Saturday, August 3, 2013

আরো সহজে ল্যাপটপকে ওয়াইফাই হিসেবে ব্যবহার করুন !!


ল্যাপটপকে ওয়াইফাই হিসেবে ব্যবহার করেছেন আপনাদের অনেকেই। কিন্তু যে সফটওয়্যারটি ব্যবহার করে েএই কাজটি করা হয়, সেটি যদি  আরো আধুনিক হয় বা উন্নত মানের হয় তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ, ‘কানেক্টিফাই 5’ (Connectify 5) নামের ওই সফটওয়্যারটিকে আরো আধুনিকভাবে তৈরী করা হয়েছে। সফটওয়্যারটি ব্যবহার করে নিম্নের সুবিধাগুলো পাবেন:-
  • নতুন ড্রাইভার: স্থায়িত্ব বাড়ানোর জন্যে এতে নতুন একটি ড্রাইভার ইনস্টল করা হয়েছে এমনকি এটি উইন্ডোজ 8- এও ভালোভাবে কাজ করে।
  • নতুন টিউটোরিয়াল: হেল্প মেন্যুতে নতুন টিউটোরিয়াল যোগ করা হয়েছে যাতে করে আপনি সহজেই হটস্পট সেটিং করতে পারবেন।

  • এটি স্বয়ংক্রিয়ভাবে রিকোমেন্ডেড ‘ইন্টারনেট টু শেয়ার’ সেট করা থাকে, যদি আপনি পূর্বেথেকে কোন ডিভাইস সিলেক্ট করে না থাকেন।

  • ‘ইন্টারনেট টু শেয়ার’ লিষ্টে ওয়ারলেস এসএসআইডির পাশাপাশি এ্যাডাপ্টারের নামগুলোও দেখায়।


No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...