দিনদিন ট্যাবলেটের চাহিদা বাড়ছে। সেই সাথে কোম্পানিগুলো বের করছে নতুন
নতুন ডিজাইন এবং ফিচার সম্পন্ন ট্যাব। এবার ব্যবসা-বাণিজ্যের জন্য
বিশেষায়িত একটি মডেল নিয়ে এল ফুজিৎসু । তাদের নতুন মডেল এম৫৩২ আগ্রহী করে
তুলেছে সবাইকে, কোন ফিচারের জন্য এটি “বিজনেস ট্যাব” হিসেবে আত্মপ্রকাশ
করেছে?
এক্ষেত্রে বলতেই হয়, সফটওয়্যারের কারণেই এটি ব্যবসায়িক ট্যাব নাম পেয়েছে। এতে অনেকগুলো বিজনেস অ্যাপ আগে থেকেই ইন্সটল করা আছে। তার মধ্যে রয়েছে সিট্রিক্স, ভিএমওয়্যার ভিউ এবং আরও অনেক মাইক্রোসফট অফিস অ্যাপ। এটি মাইক্রোসফট ভার্চুয়াল ডেস্কটপ সাপোর্ট করে, ফলে এতে রিমোট এক্সেস সুবিধা পাবেন। এছাড়া কর্পোরেটদের মধ্যে ইমেইল,ক্যালেন্ডার এগুলো শেয়ারের জন্য রয়েছে নিট্রো ডেস্ক সফটওয়্যার। এতে আরও আছে নরটন ট্যাবলেট সিকিউরিটি।
সফটওয়্যার তো জানা হল, এবার জেনে নিন এর হার্ডওয়্যার কনফিগারেশন। এর ১০ইঞ্চি ডিসপ্লেটি গরিলা গ্লাসের তৈরি এবং রেজুলেশন ১২৮০ বাই ৮০০ পিক্সেল। প্রসেসরটি টেগ্রা থ্রি কোয়াড কোর, ক্লক স্পীড ১.৪ গিগাহার্জ। এর স্টোরেজ ৩২ গিগাবাইট এবং এতে মাইক্রোএসডি স্লট রয়েছে। পাশে আট ও সামনে দুই মেগা পিক্সেলের মোট দুটি ক্যামেরা রয়েছে এতে। এটি ফোর জি সাপোর্ট করে। রয়েছে ব্লুটুথ থ্রি, জিপিএস, ওয়াইফাই এবং মনিটর সেনসর সুবিধা। এটি অনেক হালকা এবং পাতলা; পুরুত্ব মাত্র ৮.৬ মি.মি এবং ওজন ৫৬০ গ্রাম।
লেনোভো’র থিঙ্কপ্যাডের চেয়েও হালকা এবং পাতলা এই ট্যাব এখন সবচেয়ে আলোচিত মডেল। অনেকগুলো ব্যবসায়িক সফটওয়্যার এতে আগে থেকেই লোড করা আছে বলে নতুন করে সেগুলো কেনার ঝামেলায় যেতে হচ্ছে না । সেইসাথে এটি সহজে বহনযোগ্য। ফলে কর্পোরেটদের দৃষ্টি এখন এম৫৩২ এর দিকে।
Source
এক্ষেত্রে বলতেই হয়, সফটওয়্যারের কারণেই এটি ব্যবসায়িক ট্যাব নাম পেয়েছে। এতে অনেকগুলো বিজনেস অ্যাপ আগে থেকেই ইন্সটল করা আছে। তার মধ্যে রয়েছে সিট্রিক্স, ভিএমওয়্যার ভিউ এবং আরও অনেক মাইক্রোসফট অফিস অ্যাপ। এটি মাইক্রোসফট ভার্চুয়াল ডেস্কটপ সাপোর্ট করে, ফলে এতে রিমোট এক্সেস সুবিধা পাবেন। এছাড়া কর্পোরেটদের মধ্যে ইমেইল,ক্যালেন্ডার এগুলো শেয়ারের জন্য রয়েছে নিট্রো ডেস্ক সফটওয়্যার। এতে আরও আছে নরটন ট্যাবলেট সিকিউরিটি।
সফটওয়্যার তো জানা হল, এবার জেনে নিন এর হার্ডওয়্যার কনফিগারেশন। এর ১০ইঞ্চি ডিসপ্লেটি গরিলা গ্লাসের তৈরি এবং রেজুলেশন ১২৮০ বাই ৮০০ পিক্সেল। প্রসেসরটি টেগ্রা থ্রি কোয়াড কোর, ক্লক স্পীড ১.৪ গিগাহার্জ। এর স্টোরেজ ৩২ গিগাবাইট এবং এতে মাইক্রোএসডি স্লট রয়েছে। পাশে আট ও সামনে দুই মেগা পিক্সেলের মোট দুটি ক্যামেরা রয়েছে এতে। এটি ফোর জি সাপোর্ট করে। রয়েছে ব্লুটুথ থ্রি, জিপিএস, ওয়াইফাই এবং মনিটর সেনসর সুবিধা। এটি অনেক হালকা এবং পাতলা; পুরুত্ব মাত্র ৮.৬ মি.মি এবং ওজন ৫৬০ গ্রাম।
লেনোভো’র থিঙ্কপ্যাডের চেয়েও হালকা এবং পাতলা এই ট্যাব এখন সবচেয়ে আলোচিত মডেল। অনেকগুলো ব্যবসায়িক সফটওয়্যার এতে আগে থেকেই লোড করা আছে বলে নতুন করে সেগুলো কেনার ঝামেলায় যেতে হচ্ছে না । সেইসাথে এটি সহজে বহনযোগ্য। ফলে কর্পোরেটদের দৃষ্টি এখন এম৫৩২ এর দিকে।
Source
No comments:
Post a Comment