Tuesday, July 31, 2012

How to Install Android Apps to the SD Card by Default & Move Almost Any App to the SD Card


image
Android apps install to the internal storage by default, but you can also set the SD card as your default install location. This trick allows you to move almost any app to the SD card – no root access required.
This tweak requires Android 2.2 or later. To change the default install location, you’ll need to use the ADB, or Android Debug Bridge, utility included with Google’s Android SDK.

Enable USB Debugging

First, you’ll need to enable USB debugging on your Android device. Open the Settings screen, tap Applications, and select Development.

Tap the USB Debugging checkbox to enable it. This will enable debug mode, allowing you to change the settings on your Android device from your computer. You may want to disable debug mode after completing this process.

Install the Android SDK

You’ll need to download and install Google’s Android SDK on your computer. If you don’t already have Oracle’s Java JDK installed on your computer, you’ll have to download and install it before installing the Android SDK.
After you’ve installed both the JDK and Android SDK, launch the SDK Manager from your Start menu.

The ADB utility isn’t installed by default. It’s included in the Android SDK Platform-tools package – select this package and click the Install button to download and install it.

After the process completes, connect your Android device to your computer with its included USB cable. Windows should locate the device and install the appropriate drivers automatically. If it doesn’t, you may have to download and install the appropriate drivers from your Android device’s manufacturer. Do not mount the device after connecting it – just plug it in.

Using ADB

Open a Windows Explorer window and navigate to the android-sdk\platform-tools folder. On Windows, you’ll find this folder at C:\Program Files (x86)\Android\android-sdk\platform-tools by default. Check C:\Program Files\Android\android-sdk\platform-tools if you’re using a 32-bit version of Windows.

Launch a Command Prompt window in this folder by pressing and holding the Shift button, right-clicking in the folder, and selecting Open command window here.

Run the adb devices command and you should see your connected Android device.

Run the following command to set the default install location to your SD card:
adb shell pm setInstallLocation 2

If you want to revert this change later and install apps to the internal storage by default, run this command:
adb shell pm setInstallLocation 0
0 represents your device’s internal storage, and is the default. 2 represents the external storage, whether it’s an SD card or USB storage.

Moving Apps to SD Card

Apps that refused to leave your system storage can now be moved to the external storage. For instance, below you’ll see screenshots of the Slacker Radio app. Before the change was made, the Move to USB Storage button was grayed out. After the change was made, the button is enabled and the app can be moved.

To move an app to the SD card, open the Settings screen, tap Applications, and select Manage Applications. Select the app you want to move and tap the Move button on its details screen.

A Warning

Some apps shouldn’t be installed to your SD card and should remain installed on the internal storage. The external storage is unavailable when your Android device is mounted on your computer, so apps that remain running all the time should be left on your internal storage. Widgets, launchers, animated wallpapers, and anything you want to use while your Android’s SD card is mounted on your computer should be left on the internal storage.

How to Install Siri on iOS 5.1.1 for iPhone 4 / 3GS, iPod [Download]

The developers of the project SiriPort, whose goal is to transfer the voice assistant Siri on the iPhone 4, 3GS, iPod touch and iPad, released an update for iOS 5.1.1. compatibility.
The package is called Siriport for iOS 5.1 — available for free download in Cydia. This tweak allows you to get Siri on your iPhone 4 / 3GS, iPod touch and iPad on the iOS 5.1.1 firmware.
The package is designed for devices that are running iOS 5.1.1 firmware, installation guide on the Siri for iOS 5.0.1 is available here. In addition to the issue of compatibility updates, the developers have made several bux fixes and changes to the proxy server for voice requests, to work faster and more stable.

List of supported devices:

  • iPhone 4 (GSM / CDMA)
  • iPod touch 4G
  • iPhone 3GS
  • iPad 1
Install Siri on iOS 5.1.1 iPhone 4 3gs
iPhone 4 Siri iPod touch on iOS 5.1.1

How to install Siri on iPhone 4 / 3GS / iPod touch and iPad running iOS 5.1.1 firmware:

  • Step 1: Jailbreak your device. To Jailbreak iOS 5.1.1 untethered you can use Absinthe, or Sn0wbreeze 2.9.4.
  • Step 2: Open Cydia and add the following repository: http://repo.siriport.ru
  • How to install siri on iOS 5.1.1
    Install Sisiport iOS 5.1.1
  • Step 3: Install Siriport.
  • install siri on iphone 4 ios 5.1.1
    Install Siriport from Cydia on iOS 5.1.1
  • Step 4: Reboot your iOS 5.1.1 device.
  • Step 5: Open your mobile Safari and click on this link http://siriport.ru/siriport_ru_original.pem.

Best Download Managers for Android 2012 Plug N Play Exclusive

Best Download Managers for Android
Almost a year ago we published a list of our favorite download managers for Android, and it was pretty great for that time. But now after a year, there are a bunch of new download managers in the Android Market with cool new features. So here we’re with our new (or say updated) list of best download managers for Android.
Having a good download manager on your Android phone is always helpful when you’re not near your computer. Because at times when you’ve to download a file that’s big or in some cases not supported by the phone’s browsers, a download manager comes handy. Also the new download managers ─ that I’ve added in this new list ─ have advanced features which gives boost in download speeds by breaking files into multiple parts (like IDM).
A stand alone download manager for your Android phone also gives you more flexibility in downloading files. You can pause/resume downloads which is very helpful in downloading big files. It’s also helpful when your connection breaks and download stops, as links that supports resuming would reconnect with the help of a download manager and continue downloading the file from where your phone stopped it because of break in connection.
I’ve also included a bonus app in the end of the list. The app would help you to refresh your network connection, because you know, sometimes when you’re downloading a file and your phone’s network connection breaks ─ Bam! your download breaks. That sucks, I know. So use that little app given in the end of the list below to refresh your weak 2G/3G connection.
I’ve tried my best to pick the best of various download managers available in the Android market, but if you know of any other great download manager that’s not in the list below, then please let me know by leaving a comment on this post. Enjoy!

