Monday, June 24, 2013

আইফোন দিয়ে কন্ট্রোল করুন আপনার ল্যাপটপ !!! আইফোনকে বানিয়ে ফেলুন Wairless Touchpad !

 আমরা অনেকেই আইফোন ব্যাবহার করি শুধুমাত্র কথা বলা আর সামান্য কিছু ডিফল্ট apps ব্যবহার করে। কিন্তু আইফোনের জন্য অনেক সুন্দর কিছু apps আছে।যা দিয়ে আপনার আইফোনকে আপনি বিভিন্ন কাজে লাগাতে পারবেন।কখনো কখনো হয়ত আপনার ইচ্ছা হয় যে ইস এমন যদি হত যে আমার আইফোনটা দিয়ে পিসি কন্ট্রোল করা যেত তাহলে দারুন হত। হয়ত এতে wirless keyboard & mouse কেনার টাকাটাও বেচে যেত। যাই হোক আজ আমি দেখাবো যে কিভাবে আইফোন দিয়ে ল্যাপটপ কন্ট্রোল করা যায়।এটা আসলে করা হয় wifi দিয়ে।সফটওয়্যার টির নাম Remote mouse.সফটওয়্যারটি free পাবেন www.remotemouse.net এই ঠিকানায়।

যা যা লাগবে-
১.Iphone 3gs,4s,5 .
২. Any wifi enable Laptop.
এখন আমি ধাপে ধাপে সমস্ত প্রক্রিয়াটি সম্পর্কে বলবো-
১.প্রথমে আপনার পিসিতে Software টি Download করে নিন এখান থেকে।
২.software টি install করুন।
৩.software টি পিসিতে  Run  করুন।তাহলে computer এর task manager এ green colour এর (বামে কোনায়)একটি আইকোন দেখতে পাবেন।

৪.এবার আইকনটির উপর mouse এর right button এ click করে show ip address এ click করে ip address টি show করে রাখুন। এটি একটু পরেই কাজে লাগবে।

৫.এরপর আপনার আইফোন এর apple store থেকে Remote mouse  নামক Software টি free তে Download করে Install করে নিন।
৬.আপনার সেটের wifi enable করে নিন।
৭.Iphone এ software টি run করুন।

৮.ip নামক button এ click করুন এবং পিসি তে প্রদর্শিত ip address টি দেখে এথানেও অনুরুপ ip address টি সেট করুণ।এবার ip টিতে click করুন।ব্রাস হয়ে গেল আপনার wirless touchpad device.(এখানে একটি বিষয় খেয়াল রাখবেন যে যদি প্রথম Ip টি কাজ না করে তবে পিসি এর show ip address এ ok করুন তাহলে আরেকটি Ip পাবেন এখন ঐটা দিয়ে চেষ্টা করুন। আশা করি হয়ে যাবে।)




