Saturday, August 3, 2013

এ্যান্ড্রয়েডের জন্য খুবই প্রয়োজনীয় একটি সিস্টেম এ্যাপ !!


ক্লিন মাষ্টার এক ধরনের ক্লিনার যাতে একের ভিতর সব ক্লিনিং এ্যাপ কেইচ, অব্যবহৃত ফাইল, রিসিডিউল ফাইল, সার্চ হিস্টোরি ডিলিট এবং আন-ইনস্টলিং সুবিধাও রয়েছে এ্যাপসটিতে । এই এ্যাপস্ এর মাধ্যমে আপনি চলন্ত এ্যাপগুলো কিল করে অর্থাৎ চলন্ত এ্যাপগুলো বন্ধ করে র‌্যামের গতি বাড়ানো সম্ভব এমনকি ব্যাটারির চার্জও বাচাঁয় এটি । এতে যা যা সুবিধা আছে :-
  • ১. হিস্টোরি ইরেজার, ক্নিন কেইচ, ক্লিন রিসিডিউল ফাইল
  • ২. প্রাইভেসি প্রোটেকশন, ক্লিন সিলেক্টেড মেসেজ, ক্লিন সিলেক্টেড কল লগস, ক্লিন গুগল সার্চ হিস্টোরি, ক্লিয়ার ক্লিপবোর্ড ডেটা
  • ৩. টাস্ক কিলার
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। ধন্যবাদ!

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...