1. Premium Downloader


A fully automated download manager for Android with support for premium accounts of the following sites ─ Filesonic, Wupload, Megaupload, Fileserve and Hotfile. Other app features include ─ multiple downloads, fully automated Queue, Pause / Resume downloads, support for downloading large files, adding multiple links simultaneously from the clipboard and Premium Accounts manager.
Install Premium Downloader

2. Turbo Downloader


Turbo Downloader is pretty cool too. It makes use of multiple connections to download files to your phone, and thus helps in accelerating download speeds a little. The app is free and paid both. And the paid version includes the following features ─ Pause/Resume, Multiple Parallel downloads, Queue File Downloads, Up to 10 connections per download, Mini web browser, Detect/List all url links in a page, Detect/List all forms/captchas in a page, HTTPS/Auth support, Download history and Bookmarks.
Install Turbo Downloader

3. Download Manager for Android


Like Turbo Downloader this app also breaks the download in multiple parts to accelerate download speeds. The app has bunch of other features too. Checkout the installation link for more info.
Install Download Manager for Android

4. XWind Downloader


XWind Downloader is free. It has a buit-in file manager and ftp server logger. It runs in background and pops-up whenever a user clicks on a downloadable link in the browser. And for links that require login, users can fill the login info in the pop-up window.
Install XWind Downloader

5. FasterDownloads Demo


Another great download manager. Give it a whirl too..
Install FasterDownloads Demo

6. Rapid Downloader


Rapid Downloader is a download file manager Android app for Rapidshare premium account holders. It is free (ad-supported). Following features are supported ─ Background downloading, Global enable and disable of downloads, Individually pausable and resumable downloads, Verification of every download, Option to enable or disable the use of the mobile data network.
Install Rapid Downloader

7. DownDroid S


DownDroid S isn’t that great functions and UI wise, but it’s pretty great for people who download files from megaupload as it automatically downloads megaupload links.
Install DownDroid S

8. Down4Shared


It’s similar to DownDroid S, but for 4shared links. And it’s handy too.
Install Down4Shared

9. Download All Files


If you prefer to use a light-weight download manager, then this app is for you ─ it simply adds support for various file types that the default browser can’t download and it also support downloading attachments from the gMail app.
Install Download All Files

Bonus app ─ Restart Connections


This app would help you to refresh your phone’s network when at times your download breaks because of weak 2G/3G connection. It’s so simple and it’s free.
→ Install Restatrt Connections

এইবারের বিষয় এনভিডিয়ার ৫জিবি গ্রাফিক্স কার্ড

অমুক সফটওয়্যার ব্যবহার করে পিসিকে গেমিং পিসি বানান, তমুক এমুলেটর ব্যবহার করে নতুন নতুন গেম খেলুন। এগুলো সবই ফালতু। গেমিং পিসি বানাতে হলে অবশ্যই আপনাকে নতুন হার্ডওয়্যার কিনতে হবে।

 যেভাবে একটি গেমিং পিসি বানাবেন।
গেমিং পিসি কি?

গেমিং পিসি হল এক প্রকার কম্পিউটার যেটি গেম খেলার জন্য আলাদা ভাবে তৈরি করা হয়। যেটিতে হাই কোয়ালিটি এবং গ্রফিক্স ওয়ালা গেমস সুন্দর ভাবে খেলা যায়। বাজারে বিভিন্ন ব্যান্ড এর গেমিং পিসি পাওয়া যায়। তবে আপনি চাইলে আপনার বর্তমান পিসিকে গেমিং পিসিতে আপগ্রেড করে নিতে পারেন।

একটি গেমিং পিসিতে যেগুলো অতি দরকারী সেগুলো হল:

1. Graphic Card,
2. RAM,
3. Processor

Graphic Card:
133 যেভাবে একটি গেমিং পিসি বানাবেন।

গ্রাফিক্স কার্ড অথবা ভিডিও কার্ড বা Video Ram   সাধারণত ব্যবহার করা হয় উন্নত কোয়ালিটির গ্রাফিক্স পেতে। গ্রাফিক্স কার্ড পিক্সেল এর আকার বৃদ্ধি করে, কালার বিট বৃদ্ধি করে যেকোনো অবজেক্ট যেটি মনিটরে প্রদর্শিত হয় সেটিতে আরো চমৎকার করে। বর্তমান সময়ের গেমস গুলোতে গ্রাফিক্স কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

Ram:
226 যেভাবে একটি গেমিং পিসি বানাবেন।

রাম এর অর্থ হলো  Random Access Memory   অর্থ্যাৎ এটি হলো এক প্রকার মেমরি যা সবকিছুতে একসেস করে। আপনার পিসিতে সমস- কাজ এই রাম উপর নির্ভর করে রান করে।

তবে আপনার হার্ডডিস্ক এর উপর ভিত্তি করে রাম নির্বাচন করা উচিত। ২৫০জিবি হার্ড ডিস্কের জন্য ১জিবি রাম যথেষ্ট। আবার ৭০০জিবি হার্ডডিস্কে যদি ১জিবি রাম ব্যবহার করেন তাহলে ব্যাপারটা এমন দাড়ায় যে, আপনি আমাকে ভূড়ি / পেট দিলেন ১০কেজি কিন্তু আমার খাওয়ার ক্ষমতা দিলেন মাত্র ১কেজি। (যদিও আমার ভূড়ি নাই। আমি স্লিম!!!! হি হি হি)

Processor:
Pro যেভাবে একটি গেমিং পিসি বানাবেন।

প্রসেসর যেকোন প্রোগ্রাম এবং এ্যাপ্লিকেশন এর সমস্ত নির্দেশ পালন করে যা ব্যবহারকারী কতৃর্ক প্রদত্ত এবং সেই প্রোগ্রাম এবং এ্যাপ্লিকেশন এর প্রসেসিং পাওয়ার চালনা করে।

