Friday, May 24, 2013

ইউটিউব থেকে সহজে ভিডিও ডাউনলোড করুন

ইউটিউব থেকে আপনার পছন্দের মিউজিক ভিডিও ডাউনলোড করার জন্য অনেক উপায় আছে। রয়েছে হাজারো অ্যাড অন, ডাউনলোডার। যারা IDM ব্যবহার করছেন তাঁদের জন্য ডাউনলোড ব্যাপারটি অনেক সহজ। তবে বর্তমানে IDM বা এ ধরনের সফটওয়্যার দিয়ে ইউটিউব থেকে কোন ভিডিও ডাউনলোড করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে ইরর মেসেজ দিচ্ছে যা অনেকের বিরক্তির কারন হয়ে দাঁড়িয়েছে।
আসুন দেখা যাক ফায়ারফক্স অ্যাড অনস দিয়ে এ সমস্যার খুব সহজ একটি সমাধান করা যায় তা দেখে নেয়।
এ জন্য আপনি ফায়ারফক্স ব্রাউজার থেকে অ্যাড অনস সার্চ বারে flash video downloader লিখে সার্চ দেন।
দেখুন flash video downloader একটি ফায়ারফক্স অ্যাড অনস শো করছে। এটার ডান পাশে install বারে ক্লিক করে অ্যাড অনসটি ইন্সটল দিয়ে নেন তারপর ফায়ারফক্স ব্রাউজারটি রি-স্টার্ট দিলে আপনি ফায়ারফক্স ব্রাউজারের সার্চ বারের বাম পাশে একটি লোগো দেখতে পাবেন।
এখন কোন flv, MP4 টাইপ ফাইল ইউটিউব, ফেসবুক বা অন্য কোন ওয়েবসাইটে ভিডিও ফাইল চালু করলে দেখবেন ফায়ারফক্স ব্রাউজার এর হেডারের সার্চ বারের পাশে flash video downloader অ্যাড অনসটি নীল রঙে সক্রিয় হয়েছে। এখান থেকে আপনি ভিডিও ফাইল ডাউনলোড করে নিতে পারবেন।
এখানে ক্লিক করে ডিরেক্ট লিঙ্ক ফায়ারফক্স অ্যাড অন্সটি ডাউনলোড করে নিতে পারেন।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...