Tuesday, August 28, 2012

ব্যাক্তিগত খরচের হিসাব রাখার একটা দারুন Android এপ্লিকেশন -Expense Manager

ব্যাক্তিগত খরচের হিসাব রাখা অনেক সবসময় ঝামেলা মনে হলেও মাসের শেষে সবাই বসেন আ্য় ও ব্যায় এর হিসাব মেলাতে।ব্যালান্সতো মিলতেই চাই না!:(( "এত টাকা কি করলাম?" "টাকা গেল কৈ?" এ চিন্তা সবার মনেই থাকে।
যাই হোক "Expense Manager" নামিয়ে নিতে পারেন "Google Play" হতে!আমার দেখা সেরা আন্ড্রয়েড আপস্‌ এটা! একদম ফ্রী! :P
কিছু উল্লেখ যোগ্য ফিচার :-<br /> ১) খুব সহজে খরচের খাত গুলো বানানো যায়।
২) খুব সহজে দৈনিক খরচের হিসাব রাখা যা্য়।
৩) খরচের সারসংক্ষেপ নেয়া যায় দৈনিক, মাসিক ও বছরের জন্য।
৪) মাসের জন্য অগ্রিম বাজেট।
৪) ডাটা ব্যাকআপ নিতে পারবেন খুব সহজে।



Click
এবার দেখেন ব্যালান্স মেলানো কত সহজ!:)

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...