আপনি অনেক সময় দেখবেন যে কিছু কিছু গেমস আপনার পিসিতে খেলার সময় পিসি অনেক স্লো হয়ে যায়। যদিও আপনার পিসিতে রাম অনেক বেশি। কারণ টা হলো আপনার প্রসেসর কম স্পিড এর। তাই গেম খেলার জন্য আপনার চাই উন্নত মানের প্রসেসর।


$$$$$$$$
উপরের এই ৩টি জিনিস আপনি আলাদা করে কিনে এনে যদি আপনার বর্তমান পিসিকে আপগ্রেড করেন তবে আপনার পিসি মোটামুটি গেমিং পিসি তে পরিণত হবে।


এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে একটি সম্পূর্ণ গেমিং পিসি বানানো হয়:


১। গ্রাফিক্স কার্ড - কালার এবং হাই কোয়ালিটি পিক্সেল এর জন্য।

২। প্রসেসর - স্পিডিং প্রসেস এর জন্য।

৩। রাম - দ্রত একসেস এর জন্য।

৪। মনিটর – আরো উন্নত মানের দেখার জন্য:

মনিটর এখন অনেক রকমের পাওয়া যায়। অনেকেই এল.সি.ডি মনিটর ব্যবহার করেন। আবার অনেকেই এখনো পুরানো মডেল এর সি.আর.টি (মোটা) মনিটর ব্যবহার করেন। তবে বাজারে গেমিং মনিটর ও পাওয়া যায়। যদিও এদের দাম অনেক বেশি।

আমার গেমিং মনিটর কে দেখুন। (৩২ইঞ্চি)
Gaming Monitor যেভাবে একটি গেমিং পিসি বানাবেন।


৫। মাদারবোর্ড - সবগুলো গেমস খেলার জন্য।
Gaming Motherboard যেভাবে একটি গেমিং পিসি বানাবেন।
মাদারবোর্ড এর উপর নির্ভর করে শেডার মডেল এর ভার্সন। ২০০৮ এর পরের গেমস গুলো শেডার মডেল ৩.০ দিয়ে তৈরি। অনেক পিসিতেই হাই কোয়ালিটির প্রসেসর এবং রাম থাকা সত্ত্বেও অনেক গেমস চলে নাহ কারণ তাদের মাদারবোর্ড শেডার মডেল ৩.০ সাপোর্ট করে নাহ। তবে যারা ইন্টেল কোর আই ৫ বা কোর আই ৭ ব্যবহার করেন তাদের কে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। কারণ কোর আই ৫ এ শেডার মডেল ৪ এবং কোর আই ৭ এ শেডার মডেল ৬ আগে থেকেই দেওয়া থাকে।


৬। হার্ডডিস্ক - গেমগুলো সংগ্রহে রাখার জন্য।
HDD যেভাবে একটি গেমিং পিসি বানাবেন।


৭। কুলিং -পিসিতে ঠান্ডা রাখার জন্য।
CC যেভাবে একটি গেমিং পিসি বানাবেন।


৮। কেবিনেট বা কেসিং - আরো সুন্দর ডিজাইন এর জন্য।
Gaming Casing যেভাবে একটি গেমিং পিসি বানাবেন।

৯। হাই স্পিড ডিভিডি ড্রাইভ - দ্রত ইন্সটল এর জন্য।
DVD যেভাবে একটি গেমিং পিসি বানাবেন।

১০। জয়স্টিক - আরো উন্নত মানের খেলার জন্য।
Joy যেভাবে একটি গেমিং পিসি বানাবেন।

১১। গেমিং কিবোর্ড এবং মাউস।
g15 gaming keyboard যেভাবে একটি গেমিং পিসি বানাবেন।
বাজারে গেমস খেলার জন্য আলাদা কিবোর্ড এবং মাউস পাওয়া যায়। দাম একটু বেশি নিবে।
cataclysm mouse 1 যেভাবে একটি গেমিং পিসি বানাবেন।
১২। বড় স্পিকার - ভাল এবং উন্নত শব্দের জন্য।
Gaming Speaker যেভাবে একটি গেমিং পিসি বানাবেন।
আশা করি আমার টপিক টা বুঝতে পারছেন।

বর্তমান সময়ে ভাল মাদারবোর্ড এবং কোর ২ ডুয়ো প্রসেসর এবং ২জিবি রাম সাথে ১জিবি গ্রাফিক্স কার্ড থাকলেই সবধরণের গেমস আপনি খেলতে পারবেন। আল্লাহর রহমতে আমার কাছে গেমিং পিসি আছে। দাম অনেক। না বলাই ভাল। তবুও আপনাদের ধারণার জন্য আমার গেমিং পিসির আলাদা আলাদা পার্টস এর দাম দিচ্ছি:

১। প্রসেসর – ইন্টেল হাইপার ডুয়াল কোর আই ৭ – ৩৫০০০টাকা

২। মাদারবোর্ড – ইন্টেল এইচ.ডি ৩৪৫০ – ১৮০০০টাকা

৩। রাম – ইসনিক ৮জিবি – ১২০০০টাকা

৪। গ্রফিক্স কার্ড – এন.ভিডিয়া ৫জিবি – ৫৬০০০টাকা

৫। কেসিং – ৪০০০টাকা

৬। মনিটর – ৩২ইঞ্চি গেমিং মনিটর – ১.২ লাখ টাকা।

৭। স্পিকার – ৬:২ হোম থিয়েটার – ৩৫০০০টাকা

৮। গেমিং মাউস – ৩০০০ টাকা

৯। গেমিং কিবোর্ড – ৬০০০ টাকা

আমি কিবোর্ড দিয়েই খেলতে ভালবাসি। জয়স্টিক দিয়ে খেলা একটু কঠিন।


আশা করি বুঝতে পারছেন যে গেম খেলতে হলে কি কি লাগবে। তবে আপনি যেই মডেল এর পিসি ব্যবহার করুন না কেন অবশ্যই আলাদা করে গ্রাফিক্স কার্ড লাগাবেন। কখনোই বিল্ট ইন গ্রাফিক্স কার্ড দিয়ে গেম চালাবেন নাহ। এতে মাদারবোর্ড এবং হার্ডডিস্ক প্রচন্ড চাপ এর সৃষ্টি হয়।
 যেভাবে একটি গেমিং পিসি বানাবেন।

ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য।

দেখুন বাংলাদেশী সব চ্যানেল @ Low speed Internet !! ১০০% working!!



