Saturday, February 4, 2012

ফটোশপে বাংলা লিখতে পারছেন না? এখানে আসুন

ধাপসমূহঃ

১। প্রথমে এখানে ক্লিক করে .PSD ফাইলটা ডাউলোড করে নিন।
২। ডাউনলোড শেষে ফটোশপে ফাইলটিকে খুলুন।

৩। ফাইলটির বাংলা লেখাগুলিকে কপি করে নতুন একটি ফাইলে নিয়ে যান।
৪। এবার আপনার ইচ্ছামত লেখাগুলিকে এডিট করুন।
৫। ব্যাস এখন আপনার যতখুশি ফটোশপে বাংলা লিখুন।

একটি টিপঃ

বিজয় ২০০৯ থেকে ২০১২ এর সকল ভার্সনগুলি দিয়েই ইউনিকোডে বাংলা লেখা যায়। বিজয় দিয়ে ইউনিকোডে বাংলা লিখতে কিবোর্ড থেকে Alt + Ctrl + V প্রেস করুন। ব্যাস এখন আপনি ইউনিকোডে বাংলা লিখতে পারবেন।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...