Monday, October 1, 2012

Acronis True Image Home Edition-Data Backup ও Recovery তে দারুন কাজের

বর্তমানে পার্টিশান বা পুরো হার্ডডিস্কের ডাটা Backup ও Recovery’র পদ্ধতিটা দারুন জনপ্রিয়।বিশেষ করে Operating System Backup ও Recovery’র কাজটি করে না এমন ব্যবহারকারীর সংখ্যা খুবই কম।আর যারা এই কাজটি করেন তাদের মধ্যে Acronis True Image সফটওয়ারটি খুবই পরিচিত। কারণ বেশিরভাগ ইউজারই এই সফটওয়ারটি ব্যবহার করে পার্টিশানের ইমেজ তৈরি করে এবং সেটি রিস্টোর করে।Acronis True Image Home Edition ও একই প্রতিষ্ঠান থেকে তৈরি সফটওয়ার যা অনেক উপকারী কাজে ব্যবহার করা যায়। আমি Acronis True Image Home Edition2012 এর উপর আজকে টিউটোরিয়ালটি করবো।
সফটওয়ারটি'র দারুন একটি বৈশিষ্ঠ্য হলো এর দ্বারা তৈরি ইমেজের সাইজটি অন্যান্য সফটওয়ার থেকে খুবই কম হয়ে থাকে।যেমন এই সফটওয়ার দিয়ে তৈরি আমার  Windows 7 এর ইমেজ সাইজ হয়েছে মাত্র 3.58GB যার সল সাইজ 12GB।তাছাড়া ইমজে  Create আর Restore এ খুব কম সময় লাগে।এছাড়া আর কিছু টুল আছে যা দিয়ে প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ কাজ করা যায়।
প্রথমে Acronis True Image এর পেজে গিয়ে বা softpedia থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন। সসফটওয়ারটি সেটাপ দেয়ার পর এর Bootable CD তৈরি করে ফেলুন। এটি একটি প্রফেশনাল সফটওয়ার। তাই Bootable CD তৈরি করার জন্য প্রোডাক্ট কী দরকার হবে।প্রোডাক্ট কী Google এর মাধ্যমে খুঁজ করতে পারেন, কিংবা বন্ধুদের কাছে চেয়ে নিতে পারেন।অথবা কমেন্টস এ মেইল এড্রেস দিলে আমি সাহায্য করতে পারি।অবশেষে ধরে নিলাম আপনারা Bootable CD পেয়ে গেছেন।এবার চলুন কাজ শুরু করি।

ইমেজ ক্রিয়েটঃ

Bootable CD দিয়ে পিসি চালু করুননিচের মত চিত্র আসবেAcronis True Image Home এ ক্লিক করুন
  
নিচের মত চিত্র আসবেএটি Acronis True Image এর HomePage.
  
Backup এ ক্লিক করুন
Backup থেকে Disk and Partition Backup এ ক্লিক করুন
Partition লিস্ট আসবেকোন Partition এর Backup করবেন তাতে ঠিক চিহ্ন দিনNext
দিন
ইমেজটি কোথায় সেভ করবেন তা দেখিয়ে দেয়ার জন্য Brows বাটনে ক্লিক করুন
নিচের মত পেজ আসবে
কোথায় সেভ করবেন ড্রাইভটি সিলেক্ট করে File Name এর জায়গায় একটি নাম দিয়ে OK দিন
 আমি D ড্রাইভে Windows 7 হিসেবে সেভ করলাম
 
নিচের মত চিত্র আসবে Next দিন
১০Proceed এ ক্লিক করুন
১১নিচের মত প্রসেসিং শুরু হবেঅপেক্ষা করুন
১২অবশেষে Successful মেসেজ পাবেন OK দিন
আপনার ইমেজ তৈরি করা শেষ

ইমেজ রিস্টোরঃ

হোম পেজ থেকে Recover এ ক্লিক করুন
 
Disk Recover তে ক্লিক করুন
নিচের মত আপনার পিসিতে  আগে তৈরি করে রাখা ইমেজের লিস্ট দেখাবে একাধিক লিস্ট থাকলে ওখান থেকে একটি সিলেক্ট করে Next দিন
যদি ইমেজের লিস্ট না দেখায় তাহলে Brows বাটনে ক্লিক করে আপনার ইমজেটি কোথায় আছে দেখিয়ে দিয়ে OK দিন
নিচের মত চিত্র আসবে Next দিন
চিত্রের মত কিছু পরিবর্তন না করে Next দিন
আপনার ইমেজটি কোন ড্রাইভে রিস্টোর করার যোগ্য এখানে সেই রকম ড্রাইভগুলোর লিস্ট দেখাবেযেমন আমার এখানে C ড্রাইভ দেখাচ্ছে  আপনার ড্রাইভটি সিলেক্ট করে Next দিন (MBR এ চেক মার্ক দেয়ার দরকার নেই)
আবার Next দিন
যদি এমন হয় যে আপনি C ড্রাইভে না করে অন্য কোন ড্রাইভে ইমেজটি রিস্টোর করবেন তাহলে New Location এ ক্লিক করুন
  
১০আপনার ড্রাইভটি সিলেক্ট করে Accept এ ক্লিক করুন
১১Proceed এ ক্লিক করুন
১২নিচের মত প্রসেসিং শুরু হবেঅপেক্ষা করুন
১৩অবশেষে Successful মেসেজ পাবেন OK দিন
আপনার ইমেজ রিস্টোর করা শেষ। এবার পিসি বুট করে দেখুন। পিসি বুট করতে সমস্যা হলে MBR Fixed করুন।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...