আপডেট আপডেট আপডেট… এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এ আলোচিত একটা কথা।
আপনি যদি নেক্সাস এর ডিভাইস ইউজ না করে থাকেন তাহলে যেকোনো ডিভাইসই ইউজ
করেন না কেন এন্ড্রয়েড এর অফিশিয়াল আপডেট পেতে আপনার একটু দেরি হবেই। আর
এটা নিয়ে আমাদের কোম্পানি গুলোর পাল্লা। এন্ড্রয়েড এর বর্তমান মার্কেট এ
আছে Samsung HTC আর Sony যারা সবচেয়ে বেশি পপুলার এবং হাই রেঞ্জ এর
ডিভাইস গুলো তারাই প্রভাইড করছে এন্ড্রয়েড এর। সম্প্রতি তিনটি কোম্পানিই
বাজারে এই বছর কয়েকটি ডিভাইস এনেছে। তবে এখন কথা হল আপডেট নিয়ে… সবার
ডিভাইস কি আপডেট পেয়েছে? অথবা কবে পাবে? আর এই নিয়ে আজ আমাদের কম্পেরিজন।
না দেখলে অনেক কিছুই আপনার অজানা থেকে যাবে আমি মনে করি।
আমরা নিচে শুধু মাত্র অফিশিয়াল অপারেটিং সিস্টেম এর আপডেট নিয়ে তুলনা করেছি। কাস্টম রম,কাস্টম ফার্মওয়্যার অথবা কোন প্রকার কাস্টমাইজেশন এর তুলনা করা হয় নি। কারন কাস্টম করে আপনি অনেক লো রেঞ্জ ডিভাইস এ ও নতুন ভার্সন ইউজ করতে পারবেন। যাই হোক… চলুন দেখি…
উপরে লিস্ট এ আমরা দেখলাম কমবেশি সব কোম্পানির ডিভাইসই নতুন ভার্সন এ আপডেট পাচ্ছে। কেউ একটু আগে কেউ হয়তো একটু পরে। কাকে কিং বানানো যায় এটা বলাটা একটু কষ্টকর। তবে এখানে বলে রাখা ভালো যে Samsung ও HTC তাদের এক বছর আগের ডিভাইস এ ও নতুন আপডেট দিচ্ছে অফিশিয়ালি। তবে সনি কিন্তু তা করতেছে না। তারা আগের ডিভাইস গুলো এক রকম বাদ দিয়ে নতুনের দিকে ঝুকে যাচ্ছে। যাই হোক… একটু উপরের চার্ট এ দেখুন ও ভাবুন… আমার মতে Samsung এ হতে পারে আপডেট কিং এবং আপ টু ডেট… এছাড়াও আপনার মতামত জানাতে পারেন।
আমরা নিচে শুধু মাত্র অফিশিয়াল অপারেটিং সিস্টেম এর আপডেট নিয়ে তুলনা করেছি। কাস্টম রম,কাস্টম ফার্মওয়্যার অথবা কোন প্রকার কাস্টমাইজেশন এর তুলনা করা হয় নি। কারন কাস্টম করে আপনি অনেক লো রেঞ্জ ডিভাইস এ ও নতুন ভার্সন ইউজ করতে পারবেন। যাই হোক… চলুন দেখি…
MODEL | RELEASE | SUPPLIED WITH | UPDATES | CURRENT STATUS | NEXT UPDATE |
---|---|---|---|---|---|
Galaxy S4 | April 2013 | 4.2.2 | - | 4.2.2 | - |
Galaxy S3 | May 2012 | 4.0.4 | 1 | 4.1.1 (November 2012) | Planned |
Galaxy Note 2 | August 2012 | 4.1.1 | 1 | 4.1.2 (December 2012) | 4.2.2 (November 2013) |
HTC One | March 2013 | 4.1.2 | 1 | 4.2.2 (July 2013) | - |
HTC One X | April 2012 | 4.0.3 | 1 | 4.1.1 (July 2013) | 4.2.2 (August 2013) |
HTC One S | April 2012 | 4.0.3 | 2 | 4.1.1 (December 2012) | No updates pending |
Sony Xperia Z | February 2013 | 4.1.2 | 1 | 4.2.2 (July 2013) | - |
Sony Xperia T | September 2012 | 4.0.4 | 1 | 4.1.2 (February 2013) | ? |
Sony Xperia S | March 2012 | 2.3.7 | 2 | 4.1.2 (May/June 2013) | ? |
উপরে লিস্ট এ আমরা দেখলাম কমবেশি সব কোম্পানির ডিভাইসই নতুন ভার্সন এ আপডেট পাচ্ছে। কেউ একটু আগে কেউ হয়তো একটু পরে। কাকে কিং বানানো যায় এটা বলাটা একটু কষ্টকর। তবে এখানে বলে রাখা ভালো যে Samsung ও HTC তাদের এক বছর আগের ডিভাইস এ ও নতুন আপডেট দিচ্ছে অফিশিয়ালি। তবে সনি কিন্তু তা করতেছে না। তারা আগের ডিভাইস গুলো এক রকম বাদ দিয়ে নতুনের দিকে ঝুকে যাচ্ছে। যাই হোক… একটু উপরের চার্ট এ দেখুন ও ভাবুন… আমার মতে Samsung এ হতে পারে আপডেট কিং এবং আপ টু ডেট… এছাড়াও আপনার মতামত জানাতে পারেন।
No comments:
Post a Comment