড্রাইভ তৈরি করেন যা নির্ভরযোগ্যতা অর্জন করে। এর স্পিড বেশি হওয়ায় অ্যাপল ২ কম্পিউটার অনেক নিবেদিতপ্রাণ প্রোগ্রামারদের পছন্দের কম্পিউটারে পরিণত হয়। এটি বাজারজাত করার পরপরই এর জন্য বোস্টনের দুজন প্রোগ্রামার ড্যান ব্রিকলিন ও বব ফ্রাংকস্টন ভিসি ক্যালক নামক একটি প্রোগ্রাম তৈরি করে যা হার্ড ডিস্ক ব্যবহারকে অনেক সহজ করে দেয়। ফলে অ্যাপলের হার্ড ডিস্কের বাজার বৃদ্ধি পায়। বিশেষত ১৯৯০ সালের পর পর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এর ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়ে।

বিল গেটস

উইলিয়াম হেনরি গেটস বা বিল গেটস-এর জন্ম অক্টোবরের ২৮ তারিখ, ১৯৫৫ সালে। সর্বমহলে সুপরিচিত মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হিসেবে। সেই সাথে তিনি এই কোম্পানির চেয়ারম্যান, সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা, এবং সাবেক সিইও। তার আরও একটি পরিচয় হলো, তিনি শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকার প্রথম স্থানে আছেন। গত ১৩ বছর ধরে তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি। তিনি ১৯৯৪ সালের ১ জানুয়ারি তারিখে মেলিন্ডা ফ্রেঞ্চ- কে বিয়ে করেন। ব্যবসা এবং অর্থনীতির জনপ্রিয় ম্যাগাজিন ‘ফোরবিস’-এর দৃষ্টিতে এবারও মাইক্রোসফট কর্পোরেশনের চেয়ারম্যান ৫০ বছর বয়স্ক বিল গেটস বিশ্বের ধনীদের শীর্ষ অবস্থানই ধরে রাখতে সমর্থ হয়েছেন। বিল গেটস এ নিয়ে একটানা ১৩ বছর ধরে বিশ্বের সেরা ধনীদের তালিকায় শীর্ষে অবস্থান করে রেকর্ড সৃষ্টি করেছেন। বিল গেটস সিয়াটল, ওয়াশিংটনে উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম উইলিয়াম হেনির গেটস সিনিয়র, যিনি একজন প্রসিদ্ধ আইনজীবী (অবসরপ্রাপ্ত)। তার মা মেরি ম্যাক্সয়েল গেটস। গেটসের ক্রিস্টিয়েন নামে এক বড় বোন আর লিব্বি নামের এক ছোট বোন আছে। তার শৈশবে বাবা-মা তাকে আইনজীবী বানাতে চেয়েছিলেন। ১৩ বছর বয়সে তিনি লেকসাইড স্কুলে ভর্তি হন। এখান থেকে ১৯৭৩ সালে পাস করেন। তিনি স্যাট পরীক্ষায় ১৬০০-এর মধ্যে ১৫৯০ পান এবং ১৯৭৩-এর শুরুতে তিনি হাভার্ড কলেজে ভর্তি হন। তিনি তার ক্যারিয়ারের শুরু থেকেই একটি কোম্পানি নিয়ে কাজ করে গেছেন, সেটি হলো আজ বিশ্বের বুকে জেগে থাকা একটি নামকরা ব্র্যান্ড মাইক্রোসফট। মাইক্রোসফট কর্পোরেশন, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন। এটি বিভিন্ন কম্পিউটার ডিভাইসের জন্য সফটওয়্যার তৈরি, লাইসেন্স দেওয়া এবং পৃষ্টপোষকতা করে থাকে। এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ড শহরে অবস্থিত। এদের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারগুলো হলো মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস। ডেভেলপারদের জন্য মাইক্রোসফ্ট ভিজুয়াল স্টুডিও এবং মাইক্রোসফট এসকিউএল সার্ভার বেশ জনপ্রিয়। এদের প্রত্যেকটি সফটওয়্যারই ডেস্কটপ কম্পিউটার বাজারে প্রায় সর্বব্যাপী বিস্তার লাভ করেছে। এ ছাড়াও মাইক্রোসফট এমএসএনবিসি কেবল টেলিভিশন নেটওয়ার্ক, এমএসএন ইন্টারনেট পোর্টাল, মাইক্রোসফট এনকার্টা মাল্টিমিডিয়া বিশ্বকোষের মালিক। মাইক্রোসফট কম্পিউটার হার্ডওয়্যার যেমন মাইক্রোসফট মাউস এবং হোম এন্টারটেইনমেন্ট যেমন—এক্সবক্স, এক্সবক্স ৩৬০ এবং মাইক্রোসফট মিডিয়ারুম সেট-টপ বক্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান। মাইক্রোসফটের অফিসে পল অ্যালেন ও বিল গেটস মেক্সিকোতে মাইক্রোসফট শুরু হলেও ১৯৭৯ সালের জানুয়ারির দিকে ওয়াশিংটনের বেলভূতে চলে আসে মাইক্রোসফট।

