Monday, March 12, 2012

বাংলাদেশে নতুন ওয়্যারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানি - ওলো

বাংলাদেশের ওয়্যারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট রাজ্যে নতুন এক সদস্য এসেছে - নাম ওলো (ollo)। যদিও এরা ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করছে না, তবুও তারা বাংলালায়ন এবং কিউবি'র সাথে প্রতিযোগিতা করবে। বর্তমানে এদের বিস্তৃতি শুধুমাত্র ঢাকার ধানমন্ডি, উত্তরা এবং গুলশান এলাকায়। এ মুহূর্তে কোম্পানিটি পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে। ওলো ব্র্যান্ডের মোটো হচ্ছে "পরিবর্তনের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা।"

এই বছর অক্টোবরে কার্যক্রম শুরু করেছে ওলো। এ মুহূর্তে তারা দুটি প্যাকেজ সুবিধা দিচ্ছে, দুটি প্যাকেজেরই গতি ৫১২ কিলোবিট/সেকেন্ড।

প্যাকেজ ১: ডোঙ্গল +৪০ গিগাবাইট ->১৪৯৯ টাকা (এএক্স-৩২৬ ওয়্যারলেস ইউএসবি মোডেম।)
প্যাকেজ ২: ডোঙ্গল + ক্রেডল + ৪০গিগাবাইট -> ২২৫০ টাকা (এসএক্স-৩৬১ ওয়্যারলেস ক্রেডল)

সদস্য হবার জন্য আপনার প্রয়োজন হবে:
বাংলাদেশীদের জন্য
১. দুই কপি পাসপোর্ট আকারের ছবি
২. জাতিয় পরিচয় পত্র
৩. জাতিয় পরিচয় পত্রে ফটোকপি
বিদেশীদের জন্য
১. দুই কপি ছবি
২. পাসপোর্ট
৩. পাসপোর্টের ফটোকপি
বিস্তারিত জানতে ফোন করুন: ০১৯৩৮৮৩৮-৪৪৪
ফেসবুক পেজ

Source

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...