তাইওয়ানের স্মার্টফোন এবং ট্যাবলেট নির্মাতা এইচটিসি সম্প্রতি আইবিএম-এর
সাথে অংশীদারিত্বের চুক্তিতে এসেছে। ধারণা করা হয়েছে এর ফলে এই ফোন
নির্মাতা প্রতিষ্ঠানটি খুব শীঘ্রই এন্টারপ্রাইজ দুনিয়ার দিকপাল হতে চলেছে।
এইচটিসি'র আন্তর্জাতিক এন্টারপ্রাইজ এবং পরিসেবার নির্বাহী পরিচালক ডেভিড
জ্যাগার জানিয়েছেন তাইওয়ানের প্রতিষ্ঠানটি সাম্প্রতিক সময়ে এন্টারপ্রাইজ
লক্ষ্য করে তাদের কার্যক্রম পরিচালনা করা শুরু করেছে।
আইবিএম-এর লোটাস্ফিয়ার ২০১২
অনুষ্ঠানে আইবিএমের নিজস্ব ব্যবসায়িক অ্যাপ্লিকেশনগুলোর পরীক্ষামূলক
প্রদর্শন করা হয়েছে এইচটিসির হার্ডওয়্যার ব্যবহার করে। ডেভিড জ্যাগার বলেন,
'আমরা সবাই যেভাবে অগ্রসর হচ্ছি তার ফলে খুব শীঘ্রই ১০০ মিলিয়ন ডিভাইসের
সংখ্যাকে ছাড়িয়ে যাবো। এন্টারপ্রাইজ পার্টনার হিসেবে আইবিএমের নাম
স্বর্ণমান। আমরা নিশ্চিত করতে চাই আইবিএম যখন অ্যানড্রয়েড অথবা ট্যাবলেট
নিয়ে কথা বলবে তখন সেখানে এইচটিসি'র নাম চলে আসে।"
এইচটিসি এবং আইবিএম একত্রিত হয়ে আইবিএমের ব্যবসায়িক সফটওয়্যারগুলোর উন্নয়নে কাজ করছে। আইবিএম পাশে থাকলে এইচটিসি তাদের লক্ষ্য আরো প্রসারিত করতে পারবে বিশেষ করে এন্টারপ্রাইজগুলো তাদের অ্যাপ্লিকেশনগুলো এইচটিসির তৈরি ট্যাবলেটগুলোকে নির্দিষ্ট করে ডিজাইন করতে সক্ষম হবে।
এই মুহূর্তে এইচটিসির প্রায় ৩৫টি অ্যাপ্লিকেশন রয়েছে যা তারা এন্টারপ্রাইজ গ্রাহকদেরকে লক্ষ্য করে তৈরি করেছে।
এইচটিসি এবং আইবিএম একত্রিত হয়ে আইবিএমের ব্যবসায়িক সফটওয়্যারগুলোর উন্নয়নে কাজ করছে। আইবিএম পাশে থাকলে এইচটিসি তাদের লক্ষ্য আরো প্রসারিত করতে পারবে বিশেষ করে এন্টারপ্রাইজগুলো তাদের অ্যাপ্লিকেশনগুলো এইচটিসির তৈরি ট্যাবলেটগুলোকে নির্দিষ্ট করে ডিজাইন করতে সক্ষম হবে।
এই মুহূর্তে এইচটিসির প্রায় ৩৫টি অ্যাপ্লিকেশন রয়েছে যা তারা এন্টারপ্রাইজ গ্রাহকদেরকে লক্ষ্য করে তৈরি করেছে।
No comments:
Post a Comment