ল্যারি পেইজ

সফলদের স্বপ্নগাথা ইন্টারনেট জগতে সার্চ ইঞ্জিন গুগলকে কে না চেনে। ল্যারি পেইজ এই গুগলের উদ্ভাবক। আজ থেকে ১২ বছর আগে ১৯৯৮ সালে ল্যারি ও তার বন্ধু সার্জি ব্রিন মিলে গুগলের যাত্রা শুরু করেন। গুগলের স্বপ্নদ্রষ্টা লরেনস ল্যারি পেইজ ১৯৭৩ সালের ২৬ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালের ২ মে ইউনিভার্সিটি অব মিশিগানের সমাবর্তন অনুষ্ঠানে এই বক্তৃতাটি দেন। অনেক দিন আগের কথা। ১৯৬২ সালের সেপ্টেম্বর মাস। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিভিন্ন কাজ থাকত। তারই একটি ছিল বিশ্ববিদ্যালয়ের রান্নাঘরের দেয়াল ও ছাদ থেকে ময়লা পরিষ্কার করা। আর ওই ময়লা পরিষ্কার করতে গিয়ে মা ও বাবার পরিচয়। বাবা এই মিশিগানেই কম্পিউটার যোগাযোগ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হলে গুগলের আরও প্রভাব বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ল্যারি প্রধান নির্বাহী পদে বসার পর গুগলের বেশকিছু নতুন পণ্য এবং সেবা বাজারে আনার ঘোষণাও আসতে পারে। ৩৮ বছর বয়সী গুগল প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ আগামী এপ্রিল থেকে গুগলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। সিলিকনভ্যালি-ভিত্তিক তথ্যপ্রযুক্তি বিশ্লেষক ক্রিস ডিক্সন জানান, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী হবেন এটি নতুন কিছু নয়। অতীতের ইতিহাস বলে, প্রতিষ্ঠাতার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটি আরও শক্তিশালী হয়ে ওঠে। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং ইয়াহু প্রতিষ্ঠাতা জেরি ইয়াং এর অন্যতম উদাহরণ। তাদের পথেই হাঁটবেন ল্যারি। প্রতিষ্ঠার দীর্ঘদিন পর অ্যাপলের প্রধান নির্বাহী হন স্টিভ জবস। তারই নেতৃত্বে অ্যাপল একে একে বাজারে আনে আইফোন, আইপড এবং সর্বশেষ আইপ্যাডের মতো পণ্য। ইয়াহুতে জেরি ইয়াংয়ের নেতৃত্বে বেশকিছু নতুন সেবা চালু হয়েছিল প্রতিষ্ঠানটির। ১৯৯৮ সালের ৭ সেপ্টেম্বর ল্যারি পেজ ও সের্গেই ব্রিন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গুগল প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালের ১৯ আগস্ট এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। সময়ের সাথে নিত্যনতুন পণ্য ও সেবা যোগ করে গুগল প্রতিনিয়ত নিজেদের আকার ও উপযোগিতা বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছে। একই সাথে নতুন কোম্পানি কিনে নিজেদের সাথে একীভূতকরণ, ভিন্ন প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব ও বিজ্ঞাপন জগতে নিজেদের অবস্থানকে সুদৃঢ়ীকরণের মাধ্যমে নিজেদের বহুমুখিতাকে সমৃদ্ধ করেছে। ফলে তথ্য খোঁজার পাশাপাশি বর্তমানে ইমেইল, সামাজিক নেটওয়ার্কিং, ভিডিও শেয়ারিং, অফিস প্রোডাক্টিভিটি প্রভৃতি বিষয়ে গুগলের সেবা রয়েছে।

