Friday, March 16, 2012

২০০ বা ২৫০ ডলারে কি ট্যাবলেট পিসি পাওয়া যায় ?

অ্যামাজন কিন্ডল ফায়ার ১৯৯ ডলার। কোয়ালিটি খুব ভালো। তবে সাইজে ছোট- ৭ ইঞ্চি। ভুয়া অপারেটিং সিস্টেম। Click This Link

আরকোস এর অনেকগুলো আছে। এটা ভালো। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। http://www.archos.com/

আরকোস এরই কমদামি ব্র্যান্ড "আরনোভা"। এটাও ভালো। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। http://arnovatech.com/

চায়নিজ কোম্পানিগুলোর ট্যাবলেট না কেনাই ভালো। ওগুলোর তিন অবস্থা!

অ্যামাজন অ্যামেরিকান কোম্পানি। আরকোস ও আরনোভা ফ্রেঞ্চ। এছাড়া বইয়ের দোকান বার্নস অ্যান্ড নোবেল এর নুক ট্যাবলেট- ওটাও কমদামি ও ভালো।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...