just enjoy....!!!! যদি কোন সমস্যা হয়।

আইফোন এ ব্লুটুথ শেয়ারিং!!! ব্লুটুথ এর মাধ্যমে শেয়ার করুন ফাইল

বিঃদ্রঃ অবশ্যই আপনার আইফোন jailbreak করতে হবে এবং এটি সুধুমাত্র IOS 5.1.1 বা তার নিচের ভার্সন এর ক্ষেত্রে প্রযোজ্য। (IOS 6 not supported)
১/ cydia source এ অ্যাড করুন http://iphone.gsm.vn
২/ এরপর সার্চ করুন airblue shearing লিখে।
৩/ airblue shearing সফটওয়্যারটি ইন্সটল করুন।
৪/ সেটিং এ যেয়ে activation setting ঠিক করে নিন। এর জন্য আপনার ফোনে activator সফটওয়্যার ইন্সটল থাকতে হবে।জদি না ইন্সটল করা থাকে তাহলে cydia তে activator লিখে সার্চ দিলেই পেয়ে জাবেন।
৫/ ব্যাস! এখন আপনি চাইলেই অন্য যেকোনো মোবাইল এর শাথে ফাইল আদান-প্রদান করতে পারবেন।
সমস্যা ও সমাধানঃ
  • এই সফটওয়্যার দিয়ে আপনি ছবি সেন্ড করতে পারবেন।অন্য অন্য ফাইল সেন্ড করার জন্য iFile সফটওয়্যারটি ইন্সটল করতে হবে যা আপনি cydia তে পাবেন।
  • যদি সেন্ড হয় কিন্তু রিছিভ এর ক্ষেত্রে সমস্যা হয় তাইলে airblue stack downgrade করতে হবে। http://www.mediafire.com/?oc0toiir4ei6qu7 এই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার পিসি তে diskaid সফটওয়্যার এর সাহায্যে আপনার আইফোন এর যেকোনো ফোল্ডার এ পেস্ট করুন এবং iFile দিয়ে সফটওয়্যারটি ইন্সটল করে নিন।

নকিয়া মোবাইলের সিকিউরিটি কোড ভেংগে ফেলূন

পাসওয়ার্ড ভুলে যাওয়া যে কোন মানুষের একটি সহজাত বৈশিষ্ট্য। কিন্তু ব্যাপারটা মোবাইলের ক্ষেত্রে ঘটলে একটু বেশি বিপত্তিই দেখা দেয়। কারণ কম্পিউটার এর থেকে মোবাইলের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। অনেকে সিকিউরিটির কথা ভেবে মোবাইলের সিকিউরিটি কোড পরিবর্তন করে রাখে। কিন্তু সেই কোডটি ভুলে গেলে দেখা দেয় বিপত্তি। আর সেই কোড ভাঙ্গতে আমরা চলে যাই মোবাইল সার্ভিসিং এর দোকানে আর বাধ্য হয়েই তাদের চাহিদামত পেমেন্ট করতে হয়।

আর এই সমস্যা থেকে আপনাকে খানিকটা মুক্তি দেওয়ার জন্য আজ আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার নকিয়া মোবাইলের সিকিউরিটি কোড ভাঙ্গার জন্য মাস্টার কোড পেতে পারেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-

১। প্রথমে আপনার মোবাইলের (*#06# চেপে ) IMEI কোডটি কোথাও/নোটপ্যাডে লিখে রাখুন।

২। এরপর এই লিঙ্কে চলে যান।

৩। এরপর নিচের ছবিতে নির্দেশিত বক্সে সেই ইএমইআই কোডটি প্রবেশ করান।

gh1

৪। তারপর I’m legal owner of the phone with that IMEI লেখার পাশের টিক চিহ্নটি দিয়ে দিন।

৫। এবার Generate বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলের জন্য মাস্টার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যা দিয়ে আপনি আপনার সিকিউরিটি কোডটি ভাঙ্গতে পারবেন

দেশি অ্যান্ড্রয়েড ব্র্যান্ডগুলো ১০০% এর চেয়েও বেশি কমদামেই নয় বরং ভালই বলব।

দেশি ব্র্যান্ডগুলো বিদেশী ব্র্যান্ড এর অ্যান্ড্রয়েড গুলোর সাথে ভালোই প্রতিযোগিতা করছে। আমাদের আরেকটু সমালোচনা, পাশাপাশি দেশি ব্র্যান্ডগুলো সাদরে গ্রহণ করে নিলে খুব দ্রুতই আমাদের ব্র্যান্ড গুলো আন্তর্জাতিক বাজারে অবস্থান নিতে পারবে।

আসুন দেশটাকে আরেকটু বেশি ভালোবাসি। আমাদের প্রয়োজন গুলো যতটুকূ সম্ভব দেশীয় পন্য দিয়ে মেটানোর চেষ্টা করি।