জেফ বেজোস

বিখ্যাত ক্রয়-বিক্রয় সাইট আমাজন। যাত্রা শুরু করে জেফ বেজোসের হাত ধরে। জেফ বেজোস, আমাজন সাইটের প্রতিষ্ঠাতা যার জন্ম হয়েছিল ১২ জানুয়ারি। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানটির ফাউন্ডার, প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ পদে আছেন। তিনি পড়াশোনার পাঠ শেষ করেছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে। পাশাপাশি পার্টটাইমার হিসেবেও কাজ করতেন। সেখান থেকেই তিনি তার ক্যারিয়ারের শুরু করেন। তিনি আমাজন প্রতিষ্ঠা করেন ১৯৯৪ সালে। ছোট একটি ব্যবসা ধারণা থেকেই জন্ম নেয় আজকের এই বিশাল প্রতিষ্ঠান আমাজন। কেনাকাটার জনপ্রিয় ওয়েবসাইট আমাজন ডটকম সম্প্রতি ১৫ বছর পূর্ণ করেছে। ১৯৯৫ সালে চালু হওয়া এ ওয়েবসাইট থেকে কেনা যায় প্রয়োজনীয় প্রায় সবকিছুই। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস অনলাইনে কেনাকাটার সুবিধা নিয়ে চালু করেছিলেন ওয়েবসাইটটি। গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে অনলাইনে কেনাকাটা বেড়েছে ১১ শতাংশ এবং প্রায় ১৫ কোটি লোক নিয়মিত কেনাকাটা করছে। খাবার থেকে শুরু করে নানা ধরনের পণ্য কেনার ক্ষেত্রে আমাজনের রয়েছে ওয়ান ক্লিক শপিং-ব্যবস্থা। দিনে দিনে প্রায় সব ধরনের পণ্য কেনার জন্য ক্রেতারাই ঝুঁকছে অনলাইনে। বিলাস দ্রব্যের বিক্রেতা প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানির মতে, বিলাসবহুল নানা ধরনের পণ্য অনলাইনের মাধ্যমে বিক্রি বেড়েছে প্রায় ২০ শতাংশ। অনলাইনে কেনাকাটায় আগ্রহী গ্রাহকদের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রায় ৮৩ শতাংশ গ্রাহক অনলাইনে পণ্য কেনাকাটার ক্ষেত্রে স্বস্তি বোধ করেন, কারণ অনলাইনে বিক্রেতার সঙ্গে কথা বলার প্রয়োজন হয় না, যেখানে দোকান থেকে কিনতে গেলে বিক্রেতার সঙ্গে অনেক কথা বলতে হয়। বিশেষজ্ঞদের মতে, অনলাইনে কেনাকাটার বড় অধ্যায়টি চালু হয়েছিল আমাজনের হাত ধরে। দীর্ঘ এ পথচলায় আমাজন সফল হয়েছে গ্রাহকদের অনলাইনে কেনাকাটার পূর্ণাঙ্গ সুবিধা দিতে। সফলভাবে ১৫ বছর পার করা আমাজন এ সেবা ধরে রাখতে অঙ্গীকারের কথাও জানিয়েছে। তবে এই সাইট নিয়ে কিছু বিতর্কও রয়েছে। প্রযুক্তি বিশ্বে অনেকদিন ধরেই জোর গুজব রয়েছে যে আমাজন অচিরেই স্মার্টফোন এবং ট্যাবলেট নিয়ে আসবে। সম্প্রতি আমাজন সিইও জেফ বেজোস এমন একটি প্রশ্ন কৌশলে এড়িয়ে গেলে এ ধারণা আরও প্রকট হয় যে খুব সম্ভবত এ বছরই আমাজন-এর স্মার্টফোন এবং ট্যাবলেট বাজারে পাওয়া যাবে। এটা বলার অপেক্ষা রাখে না যে ট্যাবলেট এবং স্মার্টফোনই হচ্ছে প্রযুক্তি জগতের ভবিষ্যত্। এ ছাড়াও তারা ট্যাবলেট এবং স্মার্টফোনে খুব সহজেই বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের জন্য ডিভাইসগুলোর দাম কম রাখতে পারে।