News-alltime/

Boishakhi-tv/

Channel-9/

Ekushe-tv/

My-tv/

Ntv/

Ekattur-tv/

RTV/


এখন ও কিছু চ্যানেল যোগের কাজ চলছে। অল্প কিছুদিনের মধ্যে আমরা সেগুলো যোগ করব। আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ আমাদের সব গুলো চ্যানেল গুলোতে ফেসবুক লাইক দিতে ভুলবেন না ......প্লিজ...... :P

Monday, July 30, 2012

Amazing Facts about Space, Planets and Universe



১.চাঁদের পৃষ্টদেশকে বলা হয় সাগর। মানুষ বিশ্বাস করে একদা এই উপগ্রহে পৃষ্টদেশে সদা আঁচড়ে পড়ত লাভার স্রোত।
২. জানা মহাজাগতিক বস্তুগুলোর মধ্য সবচেয়ে দূরবর্তী হল কোয়াসার। সবচেয়ে কাছেরটিও প্রায় ১ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।
৩. সবচেয়ে উজ্জ্বল কোয়াসারটির নাম 3C 273 , এর দূরত্ব ২ বিলিয়ন আলোকবর্ষ।
৪. রাতের সবচেয়ে উজ্জ্বল তারাগুলো একটিও আদতে তারা নয় এরা হল বৃহস্পতি, শুক্র , মঙ্গল এবং বুধ গ্রহ।
৫. বৃহস্পতির চাঁদ Europa শুস্ক পৃষ্টদেশ বিশিষ্ট হলেও ধারনা করা হচ্ছে এর ভূগর্ভে রয়েছে পানির মহাসাগর।

৬. আমাদের মহাবিশ্বে ছায়াপথের সংখ্যা প্রায় ২০ ট্রিলিয়ন।
৭. কয়েকটি ছায়াপথ মিলে গঠন করে ছায়াপথ দল (group of galaxies) ,প্রায় ৩০ টি বা এর বেশী ছায়াপথ নিয়ে তৈরি ছায়াপথ স্তবক ( galaxy cluster) , ছায়াপথ স্তবকদের স্তবক নিয়ে তৈরি হয় ছায়াপথ মহাস্তবক ( Super Cluster).
৮. ১৯৭০ এর দশকে মঙ্গলগ্রহে সফল অবতরণ করে মার্কিন নভোযান Vikings 1 এবং 2, সোভিয়েত নভোযান Mars 3 এবং 5।
৯. প্লুটোর গ্রহত্ব কেড়ে নেয়ার পর নেপচুনই সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ।
১০. আকাশগঙ্গা (Milky Way) যে ছায়াপথস্তবকের মধ্যে অবস্থিত তার নাম স্থানীয় ছায়াপথ দল (Local Group)। এতে রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় ৩০ টি ছায়াপথ।

১১. কন্যা ছায়াপথ স্তবক (Virgo Cluster) ৫০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এতে রয়েছে সহস্রাধিক ছায়াপথ।
১২. স্যাটেলাইট বা নভোযান গুলোর পৃথিবীর কক্ষপথে ২০০ কিলোমিটার উপরে থাকার জন্য দরকার গতিবেগ ৮ কি.মি/সেকেন্ড।
১৩. পৃথিবীর মাধ্যাকর্ষণকে উপেক্ষা করতে নভোযান সমুহের গতিবেগ হতে হয় ১১.২ কি.মি/সেকেন্ড। একে বলা হয় মুক্তিবেগ (escape velocity)।
১৪. শনির বলয়কে পাতলা মনে হলেও এখানে রয়েছে হিমায়িত বরফ, ধুলা ও পাথর। যাদের আকৃতি ক্ষুদ্র অণু থেকে ১০০ তলা ভবনের সমান।
১৫. পালসার বা নিউট্রন নক্ষত্রের ঘনত্ব এতই বেশী যে ওখান থেকে এক টেবিল চামচ পদার্থ পৃথিবীতে আনলে এর ভর দাঁড়াবে ১০ বিলিয়ন মেট্রিক টন !!

১৬. সূর্যকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে ৩৬৫.২৪২১৯ দিন।
১৭. মহাকাশ থেকে কখনও X-Ray পৃথিবীর আবহমণ্ডলে পৌঁছায়না। জ্যোতির্বিদরা তা সনাক্ত করেন space telescope এর মাধ্যমে যেমন ROSAT (Röntgensatellit)।
১৮. সৌরকলঙ্কের তাপমাত্রা সূর্যের পৃষ্টদেশের তাপমাত্রার চেয়ে প্রায় ২০০০°C শীতল।
১৯. মহাবিস্ফোরণের অব্যহতি পরেই সৃষ্টি হয়েছিলো বস্তু কণা (matter) এবং বিপরীত বস্তুকণা (antimatter)। এই দুয়ের সংঘর্ষে বিলুপ্ত হয়ে যায় বিপরীত বস্তুকণা। যার কারণে মহাবিশ্বের বেশির ভাগই শুন্যস্থান।
২০. মহাবিস্ফোরণ পরবর্তী অণুতরঙ্গ (microwave) এখনও মহাবিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে টেলিস্কোপের মাধ্যমে সনাক্ত করা যায়।