এখন আমরা চায়না থেকে রিব্র্যান্ডিং করে স্মার্টফোন নিয়ে আসছি, রিব্র্যান্ডিং করে আনার দিন হয়তো খুব বেশিদিন থাকবেনা। আমাদের SYMPHONY এবং WALTON , যাদের ফ্যাক্টরি করার সামর্থ্য আছে। বিশেষ করে WALTON ইতিমধ্যে এই খাতে বিনিয়োগের পথে অনেকটা এগিয়ে।

আমরা অনেকেই মনেকরি, চায়না রিব্র্যান্ডিং মানেই খারাপ, আসলে এটা সম্পূর্ন ভুল ধারনা। I phone, SONY Xperia, SAMSUNG GALAXY সব নামিদামি ব্র্যান্ড প্রস্তুত হয় চীনের বিভিন্ন ফ্যাক্টরিতে।

আমার চোখে দেশীয় স্মার্টফোনের মধ্যে কয়েকটি অত্যান্ত শক্তিশালী দিক ধরা পরেছে, যা শেয়ার করার জন্যেই আজ এই লেখা।

যেমন WALTON PRIMO F1 এবং SONY XPERIA J একই Configuration. কিন্তু Xperia J এর দাম 125% বেশি। ৯৯৯০ টাকা থেকে বেড়ে ২২৫০০ টাকা।

আসুন তুলনা মূলক বিশ্লেষন গুলো দেখি। নিম্নের ১০ টা ফিচারের ভিত্তিতে আমরা স্মার্টফোনের তুলনা মূলক বিশ্লেষন করে দেখতে পারি।

1. 3G

2. Minimum 1Ghz Processor.

3. Minimum 512 MB Ram.

4. Minimum 4GB Rom (internal build in memory)

5. GPU (Graphics processing Unit)

6. Front Facing Camera, supporting 3G and Skype video call.

7. Minimum 5MP Auto focus camera. support face detection, GEO tagging.

8. Accelerometer, Proximity sensor.

9. GPS.

10. WiFi.

উপরোক্ত ১০ টা ফিচারের ভিত্তিতে নিচে মূল্য সহ কয়েকটি স্মার্টফোনের তুলনা তুলে ধরা হলো। তারপর সিদ্ধান্ত আপনার, বেশী টাকায় Better Brand কিনবেন, নাকি কম টাকায় দেশিয় Brand-কে সমৃদ্ধ করবেন।

Note: Front Facing Camera-এর ক্ষেত্রে YES দেয়া হয়েছে যে Camera, 3G এবং Skype –এর মত ওয়েব বেজড ভিডিও কল সাপোর্ট করে।tech

Anti DeepFreeze - DeepFreeze ইন্সটল করে যারা ঝামেলায় পড়েছেন তাদের জন্য

মনে করি আপনার কম্পিউটারে Deep Freeze ইন্সটল করা হয়েছে । এখন আপনি Deep Freeze আনইন্সটল করবেন । প্রথমে আপনার Deep Freeze disable করতে হবে । এজন্য কীবোর্ড থেকে Shift কী চেপে ধরে tray স্ক্রীনে থাকা Deep Freeze আইকনে ডাবল ক্লিক করতে হবে অথবা CTRL+ALT+SHIFT+F6 কী একসাথে চেপে ধরুন । এখন আপনার পাসওয়ার্ড দিয়ে ok করুন । যদি পাসওয়ার্ড না থাকে তাহলে পাসওয়ার্ড ছাড়াই ok প্রেস করুন । আর যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এই ঠিকানায় গিয়ে Anti DeepFreeze সফটওয়্যারটি ডাউনলোড করুন । তারপর যে কোন একটি সফটওয়্যার (যেটা কাজ করে আরকি) ওপেন করে Open new process সিলেক্ট করে Start বাটনে ক্লিক করুন তারপর পাসওয়ার্ড ছাড়াই ok প্রেস করুন । তাহলে Boot Option এর ডায়লগ বক্স ওপেন হবে । এখানে Status on Next Boot থেকে Boot Thawed সিলেক্ট করুন । এখন OK প্রেস করুন তারপর Reboot (মানে Restart) করুন আপনার কম্পিউটার । তার মানে এখন আপনার কম্পিউটার Deep Freeze থেকে মুক্ত (Disable) হয়েছে ।
এখন যেই ফাইল থেকে Deep Freeze ইন্সটল করেছেন । সেই ফাইল ওপেন করেন , মানে “DF5Std.exe” 5 ভার্সন এর জন্য এবং “DF6Std.exe” 6 ভার্সন এর জন্য । এখন Next আসলে Next এ ক্লিক করুন , তারপর Uninstall আসলে Uninstall এ ক্লিক করুন । কতক্ষন ওয়েট করুন তারপর আপনার কম্পিউটার Restart হবে ( না Restart হলে আপনি করুন ) । তাহলেই সম্পূর্ণ ভাবে আপনার কম্পিউটার থেকে Deep Freeze আনইন্সটল হবে ।

