Wednesday, August 29, 2012

অত্যন্ত দরকারী ১৩টি এন্ড্রয়েড ফ্রী এপস

স্মার্টফোন সব জায়গায়। এখন যুগই হলো স্মার্ট যুগের। মানুষ স্মার্টফোন শুধু স্টাইলের জন্যই এখন ব্যবহার করছে না সাথে সাথে তারা অত্যাধুনিক প্রযুক্তির সাথে নিজেদের আপডেট করে রাখছে। এখানে অনেক প্রয়োজনীয় কিছু এন্ড্রয়েড এপস সম্পর্কে আলোচনা করা হলো।  যদিও এন্ড্রয়েড এপসের অভাব নেই কিন্তু এখানে সেরা কিছু এপস সম্পর্কে বলা হলো যা আপনাদের অনেক কাজে লাগবে।  চলুন দেখা যাক
Dropbox
ড্রপবক্স হলো এমন একটা সেবা যেখানে আপনি আপনার ছবি,ফাইল এবং ভিডিও সেভ করে রাখতে পারবেন আর পৃথিবীর যে কোন প্রান্ত থেকে তা এক্সেস করতে পারবেন। আপনি যখন ড্রপবক্স আপনার পিসিতে ইন্সটল করে সেখানে কোন ফাইল রাখবেন তা অটো এন্ড্রয়েড ডিভাইস, আপনার সব কম্পিউটারে এমনকি ড্রপবক্স ওয়েব সাইটেও সেভ হয়ে যাবে! আর এই এপসের মাধ্যমে আপনি তা যে কোন সময় কাস্টমাইজ করতে পারবেন।


Facebook
ফেসবুক ছাড়া স্মার্টফোন মানায়? আর তাই রয়েছে স্পেশাল ফেসবুক এপস।

Prey Anti-Theft
অসাধারণ একটি সফটওয়্যার। আপনার চুরি যাওয়া স্মার্টফোন বা ট্যাবলেট ট্রেস করবে এই এপস। ওপেন সোর্স  এন্টি থিফট এই সফটওয়্যার দিয়ে আপনার সব ডিভাইসের অবস্থান ট্রেস করতে পারবেন এমনকি ল্যাপটপ ভার্শনও রয়েছে! আর এন্ড্রয়েড ভার্শনতো রয়েছেই।

Street View on Google Maps
গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ের সাহায্যে আপনি বিশ্বের জনপ্রিয় সব ল্যান্ডমার্ক চেক করতে পারবেন তাছাড়া আপনি কোথাও ঘুরতে যাওয়ার আগে তার ভার্চুয়াল ট্রিপ টাও করে নিতে পারবেন এই এপস দিয়ে।

Google Voice
সস্তা রেটে গুগলের সাহায্য ফোন করা যাবে। তবে এই সেবা এখনও আমেরিকা পর্যন্ত সীমাবদ্ধ। আশা করা যায় ধীরে ধীরে সারা পৃথিবী ব্যাপী পাওয়া যাবে।

Evernote
এটা আপনার ডায়রির কাজ করবে। আপনার সকল নোট, টু ডু লিস্ট, ভয়েস রিমাইন্ডার সহ অনেক অনেক কাজের একটা এপস। ব্যবহার করেই দেখুন কাজে লাগবে অবশ্যই।

Pandora Internet Radio
এটা হলো অনলাইন রেডিও স্ট্রিম এপস। এই ফ্রী এপসের মাধ্যমে আপনি আপনার পছন্দের গান শুনতে পারবেন। শত শত স্টেশন থেকে আপনার পছন্দের শিল্পীর গান, ভয়েস, কম্পোজ ইত্যাদি শুনতে পারবেন। আশা করি ভাল লাগবে।

AdFree Android
আপনার ব্রাউজারের বিজ্ঞাপন রিমুভ করা ছাড়াও অন্যান্য এপসের বিজ্ঞাপনও মুছে দিবে এই এপস। হোস্ট ফাইল কাস্টোমাইজ করে কাজ করে এই এপস।

Skype – Free IM & video calls
স্কাইপের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। ফ্রী ফোন করুন যে কোন ডিভাইসে হোক তা মোবাইল টু মোবাইল বা কম্পিউটারে বা আইফোন, ম্যাক যেখানে স্কাইপ আছে সেখানেই ফ্রী :D

Superuser
আপনার ফোনের ব্যবহার বাড়িয়ে দিন এই এপসের সাহায্যে। ফোনের সব কিছু ম্যানেজ করুন এই টুল দিয়ে। তবে এই এপস দিয়ে কাজ করতে হলে আপনার ফোনকে রুট করে নিতে হবে আগে অথবা কাস্টম রিকভারি ইমেজ লাগবে কাজ করার জন্য।

ASTRO File Manager / Browser
এটা হলো আপনার ফোনের সকল ছবি,গান, ভিডিও, ফাইল সব কিছু এক জায়গায় অর্গানাইজ করার এপস। অনেকটা উন্ডোজ এক্সপ্লোরারের মতো। এছাড়াও আপনার ব্যাটারির ক্ষমতাও অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেয় এবং ফোনের সেটিংস ব্যাক আপও রাখে।

Titanium Backup Automates System Backups
অনেক শক্তিশালী একটি টুল। ব্যাকআপ রাখে সকল এপস,মার্কেট লিঙ্কস এছাড়াও ব্লোটওয়্যার রিমুভ করা ছাড়াও রয়েছে আরো অনেক সুবিধা।

MetaMorph
এটা দিয়ে থিম, প্যাচ, মোড ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। আপনার এপসে অথবা সিস্টেমের কাস্টমাইজ করতে এই টুলসের জুড়ি নেই।

কি মনে হচ্ছে? এই টুলসগুলো আসলেই কি কাজের নয় কি? বাংলাদেশে এখনও এন্ড্রয়েড খুব বেশি দেখা যায় না। তবে সেদিন খুব বেশি দূরে নেই যখন স্মার্টফোন মানেই এন্ড্রয়েড কে বুঝানো হবে। বাংলাদেশের সবার হাতে হাতেই থাকবে এন্ড্রয়েড স্মার্টফোন।
সেই শুভ কামনায় বিদায়। :)

1 comment:

  1. ধন্যবাদ সুন্দর তথ্যের জন্য

    ReplyDelete

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...