Wednesday, July 17, 2013

সামস্যাং ওয়াইফাই প্রিন্টার

স্মার্টফোন, কিংবা ট্যাবলেটসহ সবধরনের পিসি থেকে তাৎক্ষণিক ছাপা সুবিধার মিনি প্রিন্টার দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। স্যামসাং এমএল২১৬৫ডব্লিউ মডেলের এই প্রিন্টার সবচেয়ে ছোট ওয়াইফাই প্রিন্টার। দেখতে প্রায় টোস্টারের মত কিন্তু চিন্তার কিছু নেই এটি টোস্টারের মত আগুন গরম হয়ে যায় না।
sam1
যাই হোক, আসুন দেখি এই প্রিন্টারের কিছু ফিচার:
  • প্রসেসর: ৩০০ মেগাহার্জ
  • মেমরী: ৩২ মেগাবাইট
  • মাসিক ডিউটি সাইকেল: ১০ হাজার পৃষ্ঠা
  • ডিসপ্লে: ২টি এলইডি স্ট্যাটাস ডিসপ্লে
  • যা প্রিন্ট করা সম্ভব: এ৪, এ৫, লিগ্যাল, এক্সিকিউটিভ, এনভেলাপ আকারের পেপার (প্লেন, মোটা, অ্যাম্বুশ), কালার পেপার
  • প্রথম পৃষ্ঠা প্রিন্ট হতে সময় লাগে: সর্বোচ্চ ৮.৫ সেকেন্ড
  • অপারেটিং সিস্টেম সাপোর্ট: উইন্ডোজ, লিনাক্স, ম্যাক
  • ওজন: ৪ কেজি
  • মূল্য: ৯,৫০০ টাকা
ভাল দিক:
  1. দেখতে বেশ চমৎকার
  2. সহজে বহনযোগ্য
  3. ওয়াইফাই এর মাধ্যমে প্রিন্ট করা যায়
  4. উচ্চমানের টেক্সট ও গ্রাফিক্সের কাজে ব্যবহার করা সম্ভব
  5. প্রিন্ট আউট অনেক দ্রুত
sam2
খারাপ দিক:
  1. প্রিন্টারের প্রিন্টিং খরচ তুলনামূলকভাবে বেশী
  2. কভার পেপার ট্রে নেই
  3. মোবাইল ফোন থেকে প্রিন্ট হতে সময় বেশী লাগে

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...