Friday, March 16, 2012

আইফোন বা আইপড এর জন্য এক্তি দরকারি সফটওয়্যার

PC থেকে অনেকেই আইফোনের পুরো কন্ট্রোল নিতে পারেন না। একটা গান বা এপ্লিকেশনের জন্য আইটিউনস বা ওয়াইফাই এর উপর নির্ভর করা লাগে। আমি এখানে একদম সহজ সিস্টেম দিয়ে দিচ্ছি।



এপ্লিকেশন আর গেইম আর সাইডিয়া এপ ঝামেলা ছাড়া ইন্সটল



টরেন্ট বা অন্যজায়গা থেকে এপ্লিকেশন আর গেইম ডাউনলোড করেছেন, কিন্তু আইটিউনসের মাধ্যমে আইফোনে ইন্সটল করতে পারছেন না? ওয়াই ফাই নেই বলে সাইডিয়া এপ ইন্সটল করতে পারছেন না?

একদম সহজ সমাধান।



http://www.i-funbox.com/

এখান থেকে সফটওয়্যারটা ফ্রি ডাউনলোড করেন।



এটা ওপেন করার পর দেখবেন উপরে File, Actions, Help এরকম কিছু ট্যাব আছে।

জাস্ট তার নিচের লাইনে আছে Copy from PC, Install Applications (App Fastin) লেখা।

এখন Install Application এ ক্লিক করলেই ফাইল সিলেক্ট করতে বলবে। গেইম বা এপ্লিকেশন সিলেক্ট করবেন। খেলা শেষ, অটো ইন্সটল হয়ে যাবে।



এখানে নিচে ফাইল এক্সপ্লোরারে সাইডিয়ার জন্য ট্যাব আছে। সেখানে ক্লিক করে Copy from PC এর মাধ্যমে .deb ফাইল রাখতে পারবেন। আইফোন রিস্টার্ট দিলে সাইডিয়া অটোমেটিক এগুলা ইন্সটল করে নিবে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...