Thursday, June 20, 2013

যে এপসগুলো না থাকলে এনড্রয়েড ফোন ব্যাবহার করার কোন মানেই থাকেনা ডাউনলোড লিংক সহ


এনড্রয়েড কিনেছি মাত্র এক মাস, এখনও প্রায় কিছুই বুঝে উঠতে পারিনি। তবে যে জন্য কিনেছি , এপস, সেটার ব্যাবহার কিছুটা হলেও শিখেছি। তার মধ্যে আছে জরুরী কিছু এপস, যা এনড্রয়েড ব্যাবহার করতে গেলে লাগবেই। ব্লগে এনড্রয়েড এক্সপার্ট অনেকেই আছেন আবার অনেকে আছেন যারা প্রায় কিছুই জানেনা। আপাতত যে এপস গুলো ইউজ করছি সেগুলো শেয়ার করলাম, আশা করছি অনেকেরই কাজে লাগবে।

ব্রাউজার:



ফায়ারফক্স: নেট ব্যাহবহারকারীদের জন্য ফায়ারফক্স খুবই প্রযোজনীয় একটা ব্রাউজার। এনড্রয়েডেও এটার মজা কম পাবেন না বলেই আশা করি।
ডাউনলোড: Click This Link.



অপেরা : মোবাইলে যারা নেট ব্যাবহার করেন তাদেরকে নতুন করে বলার কিছুই নাই। এনড্রয়েডেও যথেষ্ট ভালো একটা ব্রাউজার অপেরা।
ডাউনলোড: Click This Link.

এন্টিভাইরাস:



avast! Mobile Security: পিসিতে মাইক্রোসফট ইন্টারনেট সিকিউরিটি ব্যাবহার করলেও মোবাইলে এটা ব্যাবহারের তেমন সুযোগ নাই। সেক্ষেত্রে avast! Mobile Security আমার কাছে সেরা মনে হয়েছে।

ডাউনলোড: Click This Link.

ফ্লাশ প্লেয়ার:



ভিডিও স্মুথলি দেখতে হলে ফ্লাশ প্লেয়ার তো লাগবেই। এনড্রয়েডের জন্য বেশ ভালো একটা ফ্লাশ প্লেয়ার Smart SWF Player- Flash Viewer।
ডাউনলোড লিংক: Click This Link.

এবার কিছু দরকারি এপস এ আসা যাক। প্রথমেই চলে আসি অফিস টুলসে।



Kingsoft Office: এটার মাধ্যমে ওয়ার্ড, স্পেয়ার্ডশীট, পিডিএফ এবং পাওয়ার পয়েন্ট পড়তে এবং তৈরি করতে পারবেন।
ডাউনলোড: Click This Link



PolarisViewer: আমার সবচেয়ে পছন্দের ইবুক রিডার। ইবুক যতদূর পড়ে বন্ধ করবেন, পরে ওপেন করলে আবার সেই পেজ থেকেই শুরু হবে।
ডাউনলোড: Click This Link.

Expense Manager: প্রতিদিনের যত টাকা পয়সার লেনদেন-হিসাবনিকাশ সব কিছু এই এপস এর মাধ্যমে করতে পারবেন। দুইটা এপস এর লিংক দিলাম, যেটা পছন্দ হয় ব্যাবহার করবেন।



ডাউনলোড:
১) Expense Manager : Click This Link


২) EasyMoney - Expense Manager:
Click This Link.



Advanced Task Killer: আপনার এনড্রয়েড সেটটি প্রতি মূহুর্তেই কিছু এপস অটো চালু হয়ে বসে থাকে যা আপনার সেটকে স্লো এবং গরম করে ফেলে। ব্যাটারীও অনেক বেশী খরচ হয়। সেক্ষেত্রে এটা একটা জরুরী সফট হতে পারে।
ডাউনলোড: Click This Link.

এবার একটু বিনোদন সাইডে আসা যাক। মোবাইলে ওয়ালপেপার তো সবাই ব্যাবহার করেন কন্তু কখনও কি লাইভ ওয়ালপেপার ব্যাবহার করেছেন? লাইভ ওয়ালপেপার এর বৈশিষ্ট হলো:
১)আপনার মোবাইলের সৌন্দর্য বহুগুনে বৃদ্ধি করবে।
২) ওয়ালপেপার টা অবশ্যই রানিং হবে অর্থাৎ: একুইরিয়ামে মাছ ভেসে বেড়াচ্ছে, আপনি পানিতে হালকা আঙ্গুল দিয়ে নাড়া দিলেন, মাছগুলো ভয়ে পালিয়ে গেল অথবা একটা পার্কে গাছ থেকে পাতা ঝরে পড়ছে, পার্কের পাশে হ্রদে পানতে ঢেউ খেলে যাচ্ছে অথবা একটা গ্যালাক্সির ওয়ালপেপার পৃথিবীটা ঘুরছে , তারা পাশ থেকে ছুটে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি.........
৩) এটা সব লাইভ ওয়ালপেপারে থাকে না তবে বেশীর ভাগেই পাবেন। ঐ পার্কের ওয়ালপেপারটার কথাই ধরা যাক। ভোরে দেখা যাবে হালকা আলোর আভাস, দুপুরে দেখা যাবে গনগনে সূর্য উঠেছে, বিকেলে মিষ্টি লাল একটা সূর্য, রাতের আকাশে চাঁদ আর আকাশ ভরা তারা। সেটিংস দিয়ে রাখলে এভাবে দিনের পরিবর্তনের সাথে ওয়ালপেপারের পরিবেশও পরিবর্তন হবে।

কিছু লাইভ ওয়ালপেপারের লিংক :



১) Koi Live Wallpaper : http://www.mediafire.com/?6i09sx8hhf63zj3



২) Earth HD : Click This Link


৩) Season Zen HD: http://www.mediafire.com/?dagdmllw41edh1u



৪) My Beach HD:
http://www.mediafire.com/?5v898b1i8nnqbl5



৫) The Avengers Live Wallpaper : Click This Link



৬) Amazing Spider-Man 3D Live: Click This Link.

সামান্য গেমস নিয়েও আলুচুনা করা যাক। মাত্র ২টা গেমের লিংক দেবো। এনড্রযেড জগতের খুব নামকরা গেম। খেলে দেখুন, মজা পাবেন ১০০ % ।



১) Fruit Ninja
: Click This Link.



২) Temple Run :
Click This Link.

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...