Monday, March 12, 2012

যা আছে কম মূল্যের নুক ট্যাবলেটে

অ্যাপলের আইপ্যাড আসার মাধ্যমে 'ট্যাবলেট কম্পিউটার' নামে যে বিশাল গ্যাজেটস মার্কেট তৈরি হয়েছে তা একতরফা ভাবে অ্যাপলের দখলেই রয়েছে বলতে গেলে। ফরেস্টার রিসার্সের তথ্যানুযায়ী, ট্যাবলেট বাজারের ৭৩ শতাংশই অ্যাপলের দখলে। এরপরই রয়েছে আমাজনের কিন্ডল এবং বার্নস এন্ড নোবেলের নুক ট্যাবলেট। কম মূল্যের কারণে নুক এবং কিন্ডল সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। তবে আজকের এ প্রতিবেদনে আলোচনা কেবল নুক ট্যাবলেট নিয়ে। কি আছে কম মূল্যের এ ট্যাবলেট কম্পিউটারটিতে?
বার্নস এন্ড নোবেল জানিয়েছে, এই ট্যাবটি অ্যান্ড্রয়েড সাপোর্ট করে। ১গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর। ব্যাটারি লাইফ আট ঘণ্টা। এই ট্যাবের ডিসপ্লেটি সাত ইঞ্চি টাচ স্ক্রিন।

এতে আছে বিল্ট- ইন ওয়াইফাই এবং ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। ৫১২ মেগাবাইট র‍্যাম। এতে রয়েছে মাইক্রো এসডি এক্সপানসন স্লট। নুক ট্যাবের আরও একটি মডেল রয়েছে, যা ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং ১ গিগাবাইট র‍্যাম সম্পন্ন ।

প্রচুর বই এবং ম্যাগাজিন সহ হাজারখানেক অ্যাপ পাবেন নুকের অ্যাপ স্টোরে। এতে হুলু প্লাস ভিডিও প্লেব্যাক, বিল্ট- ইন ওয়েব ব্রাউজার এবং ফ্ল্যাশ সাপোর্ট রয়েছে।
তবে ব্লুটুথ , ক্যামেরা এবং জিপিএস সুবিধা নেই এই ট্যাবে।
আট গিগাবাইট এবং ষোল গিগাবাইট দুটি মডেলে এই ট্যাব পাওয়া যাচ্ছে। আট গিগাবাইট নুক ট্যাবের মূল্য $১৯৯ এবং ১৬ গিগাবাইট ট্যাবের মূল্য $২৪৯ ডলার।

Source

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...