এখন আপনি Deep Freeze uninstall করতে সফল হয়েছেন । মাসাআল্লাহ ।

Sunday, June 23, 2013

Deep Freeze সফটওয়্যার এবং এর পরিপূর্ন ব্যবহার সম্পর্কে জানুন


Deep Freeze একটি সফটওয়ার যেটা ইনস্টল করার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের যাবতীয় ফাইল পুনরায় আগের মত দেখতে পাবেন মানে কোন কিছুই পরিবর্তন হবে না । এর ফলে আমরা অনাকাঙ্খিত ভাইরাস থেকেও মুক্তি পাবেন ।




এর সুবিধাসমূহঃ

১ . ভাইরাস থেকে c ড্রাইভ সম্পূর্নভাবে নিরাপদ থাকবে । মানে সিস্টেম ফাইলগুলো ভাইরাস থেকে মুক্তি পাবে ।

২ . অন্য কেউ আপনার কম্পিউটারে অনাকাঙ্খিত ফাইল প্রবেশ বা ডিলেট করতে পারবে না ।

ইনস্টল করার পদ্ধতিঃ

প্রথমেই আপনাকে এখান Click This Link থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে হবে । তারপর আপনি এটি ইনস্টল করুন । এখানে যদি আপনি চান যে আপনার হার্ডডিস্কের সকল ড্রাইল এই সফটওয়ার এর অধীনে রাখবেন তাহলে সকল ড্রাইভ সিলেক্ট করাই থাকবে শুধু ইনস্টল করে নিন । সকল ড্রাইভ করলে আপনি অসুবিধায় পরতে পারেন মানে যখন আপনি কিছু কপি করে রাখবেন তা Restart কদেয়ার পরপরই চলে যাবে । তাই সবচেয়ে ভাল হয় আপনি শুধু C ড্রাইভটি ক্লিক করুন ।যাতে C ড্রাইভের অবান্চিত ফাইলগুলো পরে যায় । ইনস্টল হওয়ার পরপরই এটা সয়ংক্রিয়ভাবে Restart নিবে । পরে কম্পিউটার চালু হলে yes ক্লিক করুন । অথবা deep freeze এর ট্রাই আইকনে Shift চেপে ডাবল ক্লিক করুন এবং পাসওয়ার্ড দিন । যাতে অন্যকেউ তা আনইনস্টল করতে না পারে । ইনস্টল করা খুবই সহজ । সাধারন সফটওয়ার এর মতই এটি ইনস্টল করতে হবে ।


আনইনস্টল করার পদ্ধতিঃ

deep freeze সফটওয়ারটি যেহেতু Add or Remove অপশনে পাওয়া যায় না এবং স্টার্টআপ অপশনেও খুজে পাওয়া যাবে না। তাই এটি প্রথম আপনাকে ডিসেবল করতে হবে । এটি আনইনস্টল করতে হলে আপনাকে deep freeze এর ট্রাই আইকনে Shift চেপে ডাবল ক্লিক করতে হবে । এরপর আপনার দেয়া পাসওয়ার্ডটি দিন ।


