Saturday, February 4, 2012

আইফোন-আইপ্যাড এর জেলব্রেক ৩ দিনে ১০ লক্ষ ডাউনলোড

আইফোন ৪এস এবং আইপ্যাড এর জেলব্রেক রিলিজ হওয়ার ৩ দিনের মধ্যে প্রায় ১০ লক্ষ ডাউনলোড হয়েছে। এ৫ চিপসেটের এই সফটঅয়্যার তৈরী হয়েছে আইফোন ৪এস এবং আইপ্যাডের জন্য। এ৫ নামে পরিচিত এই সফটঅয়্যার তৈরী করেছে গ্রিন-পয়জন নামের একটি দল।
সাধারনভাবে এপলের ডিভাইস ব্যবহারে কিছু সীমাবদ্ধতা থাকে। যেমন তাদের অনুমোদন ছাড়া সফটঅয়্যার ব্যবহার করা যায় না, যে কোন অপারেটরের কানেকশন ব্যবহার করা যায় না। জেলব্রেক নামের সফটঅয়্যার ব্যবহার করে এই সীমাবদ্ধতা দুর করা হয়।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...