মেয়েদের ফেসবুক স্ট্যাটাস সম্পর্কিত একটা মজাদার ঘটনা ফেসবুকে এক বন্ধুর ট্যাগ করা ছবি থেকে জানলাম। হয়ত অনেকে এটা পড়ে থাকবেন তাও যারা পড়েননি তাদের জন্য শেয়ার করলাম।
মেয়েদের স্ট্যাটাস-" ওহ মাই গড! আমার একি সর্বনাশ হলো?" সাথে সাথে ২৩ টা লাইক,৫৭ কমেন্ট।বন্ধুঅন্ত প্রান বান্ধবীদের ৬টা কমেন্ট,আর রোমিও টাইপ বন্ধুদের ৫১ টা কমেন্ট।ভাব দেখে মনে হয় সবাই যদি এই টাইপের স্ট্যাটাসের জন্য অপেক্ষা করছিল।
"এই তোর আবার কি হল রে', "কি হয়েছে সোনা ?,"সব ঠিক হয়ে যাবে',"???",'তোর মোবাইল বন্ধ কেন?' 'এই টাইপের ম্যালা ন্যাকা ন্যাকা কমেন্ট -এর পর ৫৮ টা নাম্বার কমেন্ট -এ নায়িকার আবির্ভাব- "আমার প্রিয় নিল টিপটা খুজে পাচ্ছিলাম না।একটু আগে খুজে পেয়েছি'।
আবার লাইক করবে ১৩ জন ছেলে। আর উপরওয়ালার প্রতি থ্যাঙ্কস জানিয়ে পড়বে আরো ৯টা কমেন্ট; এদের ৬ জন আবার জীবনে পশ্চিম দিকে পিছলা খায়নি। কে বলে আমাদের মেয়েরা অবহেলার স্বীকার?
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
No comments:
Post a Comment