Boot Thawed অপশনটি ক্লিক করে Restart দিন । এরপর আপনাকে deep freeze ইনস্টল করার সফটওয়ারটি ডাবলক্লিক করতে হবে । পরেই তা আনইনস্টল হওয়া শুরু করবে ।

এর সিরিয়াল নম্বর হলঃ
NKQ7KD4E-MTRZ4606-6NTTCAFX-Z4APSWN4-ZS65BM43

সুত্র:http://foysalsdiary.blogspot.com/2009/09/deep-freeze.html

Thursday, June 20, 2013

বঙ্গবন্ধুর ভাষণের অ্যাপস

১৯৭১ সালের সাতই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া ভাষণ নিয়ে তৈরি হয়েছে অ্যাপস। এর মাধ্যমে বাংলায় পুরো ভাষণ শোনা যাবে। অ্যাপসটি পাওয়া যাবে এই ঠিকানায়

একসাথে ৫০-১০০ বা তারও বেশী ছবি রিসাইজ করুন

ফটোশপ ৭ বা সি.এস দিয়ে এর সমাধান করতে পারেন। যা করতে হবে:
১। যে ফোল্ডার এর অরজিনাল ছবি আছে, তার সাথ রিসাইজ নামে আরেকটি ফোল্ডার তৈরি করুন।
২। ফটোশপ চালু করুন এবং view হতে action বা ALT+ F9 চাপুন।( যদি একশন প্যালেট চালু না থাকে।)

৩। এবার প্যালেট এর create new action baton ক্লিক করে name text box  এ resizepic টাইপ করে Record baton এ ক্লিক করুন।
৪। এবার file>open এ ক্লিক করে আপনার অরজিনাল ফটো ফোল্ডার হতে যে কোন একটি ফটো অপেন করুন।
৫। এবার image>image size এ ক্লিক করে, width 800 and height 600 type করুন। ok বাটনে ক্লিক করুন।

৬। এখন  file>save as এ ক্লিক করে format এর drop down baton এ ক্লিক করে JPEG(*.jpg,*.ipeg,*.jpe)সিলেক্ট করন এবং ফাইলের নাম পরিবতন না করে শুধুমাত্র আপনার resize folder লোকেশন নিধারন করে save baton এ ক্লিক করুন। JPEG OPTIONS এর Qulity box এ ৫ অথবা ৪ টাইপ করুন। এবার OK  বাটনে ক্লিক করুন।
৭। ফটো ফাইলটি বন্ধ করুন। একশন প্যালেট এর stop এ Cilck  করুন ।
৮। File>automate>batch এ ক্লিক করুন।

৯। এবার action dropdown হতে resizepic selet , অতপর source হতে Folder এবং choose এ ক্লিক করে আপনার অরজিনাল ফোল্ডার সিলেক্ট করে দিন। একইভাবে destination হতে Folder এবং choose এ ক্লিক করে আপনার Resize ফোল্ডার সিলেক্ট করে দিন। Ok বাটনে ক্লিক করুন।
১০। দেখুন আপনার অরজিনাল ফোল্ডার হতে ( হতে পারে আপনার অরজিনাল ফোল্ডার এ হাজার এর উপরে ছবি আছে, তাতে ও কোন সমস্যা নেই। ) অটোমেটিক একের পর এক করে Resize folder এ জমা হচ্ছে, আপনার নতুন সেটিং অনুযায়ী । এই প্রসেস চলাকালিন JPEG OPTIONS box আসলে OK  বাটনে ক্লিক করুন।

কম্পিউটার ছারা এনড্রয়েড রুট করব তাও আবার 30 সেকেন্ড। এটি কাজ করবে Android versions 1.5, 1.6, 2.0, 2.1, এবং 2.2.

