Wednesday, September 26, 2012

Firefox ই পড়ে শোনাবে Browser এর লেখা

মজিলা ফায়ারফক্স এর বহু Addon রয়েছে যেগুলো সম্পর্কে আমরা জানি না। এগুলো আমাদের ইন্টারনেট ব্রাউজ জনিত বিভিন্ন কর্মকান্ডগুলোকে আরো অনেক সহজ করে দিতে পারে। তবে এটি শুধুমাত্র ফায়ারফক্স ৩ এর ক্ষেত্রে কার্যকর।
এমনই একটি Addon হচ্ছে Speakit। ছোট্ট এই Addon টি ইনস্টল করা থাকলে এটি আপনাকে ব্রাউজারে থাকা লেখাগুলো Firefox  তা পড়ে শোনাতে পারে।
Addon টি ইনস্টল করতে https://addons.mozilla.org/en-US/firefox/addon/3552 এই লিংকে ক্লিক করুন। সাইজ মাত্র 15KB।
এতে উইন্ডোজের Text To Speech Engine টি ব্যবহার করা হয়েছে। এটি ব্যবহার করতে আপনার প্রয়োজনীয় লেখাটুকু নির্বাচন করে মাউসের Right Click করে Say it এ ক্লিক করুন।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...