২১. স্পেস টেলিস্কোপ সমুহের পরিচ্ছন্ন দৃষ্টিসীমা ২ বিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত।
২২. খালি চোখে দেখা যায় এমন ছায়াপথ গুলোর অন্যতম ধ্রুবমাতা (Andromeda), এর দূরত্ব পৃথিবী থেকে ২.২ মিলিয়ন আলোকবর্ষ।
২৩. মঙ্গলের শুস্ক পৃষ্টদেশের বালিয়াড়ি দেখে ধারনা করা হয় একসময় এই গ্রহে পানি ছিল। যার প্রমাণ পাওয়া যায় এর মরু অঞ্চলে।
২৪. স্যাটেলাইট সমুহ যখন পৃথিবীর কক্ষপথের দিকে রওনা দেয় তখন তার ভরবেগ (momentum) পৃথিবীর মাধ্যাকর্ষণ জনিত টান থেকে বেশী হতে হবে।
২৫. আমাদের মহাবিশ্বের অস্তিত্ব নির্ভর করছে এখানে কি পরিমাণ কৃষ্ণবস্তু (dark matter) রয়েছে। যদি এর পরিমাণ এতটাই বেশী হয় যে তাহলে হঠাতই থেমে যাবে মহাবিশ্বের সম্প্রসারন। শুরু হবে মহাসঙ্কোচন (big shrink).
<<সমাপ্ত>>

Amazing Facts about Space, Planets and Universe[Part-5]

:: Amazing Facts about Space, Planets and Universe[Part-5] ::

১.চাঁদের পৃষ্টদেশকে বলা হয় সাগর। মানুষ বিশ্বাস করে একদা এই উপগ্রহে পৃষ্টদেশে সদা আঁচড়ে পড়ত লাভার স্রোত।
২. জানা মহাজাগতিক বস্তুগুলোর মধ্য সবচেয়ে দূরবর্তী হল কোয়াসার। সবচেয়ে কাছেরটিও প্রায় ১ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।
৩. সবচেয়ে উজ্জ্বল কোয়াসারটির নাম 3C 273 , এর দূরত্ব ২ বিলিয়ন আলোকবর্ষ।
৪. রাতের সবচেয়ে উজ্জ্বল তারাগুলো একটিও আদতে তারা নয় এরা হল বৃহস্পতি, শুক্র , মঙ্গল এবং বুধ গ্রহ।
৫. বৃহস্পতির চাঁদ Europa শুস্ক পৃষ্টদেশ বিশিষ্ট হলেও ধারনা করা হচ্ছে এর ভূগর্ভে রয়েছে পানির মহাসাগর।

৬. আমাদের মহাবিশ্বে ছায়াপথের সংখ্যা প্রায় ২০ ট্রিলিয়ন।
৭. কয়েকটি ছায়াপথ মিলে গঠন করে ছায়াপথ দল (group of galaxies) ,প্রায় ৩০ টি বা এর বেশী ছায়াপথ নিয়ে তৈরি ছায়াপথ স্তবক ( galaxy cluster) , ছায়াপথ স্তবকদের স্তবক নিয়ে তৈরি হয় ছায়াপথ মহাস্তবক ( Super Cluster).
৮. ১৯৭০ এর দশকে মঙ্গলগ্রহে সফল অবতরণ করে মার্কিন নভোযান Vikings 1 এবং 2, সোভিয়েত নভোযান Mars 3 এবং 5।
৯. প্লুটোর গ্রহত্ব কেড়ে নেয়ার পর নেপচুনই সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ।
১০. আকাশগঙ্গা (Milky Way) যে ছায়াপথস্তবকের মধ্যে অবস্থিত তার নাম স্থানীয় ছায়াপথ দল (Local Group)। এতে রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় ৩০ টি ছায়াপথ।

১১. কন্যা ছায়াপথ স্তবক (Virgo Cluster) ৫০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এতে রয়েছে সহস্রাধিক ছায়াপথ।
১২. স্যাটেলাইট বা নভোযান গুলোর পৃথিবীর কক্ষপথে ২০০ কিলোমিটার উপরে থাকার জন্য দরকার গতিবেগ ৮ কি.মি/সেকেন্ড।
১৩. পৃথিবীর মাধ্যাকর্ষণকে উপেক্ষা করতে নভোযান সমুহের গতিবেগ হতে হয় ১১.২ কি.মি/সেকেন্ড। একে বলা হয় মুক্তিবেগ (escape velocity)।
১৪. শনির বলয়কে পাতলা মনে হলেও এখানে রয়েছে হিমায়িত বরফ, ধুলা ও পাথর। যাদের আকৃতি ক্ষুদ্র অণু থেকে ১০০ তলা ভবনের সমান।
১৫. পালসার বা নিউট্রন নক্ষত্রের ঘনত্ব এতই বেশী যে ওখান থেকে এক টেবিল চামচ পদার্থ পৃথিবীতে আনলে এর ভর দাঁড়াবে ১০ বিলিয়ন মেট্রিক টন !!

