আইফোন ৪-এর অ্যান্টেনা সংক্রান্ত সমস্যা নিয়ে হতাশ হওয়া ব্যবহারকারীদের
বিনামূল্যে স্যামসাং গ্যালাক্সি এস স্মার্টফোন দিচ্ছে স্যামসাং। জানা
গেছে, টুইটারে যারাই আইফোন ৪ নিয়ে তাদের সমস্যা নিয়ে টুইট করছেন, স্যামসাং
ইউকে মোবাইল নামের একটি বিশেষ অ্যাকাউন্ট থেকে তাদের কাছে তাদের ঠিকানা
চাওয়া হচ্ছে বিনামূল্যে স্যামসাং-এর হ্যান্ডসেট পাঠিয়ে দেয়ার জন্য। খবর
উইয়ার্ড অনলাইনের।
প্রথমে এটি স্রেফ গুজব ও চেইন মেইল বলে মনে হলেও, স্যামসাং কর্তৃপক্ষ উইওয়ার্ড ম্যাগাজিনকে জানিয়েছে, তারা মার্কেটিংয়ের অংশ হিসেবেই বিনামূল্যে স্মার্টফোন পাঠিয়ে দিচ্ছে। টিফানি নিউল্যান্ড নামের একজন ক্রেতা উইয়ার্ডকে জানিয়েছেন, আইফোন ৪ চালু হওয়ার পর থেকেই তিনি বেশ হতাশ। এই একমাসে প্রায় অনেকবার কল ড্রপসহ অ্যান্টেনা সংক্রান্ত নানা সমস্যায় পড়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তিনি যখন তার হতাশা টুইটারে শেয়ার করেছেন, তখন ঐ অ্যাকাউন্ট থেকে তার কাছে তার ঠিকানা জানতে চাওয়া হয় এবং জানানো হয় যে তাকে বিনামূল্যে স্যামসাং গ্যালাক্সি এস দেয়া হবে।
তিনি আরো জানান, তার এক বন্ধু স্যামসাং-এ চাকরি করেন যার কাছে তিনি বিষয়টির সত্যতা জানতে চান। প্রথমে নিশ্চিত না হলেও পরে জানা গেছে, খোদ স্যামসাং কোম্পানিই এই অফার দিচ্ছে। তার মতে, স্যামসাং তাদের গ্যালাক্সি এস এর কর্মক্ষমতা নিয়ে এতোটাই আত্মবিশ্বাসী যে আইফোনের পরিবর্তে স্যামসাং গ্যালাক্সি এস ব্যবহার করার জন্য আইফোন ব্যবহারকারীদের বিনামূল্যেই হ্যান্ডসেটটি পাঠিয়ে দিচ্ছে।
উইয়ার্ড জানিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এস স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ২.১ অপারেটিং সিস্টেমের উপর তৈরি। ব্যতিক্রমী ও অদ্ভূত এই মার্কেটিং অ্যাপ্রোচ-এ স্যামসাং সফল হবে কি না, তা অনুমান করা যায় টিফানির কথায়। তিনি বলেন, 'আগামী কয়েক মাস অ্যান্ড্রয়েড ব্যবহার করতে কোনো ক্ষতি নেই।' অর্থাৎ, আইফোনের সমস্যার সুযোগ নিয়েই একরকম প্রোমোশনের কাজ চালাচ্ছে স্যামসাং।
খবরটা এখান থেকে প্রাপ্ত
প্রথমে এটি স্রেফ গুজব ও চেইন মেইল বলে মনে হলেও, স্যামসাং কর্তৃপক্ষ উইওয়ার্ড ম্যাগাজিনকে জানিয়েছে, তারা মার্কেটিংয়ের অংশ হিসেবেই বিনামূল্যে স্মার্টফোন পাঠিয়ে দিচ্ছে। টিফানি নিউল্যান্ড নামের একজন ক্রেতা উইয়ার্ডকে জানিয়েছেন, আইফোন ৪ চালু হওয়ার পর থেকেই তিনি বেশ হতাশ। এই একমাসে প্রায় অনেকবার কল ড্রপসহ অ্যান্টেনা সংক্রান্ত নানা সমস্যায় পড়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তিনি যখন তার হতাশা টুইটারে শেয়ার করেছেন, তখন ঐ অ্যাকাউন্ট থেকে তার কাছে তার ঠিকানা জানতে চাওয়া হয় এবং জানানো হয় যে তাকে বিনামূল্যে স্যামসাং গ্যালাক্সি এস দেয়া হবে।
তিনি আরো জানান, তার এক বন্ধু স্যামসাং-এ চাকরি করেন যার কাছে তিনি বিষয়টির সত্যতা জানতে চান। প্রথমে নিশ্চিত না হলেও পরে জানা গেছে, খোদ স্যামসাং কোম্পানিই এই অফার দিচ্ছে। তার মতে, স্যামসাং তাদের গ্যালাক্সি এস এর কর্মক্ষমতা নিয়ে এতোটাই আত্মবিশ্বাসী যে আইফোনের পরিবর্তে স্যামসাং গ্যালাক্সি এস ব্যবহার করার জন্য আইফোন ব্যবহারকারীদের বিনামূল্যেই হ্যান্ডসেটটি পাঠিয়ে দিচ্ছে।
উইয়ার্ড জানিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এস স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ২.১ অপারেটিং সিস্টেমের উপর তৈরি। ব্যতিক্রমী ও অদ্ভূত এই মার্কেটিং অ্যাপ্রোচ-এ স্যামসাং সফল হবে কি না, তা অনুমান করা যায় টিফানির কথায়। তিনি বলেন, 'আগামী কয়েক মাস অ্যান্ড্রয়েড ব্যবহার করতে কোনো ক্ষতি নেই।' অর্থাৎ, আইফোনের সমস্যার সুযোগ নিয়েই একরকম প্রোমোশনের কাজ চালাচ্ছে স্যামসাং।
খবরটা এখান থেকে প্রাপ্ত
No comments:
Post a Comment