Monday, January 23, 2012

বাজার হারাচ্ছে আইপ্যাড

যদিও গত তিনমাস হল বিক্রির পরিমাণ ২০% বেড়ে গিয়েছে, কিন্তু তবুও অ্যান্ড্রয়েডের সাথে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে আন্তর্জাতিক ট্যাবলেট বাজারে আইপ্যাডের কর্তৃত্ব দিনে দিনে কমে যাচ্ছে।
er
এই সপ্তাহের শুরুতে অ্যাপল জানিয়েছিল এই কোয়ার্টারে আইপ্যাডের বিক্রয় গত কোয়ার্টারের ৯.২ মিলিয়ন থেকে বেড়ে ১১.১২ মিলিয়নে দাঁড়িয়েছে। এই সংবাদ ঢাকা পড়ে যায় স্ট্র্যাটেজি বিশ্লেষকদের এক প্রতিবেদনে - আন্তর্জাতিক ট্যাবলেট মার্কেটে, যেখানে অ্যাপল পূর্বে ৯৬% দখল করে ছিল - এই মুহূর্তে তা ৬৭% নেমে এসেছে। এদিকে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের মার্কেট শেয়ার ২৭% বেড়ে গিয়েছে।
যদিও আইপ্যাডের শিপমেন্টের পরিমাণ এ বছরের প্রথম তিন মাসে বেড়ে হয়েছে ১৬৪%, যদিও এই নম্বরের ভেতরে থাকা আসল নাম্বারটি রয়ে গেছে গোপন। প্রথম কোয়ার্টার হতে দ্বিতীয় কোয়ার্টারের শিপমেন্ট বেড়ে গেছে ৯৬.৪%। যার কারণে Q2 হতে Q3'র ২০% বৃদ্ধির হারের হিসাব মেলে না।
re
আইডিসি অ্যানালিস্ট টম মেইনেলি এক গবেষণা পত্রে বলেছেন, "এটা পরিষ্কার যে আইপ্যাড বাজারে বৃদ্ধির হার ধীর।" এর কারণ হিসাবে তারা বলেছে, যাদের পক্ষে $৫০০ (৳৩৮,০২৫) ব্যয় করে আইপ্যাড কেনবার ক্ষমতা রয়েছে তারা আগেই কিনে ফেলেছে। তাদের ধারণা অ্যাপল যদি বাজারকে ধরে রাখতে চায়, তাহলে তাদেরকে মূলধারার ক্রেতাদের আকৃষ্ট করতে হবে, আর তাদের কাছে $৫০০ ডলার মূল্যে আইপ্যাড বিক্রয় করা কষ্টকর যেহেতু বাজারে রয়েছে অ্যামাজন কিন্ডলের মত $১৯৯ (৳১৫,০০০) মূল্যের ট্যাবলেট।
অ্যামাজন তাদের প্রারম্ভিক স্তরের হার্ডওয়্যারের মূল্য কম রাখার যে কৌশল নিয়েছে, তার মাধ্যমে তারা বাজারে থাকা বিশাল একদল ভোক্তাদের আকৃষ্ট করে ফেলেছে। আর তাই অ্যাপল যদি এই মূলধারার ক্রেতাদের বাজারটি ধরতে চায় তাহলে তাদের মিডিয়া ধারার ট্যাবলেটে কম মূল্যের প্রডাক্ট আনতে হবে।
r
মেইনেলি'র মতে "অ্যাপলের উচিত তার ১৬ গিঃবাঃ শুধু ওয়াইফাই সমৃদ্ধ আইপ্যাড ২ টির দাম $৪৯৯ থেকে $৩৯৯ এর নিচে নিয়ে আসা এবং বাজারে আইপ্যাড ৩ বের করে তার মূল্য $৪৯৯ এর উপরে রাখা।"
কম মূল্যের আইপ্যাড দ্বারা অ্যাপল তার বাজার শেয়ার আবার বৃদ্ধি করতে পারবে, যার মাধ্যমে সে তার প্রতিযোগীদের ঘুম হারাম করে দিতে পারে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...