Tuesday, August 28, 2012

সনি এক্সপেরিয়া ইউ


এইচটিসি ওয়ান সিরিজের একটি স্মার্ট ফোন ওয়ান এস। এটি এন্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ ওএস চালিত স্মার্টফোন যা এন্ড্রয়েড ভার্শন ৪.১ এর আপগ্রেড করা যাবে।


১১৯.৫গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত মাত্র ৭.৮ মিলিমিটার। এতে আছে এইচটিসি সেন্স ফিচার সহ ৪.৩ ইঞ্চি সুপার এএমওএলইডি ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন, যা ক্র্যাচ প্রতিরোধক। সেটটি সুধুমাত্র কালো রঙে পাবেন।


মোবাইলটি চালাতে থাকছে ১.৫গিগা হার্জ ডুয়েল কোর প্রসেসর, ১জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল মেমরি । তবে সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে না, ফলে আপনি এর স্টোরেজ বর্ধিত করতে পারবেন না।


এতে আছে জিও ট্যাগিং, স্মাইল ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস জুক্ত ৮মেগাপিক্সেল ক্যামেরা, এবং ১০৮০পি এইচডি ভিডিও রেকর্ডিং করার সুবিধা।


এতে আছে ১৬৫০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৭ঘন্টা টকটাইম এবং ৪৫০ ঘণ্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।


সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে।


এত ফিচার সহ এইচটিসি ওয়ান এস এর দাম পড়বে ৪২,৫০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।






ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...