Monday, June 24, 2013

আইফোন এ ব্লুটুথ শেয়ারিং!!! ব্লুটুথ এর মাধ্যমে শেয়ার করুন ফাইল

বিঃদ্রঃ অবশ্যই আপনার আইফোন jailbreak করতে হবে এবং এটি সুধুমাত্র IOS 5.1.1 বা তার নিচের ভার্সন এর ক্ষেত্রে প্রযোজ্য। (IOS 6 not supported)
১/ cydia source এ অ্যাড করুন http://iphone.gsm.vn
২/ এরপর সার্চ করুন airblue shearing লিখে।
৩/ airblue shearing সফটওয়্যারটি ইন্সটল করুন।
৪/ সেটিং এ যেয়ে activation setting ঠিক করে নিন। এর জন্য আপনার ফোনে activator সফটওয়্যার ইন্সটল থাকতে হবে।জদি না ইন্সটল করা থাকে তাহলে cydia তে activator লিখে সার্চ দিলেই পেয়ে জাবেন।
৫/ ব্যাস! এখন আপনি চাইলেই অন্য যেকোনো মোবাইল এর শাথে ফাইল আদান-প্রদান করতে পারবেন।
সমস্যা ও সমাধানঃ
  • এই সফটওয়্যার দিয়ে আপনি ছবি সেন্ড করতে পারবেন।অন্য অন্য ফাইল সেন্ড করার জন্য iFile সফটওয়্যারটি ইন্সটল করতে হবে যা আপনি cydia তে পাবেন।
  • যদি সেন্ড হয় কিন্তু রিছিভ এর ক্ষেত্রে সমস্যা হয় তাইলে airblue stack downgrade করতে হবে। http://www.mediafire.com/?oc0toiir4ei6qu7 এই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার পিসি তে diskaid সফটওয়্যার এর সাহায্যে আপনার আইফোন এর যেকোনো ফোল্ডার এ পেস্ট করুন এবং iFile দিয়ে সফটওয়্যারটি ইন্সটল করে নিন।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...