কম্পিউটার ছারা এনড্রয়েড রুট করব তাও আবার 30 সেকেন্ড।
এটি কাজ করবে Android versions 1.5, 1.6, 2.0, 2.1, এবং 2.2.
ডাউনলোড করার পর ইনস্টল কর মোবাইলে
এখন ওপেন কর।
ছবি 1
Root 1 কম্পিউটার ছাড়া এনড্রয়েড রুট  করুন  30 সেকেন্ডে
নিচের মত দেখতে পাবে।
ছবি 2
Root 2 কম্পিউটার ছাড়া এনড্রয়েড রুট  করুন  30 সেকেন্ডে
Click super user for Android এবং choose কর
তোমার মোবাইল ভার্সন।
Root 3 কম্পিউটার ছাড়া এনড্রয়েড রুট  করুন  30 সেকেন্ডে
click root নিচের ছবির. মত দেখতে পাবে।
02Root 4 কম্পিউটার ছাড়া এনড্রয়েড রুট  করুন  30 সেকেন্ডে
change হবার. পর
নিচের ছবির. মত দেখবে।
Root 5 কম্পিউটার ছাড়া এনড্রয়েড রুট  করুন  30 সেকেন্ডে
ডাউনলোড কর এখান থেকে।
মিডিয়া ফায়ার লিঙ্ক উপলোড করা হল।
http://www.mediafire.com/?3y3m9pqj3evic2m
or
http://www.mediafire.com/?okhlr7glee9mlp7

যে এপসগুলো না থাকলে এনড্রয়েড ফোন ব্যাবহার করার কোন মানেই থাকেনা ডাউনলোড লিংক সহ


এনড্রয়েড কিনেছি মাত্র এক মাস, এখনও প্রায় কিছুই বুঝে উঠতে পারিনি। তবে যে জন্য কিনেছি , এপস, সেটার ব্যাবহার কিছুটা হলেও শিখেছি। তার মধ্যে আছে জরুরী কিছু এপস, যা এনড্রয়েড ব্যাবহার করতে গেলে লাগবেই। ব্লগে এনড্রয়েড এক্সপার্ট অনেকেই আছেন আবার অনেকে আছেন যারা প্রায় কিছুই জানেনা। আপাতত যে এপস গুলো ইউজ করছি সেগুলো শেয়ার করলাম, আশা করছি অনেকেরই কাজে লাগবে।

ব্রাউজার:



ফায়ারফক্স: নেট ব্যাহবহারকারীদের জন্য ফায়ারফক্স খুবই প্রযোজনীয় একটা ব্রাউজার। এনড্রয়েডেও এটার মজা কম পাবেন না বলেই আশা করি।
ডাউনলোড: Click This Link.



অপেরা : মোবাইলে যারা নেট ব্যাবহার করেন তাদেরকে নতুন করে বলার কিছুই নাই। এনড্রয়েডেও যথেষ্ট ভালো একটা ব্রাউজার অপেরা।
ডাউনলোড: Click This Link.

এন্টিভাইরাস:



avast! Mobile Security: পিসিতে মাইক্রোসফট ইন্টারনেট সিকিউরিটি ব্যাবহার করলেও মোবাইলে এটা ব্যাবহারের তেমন সুযোগ নাই। সেক্ষেত্রে avast! Mobile Security আমার কাছে সেরা মনে হয়েছে।

ডাউনলোড: Click This Link.

ফ্লাশ প্লেয়ার:



ভিডিও স্মুথলি দেখতে হলে ফ্লাশ প্লেয়ার তো লাগবেই। এনড্রয়েডের জন্য বেশ ভালো একটা ফ্লাশ প্লেয়ার Smart SWF Player- Flash Viewer।
ডাউনলোড লিংক: Click This Link.