১৬. সূর্যকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে ৩৬৫.২৪২১৯ দিন।
১৭. মহাকাশ থেকে কখনও X-Ray পৃথিবীর আবহমণ্ডলে পৌঁছায়না। জ্যোতির্বিদরা তা সনাক্ত করেন space telescope এর মাধ্যমে যেমন ROSAT (Röntgensatellit)।
১৮. সৌরকলঙ্কের তাপমাত্রা সূর্যের পৃষ্টদেশের তাপমাত্রার চেয়ে প্রায় ২০০০°C শীতল।
১৯. মহাবিস্ফোরণের অব্যহতি পরেই সৃষ্টি হয়েছিলো বস্তু কণা (matter) এবং বিপরীত বস্তুকণা (antimatter)। এই দুয়ের সংঘর্ষে বিলুপ্ত হয়ে যায় বিপরীত বস্তুকণা। যার কারণে মহাবিশ্বের বেশির ভাগই শুন্যস্থান।
২০. মহাবিস্ফোরণ পরবর্তী অণুতরঙ্গ (microwave) এখনও মহাবিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে টেলিস্কোপের মাধ্যমে সনাক্ত করা যায়।

২১. স্পেস টেলিস্কোপ সমুহের পরিচ্ছন্ন দৃষ্টিসীমা ২ বিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত।
২২. খালি চোখে দেখা যায় এমন ছায়াপথ গুলোর অন্যতম ধ্রুবমাতা (Andromeda), এর দূরত্ব পৃথিবী থেকে ২.২ মিলিয়ন আলোকবর্ষ।
২৩. মঙ্গলের শুস্ক পৃষ্টদেশের বালিয়াড়ি দেখে ধারনা করা হয় একসময় এই গ্রহে পানি ছিল। যার প্রমাণ পাওয়া যায় এর মরু অঞ্চলে।
২৪. স্যাটেলাইট সমুহ যখন পৃথিবীর কক্ষপথের দিকে রওনা দেয় তখন তার ভরবেগ (momentum) পৃথিবীর মাধ্যাকর্ষণ জনিত টান থেকে বেশী হতে হবে।
২৫. আমাদের মহাবিশ্বের অস্তিত্ব নির্ভর করছে এখানে কি পরিমাণ কৃষ্ণবস্তু (dark matter) রয়েছে। যদি এর পরিমাণ এতটাই বেশী হয় যে তাহলে হঠাতই থেমে যাবে মহাবিশ্বের সম্প্রসারন। শুরু হবে মহাসঙ্কোচন (big shrink).
<<সমাপ্ত>>

Saturday, July 28, 2012

Mycomputer এর Properties অপশন হাওয়া করে চমকে দিন সবাইকে ।



আসসালামুআলাইকুম
কেমন আছেন সবাই?
আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Mycomputer এর Properties অপশন
Remove করে দেওয়া যায়। যদি এ বিষয়ে জেনে থাকেন তবে দুঃখিত । যারা জানেন না তাদের জন্য এ পোস্ট

চলুন এবার শুরু করা যাক।


০১. প্রথমে Run এ যান
০২. regedit লিখে Enter বাটন চাপুন ।


০৩. এবার রেজিস্ট্রি এডিটর উইন্ডো খুলবে
০৪. এবার বাম পাশ থেকে
current user=>Software=>Microsoft=>Windows=>Current Version=>policies=>explorer এ যান
০৫. এবার ডান পাশে Right button ক্লিক করে new=>DWORD এ ক্লিক করুন


০৬. এবার ফাইল টির নাম পরিবরতন করুন NopropertiesMycomputer নামে।
০৭. তারপর ফাইল টা তে ডাবল ক্লিক করে Value 1 করে দিন।


০৮. এবার রিস্টার্ট করে দেখুন আপনার Mycomputer এর Properties অপশন নেই।

আজ এ পর্যন্ত , ধন্যবাদ।

Tuesday, July 24, 2012

হ্যাকাররা কিভাবে আপনার পাসওয়ার্ড পেয়ে থাকে?

হ্যাকাররা কিভাবে আপনার
পাসওয়ার্ড পেয়ে থাকে?

আমাদের মাধে অনেকেই আছে যারা তাদের ইমেইল
একাউন্ট হ্যাক হওয়ার শিকার হয়েছেন
অথবা ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড কাজ
করে না। এটা হওয়ার কিছু কারণ থাকে তার
মদ্ধে সবথেকে প্রধান কারণ
হচ্ছে কারো মধ্যমে আপনার একাউন্ট
হ্যাক হওয়া।
তাই আমি আজ আপনাদের জনাব হ্যাকাররা
আপনার একাউন্টের পাসওয়ার্ড
কি কি মধ্যমে আপানার কাছথেকে নিয়ে নেয়।
কি কি সফটওয়্যার তারা সাধারনত ব্যবহার করে।
এই পোস্ট এর মধ্যমে তাই আপনাদের
জানাবো যাতে আপনারা আরো সাবধান
থাকতে পারেন এবং আপনাদের গুরুত্তপূর্ণ
একাউন্ট সেফ রাখতে পারেন।
হ্যাকাররা কিভাবে আপনার
পাসওয়ার্ড পেয়ে থাকে?
১. Phishing pages
হ্যাকাররা কিছু সাধারণ কিছু টেকনিক ব্যবহার
করে থাকে। সব থেকে জনপ্রিয় হচ্ছে
phishing pages এই পেজ সম্পর্কে হইত
অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদেরকে
phishing pages সম্পর্কে কিছু বলে নেই।
এই phishing pages দেখতে হুবহু জিমেইল
বা ফেসবুক লগইন পেজ এর মতো।
হ্যাকাররা সাধারণত আপনার ফেসবুকে মেসেজ
পাঠাবে যেমন – “This person has
posted your bad picture on
Facebook, click here to check
your photo” এবং আপনি যখন ওই মেসেজ এ
ক্লিক করবেন তখন আপনাকে লগিং পেজ এ
নিয়ে যাবে আপনি ইমেইল এবং পাসওয়ার্ড
দিয়ে এন্টার দিবেন বেস আপনার পাসওয়ার্ড ও
ইমেইল হ্যাকারের কাছে চলে যাবে। আপনি বুজতেও
পারবেন না কিহলো। এইসব পেজ ডুকার আগে একটু
ভেবে ঢুকবেন যাতে পড়ে বিপদে না পরেন।
২. Key logger
এটা একটি সাধারণ সফটওয়্যার এর
সাহায্যে আপনার ইমেইল একাউন্ট এর পাসওয়ার্ড
হ্যাক করা হয়ে থাকে। একজন হ্যাকার
যেকোনো ভাবে আপনার পিসিতে এই সফটওয়্যার
টি সেটাপ দিয়ে দেয় যা আপনার
অজান্তে হয়ে থাকে। এই সফটওয়্যার হ্যাকার এর
ইমেলে সব সেন্ড করতে থাকে।
৩. RAT
RAT মানে হচ্ছে Remote
Administration Tool. এই RAT
সাহায্যে হ্যাকার আপনার পিসি কানেক্ট
করতে পড়ে। এই RAT সাহায্যে হ্যাকার আপনার
পিসির স্ক্রীন, আপনি এখন কি করছেন আপনার
পিসিতে, আপনি কোন সাইট ভিসিট করতেছেন
এবং আপনার পিসির বিভিন্ন কাজ এর
সেটিং পর্যন্ত বদলেদিতে পারে।
৪. Trojan Horses
এতক্ষণ যাবত যেসব নিয়ে আলাপ করলাম তাদের
মদ্ধে সব থেকে জনপ্রিয় হচ্ছে Trojan
malwares ভাইরাস। এই ভাইরাস
গুলো সধারনত বিভিন্ন ফাইল ডাউনলোড এর
সাহায্যে আপনার পিসিতে এশেপারে। এই ভাইরাস
গুলো এন্টিভাইরাস সফটয়ার ছাড়া ধারা যায়না।
আপনি যখন কোনো ফাইল ডাউনলোড করেন তার
আগে দেখেনিন যে ফাইল টাতে কোনো ভাইরাস
আছে কিনা।