মাইকেল ডেল

১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণকারী মাইকেল ডেল-এর প্রধান পরিচয় তিনি ডেল কম্পিউটারের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। ১৯৮৪ সালে তার কোম্পানি যখন যাত্রা শুরু করে তখনো তিনি ইউনিভার্সিটি অব টেক্সাসের ছাত্র। তার অবিশ্বাস্য অগ্রগতির অন্যতম কারণ তার পণ্যসামগ্রী (ডেল কম্পিউটার) কিছুটা কম দামে সরাসরি ক্রেতার হাতে পৌঁছানোর কৌশল গ্রহণ। ফলে দ্রুত তিনি বাজার দখল করতে সক্ষম হন। মাত্র ২৪ বছর বয়সেই তিনি আয় করেন ২৫৮ মিলিয়ন মার্কিন ডলার। ‘ফোর্বস’ ম্যাগাজিনের সর্বশেষ হিসাব মতে তার বর্তমান সম্পত্তি প্রায় ১৩.৫ বিলিয়ন ডলার! বর্তমানে বিশ্বের ৩৪টি দেশে ডেল-এর অফিস রয়েছে এবং এখানে কাজ করছে প্রায় ৩৬ হাজার কর্মী। বর্তমান কম্পিউটার ইন্ডাস্ট্রিতে মাইকেল ডেল সবচেয়ে বড় সেবা প্রদানকারী নির্বাহীর একজন। স্ত্রী সুসান এবং চার সন্তানের জনক ডেল-এর অন্যান্য অর্জনও কম নয়। তিনি অর্জন করেছেন দ্য টাইটেল অব দ্য এন্টারপ্রেণার। এ ছাড়া পি-সি ম্যাগাজিনের জরিপে ম্যান অব দ্য ইয়ার, বিজনেস উইক-এর বিবেচনায় ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ছিলেন সেরা ২৫ ব্যবস্থাপকের তালিকায়। স্ত্রী সুসানকে সঙ্গে নিয়ে মাইকেল ডেল প্রতিষ্ঠা করেছেন—‘মাইকেল এন্ড সুসান ডেল একাডেমি’-যেখানে পিশেষভাবে শিশুদেরকে সহায়তা দেওয়া হয়। ২০১০ সালের এই পর্যন্ত যুক্তরাজ্য এবং ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানকে (অলাভজনক) প্রায় ৫৩০ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এই ফাউন্ডেশন থেকে। মাইকেল ডেল, একাডেমি অব অ্যাচিভমেন্ট-এর এক সাক্ষাত্কারে তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘আপনাকে অবশ্যই এ ব্যাপারে (সফলতার জন্য) উত্সাহী থাকতে হবে।’ ২০০৫ সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের নির্বাচনী তহবিলে ডেল এবং সুসান দম্পতির বিভিন্ন প্রতিষ্ঠান মিলে প্রায় আড়াই লাখ ডলার দিয়েছিল যা ছিল ওই সময়কার সর্বোচ্চ বৈধ অনুদান। ক্যারিয়ারের শুরুতে অনেক অনেক ঝামেলার মধ্য দিয়ে নিজের ভিতটি গড়ে তোলেন। যেমন, ড্যান ব্রাউন তার ক্যারিয়ার শুরু করেছিলেন হাইস্কুলের ইংরেজি শিক্ষক হিসেবে। পরবর্তী সময়ে নিজের মেধায় তিনি বিখ্যাত হয়েছেন, সুনাম কুড়িয়েছেন সাহিত্যিক হিসেবে। ডেল কম্পিউটার কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাইকেল ডেল। তিনি শুরুতে একটি চাইনিজ রেস্টুরেন্টের ডিশওয়াশার হিসেবে কাজ করে ঘণ্টায় পেতেন আড়াই ডলার। পরবর্তী সময়ে নিজের মেধা আর সৃষ্টিশীলতা দিয়ে গড়ে তুলেছেন ডেল কম্পিউটার কর্পোরেশনের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান।

