Wednesday, July 17, 2013

টাচস্ক্রীন কি? কোনটিই বা ভালো? ক্যাপাসিটিভ না রেসিসটিভ?

টাচস্ক্রীন ডিসপ্লে সম্পর্কে খাঁটি বাংলায় বলতে গেলে, এটি এমন একটি ডিভাইস যা স্পর্শের প্রতি সংবেদনশীল। অর্থাৎ স্পর্শের মাধ্যমেই যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। বর্তমানে মোবাইল ফোন গুলোতে দুই ধরনের টাচ স্ক্রীন ডিসপ্লে দেখা যায়। ক্যাপাসিটিভ টাচস্ক্রীন ডিসপ্লে এবং রেসিসটিভ টাচস্ক্রীন ডিসপ্লে।
touchscreen
রেসিসটিভ টাচস্ক্রীন ডিসপ্লে হচ্ছে কতগুলো পাতলা লেয়ার এর সংমিশ্রণ। লেয়ার গুলোর মাঝে খুবই সামান্য পরিমাণ ফাঁকা জায়গা থাকে। যখন ডিসপ্লেতে আঙ্গুল বা পেন এর সাহায্যে চাপ প্রয়োগ করা হয় তখন বিভিন্ন লেয়ার গুলো পরস্পরের সন্নিকটে আসে এবং বর্তনী পূরণ করে, এজন্য রেসিসটিভ টাচস্ক্রীন ডিসপ্লেতে ক্যাপাসিটিভ টাচস্ক্রীনের তুলনায় অনেক বেশি চাপ প্রয়োগ করতে হয়।
উদাহরণঃ নোকিয়া আশা ৩০৫, স্যামসাঙ SGH-i900, এইসটিসি টাচ ডায়মন্ড।
অন্যদিকে ক্যাপাসিটিভ টাচস্ক্রীন মানব দেহের ইলেক্ট্রিক প্রোপার্টিস এর উপর ভিত্তি করে তৈরি। এর ফলে ডিসপ্লের কোথায় এবং কখন টাচ করা হচ্ছে তা আপনার ডিভাইসটি খুব সহজেই বুঝতে পারে। তাই অতি হালকা টাচ এর মাধ্যমে, খুব স্বাচ্ছন্দ্যেই এ ধরনের ডিভাইসকে নিয়ন্ত্রণ করা যায়। তাছাড়া এসব ডিভাইস পেন টাচ সমর্থন করেনা। এমনকি দস্তানা পরিহিত হাত দিয়েও এদেরকে নিয়ন্ত্রণ করা যায়না। ফলে অসতর্ক বা পকেটে থাকা অবস্থায় টাচ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই।
উদাহরণঃ আইফোন ফাইভ, নোকিয়া লুমিয়া, এক্সপেরিয়া পি ইত্যাদি।

source

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...