আল্লার মাল আল্লায় নিছে, এখানে আর আমাদের চিন্তা করে লাভ কি নাকি ভাই?

অনেককে দেখলাম দেখলাম '' হুমায়ূন স্যার নাস্তিক , কাফির হেন তেন , তার শিরচ্ছেদ করা উচিত , এইটা ওইটা কইয়া চিল্লাইতেসে ___
নিজেদের মনের মত কেউ না হওয়াতে যাকে তাকে কাফের অথবা বাতিল ফিরকা ফতোয়া দেয়া আর যাই হউক ইসলামী কাজ নয়।

কে কাফির আর কে কাফির না সেটাতো ঠিক করবেন আল্লাহ । কিন্তু যেই মানুষ ঘোষণা দিচ্ছেন যে, হুমায়ুন আহমেদ কাফির, তার বুঝা উচিত সকল বিচারের খমতা শুধুই আল্লাহর হাতে তাই বিচার আল্লাহর বিচার নিজের হাতে তুলে নেয়াতে শিরক গুনাহ হতে। তাই আমাদের উচিত আল্লাহর বিচার আল্লাহর হাতে ছেড়ে দেয়া। ইসলাম, শুধু মুসলিম নয় বরং প্রতিটি ভালো মানুশকে মূল্যয়ন করতে শিখায়।

একজন মানুষ মারা গেলে সে জাগতিক সকল দেনা পাওনার উপরে চলে যায় __ কে স্বর্গে যাবে আর কে দোযখে যাবে আল্লাহ ছাড়া কেউ যানেন না _________

উনাকে নিয়ে এই সব ফালতু কথা বলা বন্ধ করা উচিত



শাওন কে নিয়ে অনেক কথা উঠেছে দেখলাম, মিডিয়া তাঁকে মোটামুটি ভাবে ভিলেন করে ছেড়েছে,
কথা হল তিনি নাকি মৃত লাশের ছবি তুলতে দেন নি, সাঙ্গাদিকের ক্যামেরা কেঁড়ে ছবি ডিলিট করেছেন,
আচ্ছা একটা মেয়ের স্বামী মারা গিয়েছে কিছুক্ষণ আগে, এই অবস্থায় তার মানসিক অবস্থা কি খুব উৎফুল্ল হওয়া উচিত?? এসময় তার সাক্ষাৎকার নিতে চাইলে কি ধরনের ব্যাবহার আশা করা উচিত তার কাছ থেকে?? এটা জাস্ট বিবেকের কাছে প্রশ্ন রইল,

আর একটা খবর উঠেছে যে উনি নাকি বিজনেস ক্লাস ছাড়া যেতে পারেন না এ জন্য একদিন নাকি পিছিয়ে যেতে হয়েছে দেশে আসা...

আচ্ছা একজন স্ত্রী তার ২ পুত্র কে নিয়ে কি স্বামীর লাশ এর সাথে আশা করাটা পাপ??
আর উনি একজন সদ্য বিধবা হওয়া মানুষ, একজন লেখক পত্নী, বাংলাদেশ দুতাবাসের দুত এর স্ত্রী, বিশিষ্ট অভিনেত্রী, উনি নরমাল ক্লাসে বাচ্চাদের আসবেন, নানা মানুষ নানা প্রশ্ন করে তাকে বিরক্ত করবে, এমনিতেই তার মানসিক অবস্থা খারাপ,

মিডিয়ার এ হেন আচরনে আমি আসলেও অবাক, একটা মৃত মানুষ আর তার স্ত্রী কে এভাবে অপদস্থ আর মিথ্যে ঝামেলায় ফাঁসানোর কোন মানে হয় না।

