Monday, June 24, 2013

আইফোন দিয়ে কন্ট্রোল করুন আপনার ল্যাপটপ !!! আইফোনকে বানিয়ে ফেলুন Wairless Touchpad !

 আমরা অনেকেই আইফোন ব্যাবহার করি শুধুমাত্র কথা বলা আর সামান্য কিছু ডিফল্ট apps ব্যবহার করে। কিন্তু আইফোনের জন্য অনেক সুন্দর কিছু apps আছে।যা দিয়ে আপনার আইফোনকে আপনি বিভিন্ন কাজে লাগাতে পারবেন।কখনো কখনো হয়ত আপনার ইচ্ছা হয় যে ইস এমন যদি হত যে আমার আইফোনটা দিয়ে পিসি কন্ট্রোল করা যেত তাহলে দারুন হত। হয়ত এতে wirless keyboard & mouse কেনার টাকাটাও বেচে যেত। যাই হোক আজ আমি দেখাবো যে কিভাবে আইফোন দিয়ে ল্যাপটপ কন্ট্রোল করা যায়।এটা আসলে করা হয় wifi দিয়ে।সফটওয়্যার টির নাম Remote mouse.সফটওয়্যারটি free পাবেন www.remotemouse.net এই ঠিকানায়।

যা যা লাগবে-
১.Iphone 3gs,4s,5 .
২. Any wifi enable Laptop.
এখন আমি ধাপে ধাপে সমস্ত প্রক্রিয়াটি সম্পর্কে বলবো-
১.প্রথমে আপনার পিসিতে Software টি Download করে নিন এখান থেকে।
২.software টি install করুন।
৩.software টি পিসিতে  Run  করুন।তাহলে computer এর task manager এ green colour এর (বামে কোনায়)একটি আইকোন দেখতে পাবেন।

৪.এবার আইকনটির উপর mouse এর right button এ click করে show ip address এ click করে ip address টি show করে রাখুন। এটি একটু পরেই কাজে লাগবে।

৫.এরপর আপনার আইফোন এর apple store থেকে Remote mouse  নামক Software টি free তে Download করে Install করে নিন।
৬.আপনার সেটের wifi enable করে নিন।
৭.Iphone এ software টি run করুন।

৮.ip নামক button এ click করুন এবং পিসি তে প্রদর্শিত ip address টি দেখে এথানেও অনুরুপ ip address টি সেট করুণ।এবার ip টিতে click করুন।ব্রাস হয়ে গেল আপনার wirless touchpad device.(এখানে একটি বিষয় খেয়াল রাখবেন যে যদি প্রথম Ip টি কাজ না করে তবে পিসি এর show ip address এ ok করুন তাহলে আরেকটি Ip পাবেন এখন ঐটা দিয়ে চেষ্টা করুন। আশা করি হয়ে যাবে।)




just enjoy....!!!! যদি কোন সমস্যা হয়।

No comments:

Post a Comment

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...