Saving Private Ryan (1998)
Imdb Rating: 8.5
Top 250 # 39
Personal Rating: 9/10
Won 5 Oscars. Another 55 wins & 56 nominations
Rotten Tomatoes: 93% Audience: 92%
২য় বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত Saving Private Ryan (1998) পরিচালক Steven Spielberg বসের আরেকটি মাস্টার পিস মুভি। মুভিটির নামকরণে যথার্থা রয়েছে Pvt. James Francis Ryan কে রক্ষা করা নিয়ে মুভিটির মূল ঘটনাটি হলে দ্বিতীয় বিশ্বযুদের অনেক কিছু দেখিয়েছেন পরিচালন স্টীভেন স্পিলবার্গ। মুভিটির মূল চরিত্রে রয়েছেন Tom Hanks তিনি মূলত যুদ্ধের আগে শিক্ষকতা করতেন। আর Private Ryan চরিত্রে অভিনয় করেন Matt Damon।
Pvt. James Francis Ryan বৃদ্ধ বয়সের স্মৃতি চারন থেকে মুভির ঘটনা শুরু। এখানে একটি কথা না বললেই নয় যখন নেট নিয়ে নাড়াচাড়া করতাম না তখন পযর্ন্ত জানতাম Matt Damon কে বৃদ্ধের মেকাপ দেওয়া হয়েছে কিন্তু পরে জানতে পারি Harrison Young বৃদ্ধ রায়নের চরিত্রে অভিনয় করেছেন। Harrison Young 2005 সালের 3 জুলাই মারা যান। এই মুভিটিতে ডি-ডে আক্রমনের চমৎকার চিত্রায়ন করেছেন স্টীভেন স্পিলবার্গ।
মিসেস রায়ান (Pvt. James Francis Ryan এর মা) দাবী অনুযায়ী রায়ান পরিবারের চার ভাইয়ের মধ্যে তিনভাই ই মারা গেছে বিভিন্ন যুদ্ধে । সময় তখন ১৯৪৪ সাল । যুদ্ধের পরিচালকরা সিদ্ধান্ত নিলেন , রায়ান পরিবারের শেষ সন্তান জেমস রায়ান (Matt Damon) কে তার মায়ের কাছে ফিরিয়ে দেবেন । কিন্তু রায়ানের খোঁজ কেউ জানেনা , শুধু জানে সে হেলিকপ্টার থেকে ল্যান্ডিং করেছিল শত্রু বাহীনির ঘাটির কাছাকাছি । এর পর থেকে তার কোন খবর নেই । তাকে খুঁজে বের করার দ্বায়িত্ব এসে পড়ল ক্যপ্টেন মিলার (Tom Hanks) এর কাছে । আট জনের বাহীনি নিয়ে রওনা দিলেন শত্রুদের এলাকায় । খুঁজে বের করবেন তিনি জেমস রায়ানকে । মুভিটি অবশ্যই দেখার মত। আমি যে কতবার দেখেছি তা বলতে পারব না । ছবিটি যতবার দেখি ততবার বেশী ভাললাগে।
No comments:
Post a Comment