এক সফটওয়্যার দিয়ে সব ফাইল খুলুন

কম্পিউটারে ব্যবহারকারীর বিভিন্ন ধরনের কাজ করার জন্য একেক ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় এসব সফটওয়্যার আলাদা আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন হয় তা ছাড়া ইনস্টল করা সফটওয়্যার কম্পিউটারকে কিছুটা হলেও ধীরগতির করে এসব সমস্যা সমাধানে উপযুক্ত সফটওয়্যার, 'ইউনিভার্সাল ভিউয়ার' যার মাধ্যমে ইমেজ, মিডিয়া, ইন্টারনেট রিলেটেড ফাইল, ওপেন অফিস, মাইক্রোসফট অফিস বিভিন্ন ফাইলের কাজ করা যায় ছাড়া টেঙ্ট ফাইলকে প্লেন টেঙ্টে রূপান্তর করা যায় ইউনিভার্সাল ভিউয়ার হলো অনেক ফরম্যাটের ফাইল সমর্থিত ভিউয়ার সফটওয়্যার তা ছাড়া এটিতে উইন্ডোজ এঙ্প্লোরার টোটাল কমান্ডার লিস্টারের সব ফিচার রয়েছে ইউনিকোড সমর্থিত ভিউয়ারের মাধ্যমে ডক, ডকএঙ্, এঙ্এলএস, পিপিটি ডকুমেন্ট পড়া এবং একধরনের ফাইল থেকে অন্য ধরনের ফাইলে রূপান্তর করা যায়
উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের সংযুক্তি থাকায় এর মাধ্যমে এমপিথ্রি, এভিআই, এমপিজি, ডবি্লউএমভি ফরম্যাটের ফাইল দেখা সম্ভব ছাড়া বিএমপি, জেপিইজি, জিপ, টিফ ফরম্যাটের ছবি, চার জিবি পর্যন্ত সব টেঙ্ট, বাইনারি, হেঙ্ ইউনিকোড ফাইল সমর্থন করে

ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য রয়েছে বিভিন্ন ফরম্যাট সমর্থিত এমএস ইন্টারনেট এঙ্প্লোরার উইন্ডোজ এঙ্প্লোরারের মতো সুবিধা থাকায় এতে যেকোনো ফাইল সহজে যোগ করা সম্ভব ছাড়া কোনো ফাইল ডিলিট, ফোল্ডার কপি, মুভ, -মেইলে সেন্ড করা সম্ভব রয়েছে উচ্চমানসম্পন্ন টুলবার, নেভিগেশন বার, স্ট্যাটাস বার এর দারুণ একটি ফিচার হলো যেসব ফাইল প্রিন্ট হবে না সেগুলো প্রদর্শিত হয় মাইক্রোসফট উইন্ডোজের সব সংস্করণ সমর্থিত সফটওয়্যারটির ইনস্টলার পোর্টেবল সংস্করণটি ফ্রি ডাউনলোড করা যাবে

সফটওয়্যার ডাউনলোড

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...