এবার কিছু দরকারি এপস এ আসা যাক। প্রথমেই চলে আসি অফিস টুলসে।



Kingsoft Office: এটার মাধ্যমে ওয়ার্ড, স্পেয়ার্ডশীট, পিডিএফ এবং পাওয়ার পয়েন্ট পড়তে এবং তৈরি করতে পারবেন।
ডাউনলোড: Click This Link



PolarisViewer: আমার সবচেয়ে পছন্দের ইবুক রিডার। ইবুক যতদূর পড়ে বন্ধ করবেন, পরে ওপেন করলে আবার সেই পেজ থেকেই শুরু হবে।
ডাউনলোড: Click This Link.

Expense Manager: প্রতিদিনের যত টাকা পয়সার লেনদেন-হিসাবনিকাশ সব কিছু এই এপস এর মাধ্যমে করতে পারবেন। দুইটা এপস এর লিংক দিলাম, যেটা পছন্দ হয় ব্যাবহার করবেন।



ডাউনলোড:
১) Expense Manager : Click This Link


২) EasyMoney - Expense Manager:
Click This Link.



Advanced Task Killer: আপনার এনড্রয়েড সেটটি প্রতি মূহুর্তেই কিছু এপস অটো চালু হয়ে বসে থাকে যা আপনার সেটকে স্লো এবং গরম করে ফেলে। ব্যাটারীও অনেক বেশী খরচ হয়। সেক্ষেত্রে এটা একটা জরুরী সফট হতে পারে।
ডাউনলোড: Click This Link.

এবার একটু বিনোদন সাইডে আসা যাক। মোবাইলে ওয়ালপেপার তো সবাই ব্যাবহার করেন কন্তু কখনও কি লাইভ ওয়ালপেপার ব্যাবহার করেছেন? লাইভ ওয়ালপেপার এর বৈশিষ্ট হলো:
১)আপনার মোবাইলের সৌন্দর্য বহুগুনে বৃদ্ধি করবে।
২) ওয়ালপেপার টা অবশ্যই রানিং হবে অর্থাৎ: একুইরিয়ামে মাছ ভেসে বেড়াচ্ছে, আপনি পানিতে হালকা আঙ্গুল দিয়ে নাড়া দিলেন, মাছগুলো ভয়ে পালিয়ে গেল অথবা একটা পার্কে গাছ থেকে পাতা ঝরে পড়ছে, পার্কের পাশে হ্রদে পানতে ঢেউ খেলে যাচ্ছে অথবা একটা গ্যালাক্সির ওয়ালপেপার পৃথিবীটা ঘুরছে , তারা পাশ থেকে ছুটে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি.........
৩) এটা সব লাইভ ওয়ালপেপারে থাকে না তবে বেশীর ভাগেই পাবেন। ঐ পার্কের ওয়ালপেপারটার কথাই ধরা যাক। ভোরে দেখা যাবে হালকা আলোর আভাস, দুপুরে দেখা যাবে গনগনে সূর্য উঠেছে, বিকেলে মিষ্টি লাল একটা সূর্য, রাতের আকাশে চাঁদ আর আকাশ ভরা তারা। সেটিংস দিয়ে রাখলে এভাবে দিনের পরিবর্তনের সাথে ওয়ালপেপারের পরিবেশও পরিবর্তন হবে।

কিছু লাইভ ওয়ালপেপারের লিংক :



১) Koi Live Wallpaper : http://www.mediafire.com/?6i09sx8hhf63zj3



২) Earth HD : Click This Link


৩) Season Zen HD: http://www.mediafire.com/?dagdmllw41edh1u



৪) My Beach HD:
http://www.mediafire.com/?5v898b1i8nnqbl5



৫) The Avengers Live Wallpaper : Click This Link



৬) Amazing Spider-Man 3D Live: Click This Link.

সামান্য গেমস নিয়েও আলুচুনা করা যাক। মাত্র ২টা গেমের লিংক দেবো। এনড্রযেড জগতের খুব নামকরা গেম। খেলে দেখুন, মজা পাবেন ১০০ % ।



১) Fruit Ninja
: Click This Link.



২) Temple Run :
Click This Link.

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...