Monday, January 23, 2012

বিশ্বের সর্বপ্রথম অ্যান্ড্রয়েড ৪.০ সম্বলিত ট্যাবলেট: মূল্য মাত্র ৭,৬৪০ টাকা

আইসক্রিম স্যান্ডউইচ (অ্যান্ড্রয়েড ৪.০ ভার্সন) দিয়ে প্রথম ট্যাবলেট বের করলো চীনের নির্মাতা নোভো ৭ । মাত্র ১০০ ডলার মূল্যের এই ট্যাবলেটটি এখন শুধু মাত্র চীনের বাজারকে লক্ষ্য করে ছাড়া হয়েছে; তবে শীঘ্রই বিশ্বের অন্যান্য দেশগুলোতে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

মাত্র ৯৯ (৳৭৬৪০ প্রায়) ডলার মূল্যের এই ট্যাবটিতে রয়েছে ৭" ক্যাপাসিটিভ মাল্টি-টাচ স্ক্রিন (৮" এবং ৯" খুব শীঘ্রই চলে আসছে)। রয়েছে ১ গিগাহার্জ সিঙ্গেল-কোর মিপস প্রসেসর, ৪গিগাবাইট স্টোরেজ, ওয়াইফাই এ/বি/জি/এন, এক্সটারনাল ৩জি, ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা, ইউএসবি ২.০, এইচডিএমআই ১.৩ এবং মাইক্রো এসডি স্লট। ব্যাটারির স্থায়িত্বকাল ৩০ঘন্টা স্ট্যান্ড বাই এবং ৭ ঘণ্টা সাধারণ ব্যবহারে।

গুগলের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট অ্যান্ডি রুবিন এই ট্যাবলেট সম্পর্কে বলেছেন, "আমি শিহরিত হয়ে পরেছি এই দেখে যে মিপস নির্ভর অ্যান্ড্রয়েড ৪.০ মেশিন বাজারে আসছে। সাশ্রয়ী মূল্য কিন্তু অধিক কর্মক্ষম ট্যাবলেটগুলো মোবাইল গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এবং দেখিয়েছে অ্যান্ড্রয়েডের উন্মুক্ততার মাধ্যমে সে কিভাবে ইনোভেশনকে এগিয়ে নিয়ে চলেছে এবং সৃষ্টি করছে প্রতিযোগিতা যার সুবিধা গ্রহণ করছে বিশ্ববাসী।"

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...