Saturday, February 4, 2012

ইন্টেলের ৭টি নতুন স্যান্ডি ব্রিজ প্রসেসর

ইন্টেল ৭টি নতুন প্রসেসরের ঘোষনা দিয়েছে। এদের মধ্যে ৩টি কোয়াড কোর আই৫ এবং ৪টি সেলেরন। সেলেরন প্রসেসরগুলি মুলত মোবাইল ডিভাইসের জন্য এবং আই৫ প্রসেসর ডেস্কটপ পিসির জন্য।
এদের মধ্যে সবচেয়ে শক্তিশালি কোর আই৫-২৫৫০কে, ৩.৪ গিগাহার্টজ থেকে টারবো বুষ্ট মোডে ৩.৮ গিগাহার্টজ ক্লকস্পিডে কাজ করবে। বাকি দুটি হচ্ছে ২৪৫০পি এবং ২৩৮০পি। এদের ক্লকস্পিড যথাক্রমে ৩.২ এবং ৩.১। পি সিরিজের সাথে বিল্টইন গ্রাফিক্স প্রসেসর (এইচডি ৩০০০) থাকে না।
আই৫ প্রসেসরগুলিতে ৬ মেগাবাইট এল৩ ক্যাশ রয়েছে। এগুলির দাম যথাক্রমে ২২৫, ১৯৫ এবং ১৭৭ ডলার।
সেলেরন প্রসেসরগুলির মধ্যে ডুয়াল কোর আর্কিটেকচারের দুটি (বি৮১৫ এবং ৮৬৭)। এতে ২ মেগাবাইট এল৩ ক্যাশ রয়েছে। ক্লকস্পিড ১.৬ এবং ১.৩।
একেবারে কমদামের সিংগেল কোর সেলেরন প্রসেসরে (বি৭২০ এবং ৭৯৭) রয়েছে ১ মেগাবাইট এল৩ ক্যাশ। ক্লকস্পিড ১.৭ এবং ১.৪ গিগাহার্টজ।
সেলেরন প্রসেসরগুলির দাম ১৩৪, ১০৭, ৮৬ এবং ৭০ ডলার।

নতুন প্রসেসরগুলি বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া আগামী কয়েক মাসের মধ্যে আইভি ব্রিজ সিরিজের প্রসেসরও আসছে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...