Sunday, July 22, 2012

Comparing Features: Third-gen iPad, iPad 2, iPhone 4S, iPhone 4, and iPod touch

Comparing Features: Third-gen iPad, iPad 2, iPhone 4S, iPhone 4, and iPod touch

  3rd Gen.
iPad
iPad 2 iPhone 4S iPhone 4 4th Gen.
iPod touch
review 4.5 stars review 4.5 stars 4 stars 4.5 stars
capacity 16 GB,
32 GB,
64 GB
16 GB,
32 GB,
64 GB
16 GB,
32 GB,
64 GB
8 GB 8 GB,
32 GB,
64 GB
screen size/
resolution
9.7 inches
2048 x 1536
9.7 inches
1024 x 768
3.5 inches
960 x 480
3.5 inches
960 x 480
3.5 inches
960 x 480
GPS Yes
(limited on
Wi-Fi-only
models)
Yes
(limited on
Wi-Fi-only
models)
Yes
(Assisted GPS)
Yes
(Assisted GPS)
No
battery life (in hours) 10 10 8 talk
9 Wi-Fi
10 video
40 audio
10 talk
10 Wi-Fi
10 video
40 audio
7 video
40 audio
networking Wi-Fi
optional 4G
Wi-Fi
optional 3G
Wi-Fi
3G/EDGE
Wi-Fi
3G/EDGE
Wi-Fi
bluetooth Yes Yes Yes Yes Yes
camera 2 cameras
5 megapixel &
1080p HD video
2 cameras,
720p HD video
& VGA
2 cameras
8 megapixel &
1080p HD video
2 cameras
5 megapixel &
720p HD video
2 cameras
720p video
FaceTime Yes Yes Yes Yes Yes
video out to TV 1080p HD 1080p HD 720p No Yes
Siri Limited No Yes No No
phone No No Yes Yes No
size (in inches) 9.5 x 7.31 x 0.37 9.5 x 7.31 x 0.34 4.5 x 2.31 x 0.37 4.51 x 2.31 x 0.37 4.4 x 2.3 x 0.28
weight (in pounds) 1.44
(1.46 on 4G models)
1.3
(1.34-1.35
on 3G models)
0.31 0.3 0.22
price $499 - $829 $399 $199-$399 $99 $229 - $399
buying coming
soon
compare prices compare prices compare prices compare prices

Saturday, July 21, 2012

পৃথিবীর বিখ্যাত গুঁণী প্রাতঃস্মরনীয় ব্যাক্তিদের সংক্ষিপ্ত জীবনি জুলাই ২০১২

মাইকেল নস্টারডেমাস

১৫০৩ সালের জুলাই মাসে ফ্রান্সে মাইকেল নস্টারডেমাস নামে এক বিখ্যাত চিকিৎসক, জ্যোতিষী ও ভবিষ্যদ্বক্তা জন্মগ্রহণ করেন। তার ভবিষ্যদ্বাণী যুগ যুগ ধরে জনগণের কাছে আকর্ষণীয় ও পছন্দনীয় হয়ে আসছে। তার পিতা জ্যাকুইস ছিলেন একজন সরকারি লিপি লেখক। মাতা ছিলেন গৃহিণী। তিনি ছিলেন ঈশ্বর প্রদত্ত জ্ঞানে গুণীন ব্যক্তি। যুবক বয়স থেকেই ভবিষ্যদ্বাণী করে সফল হন নস্টারডেমাস। দাদা জন ডিয়েমির আশা ছিল মাইকেল চিকিৎসক হবেন ও মানুষের সেবা করবেন। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই মাইকেল ইতিহাস, চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিদ্যা ও হারবাল বিদ্যায় প্রচুর পাণ্ডিত্য অর্জন করেন। ১৪ বছর বয়সে মাইকেল নিজের শহর ছেড়ে অ্যাভিগানে পড়ালেখার উদ্দেশ্যে গমন করেন। অ্যাভিগানে দর্শন শাস্ত্র, ব্যাকরণ ও ক্যাথেলিক চার্জে প্রচুর জ্ঞান অর্জন করেন। অ্যাভিগানের লাইব্রেরি থেকে প্রচুর বই সংগ্রহ করেন এবং নানা বিষয়ে জ্ঞান অর্জন শুরু করেন। জ্যোতির্বিদ্যায় পারদর্শী হওয়াতে অল্প বয়সেই তার ডাক নাম হয়ে যায় ছোট্ট জ্যোতির্বিদ।

জ্যোতির্বিদ্যার জ্ঞান অর্জনের পর দাদার পরামর্শে চিকিৎসা বিজ্ঞানে পড়ালেখার জন্য ভর্তি হন মন্ট পিলিয়ার বিশ্ববিদ্যালয়ে। চিকিৎসাশাস্ত্রে পড়ালেখা শেষ করার পর সবার কাছে অতি দ্রুত মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে খ্যাতি অর্জন করেন। দীর্ঘদিন গবেষণা করার পর আবিষ্কার করেন মহামারী প্লেগরোগের ওষুধ। এ আবিষ্কারের মাধ্যমে তিনি সারা ইউরোপ থেকে প্লেগ মহামারী উচ্ছেদ করেন। তৎকালীন সময়ে তার গবেষণার বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। একে একে তিনি আবিষ্কার করেন ভিটামিন সি কমপ্লেক্স, রোজ পিল ইত্যাদি ওষুধ। উক্ত আবিষ্কারসমূহ দুর্ভিক্ষ ও দুর্যোগে জনসাধারণকে ভিটামিনের অভাব পূরণে সহায়তার করে। ১৫৫৫ সালে তিনি আবার জ্যোতির্বিদ্যায় মনোনিবেশ করেন। জ্যোতির্বিদ্যার উপরে 'ফরডিক ফ্রান্স' শিরোনামে বিখ্যাত একটি বই লিখেন। বিখ্যাত এই মনীষী ফ্রান্স রিভ্যুলেশন, নেপোলিয়নের আবির্ভাব, ১ম ও ২য় বিশ্বযুদ্ধ, সাবমেরিন যুদ্ধ ইত্যাদি বিষয় নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন যা পরিবর্তী সময়ে সম্পূর্ণ সঠিক হিসাবে পরিগণিত হয়। রাজা জর হেনরির পত্নী ক্যাথলিক টি মেডিসিন তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। যেকোনো কিছু আবিষ্কারের সময় তিনি ডি মেডিসিনের সাহায্য নিতেন। মেডিসিন যে ভবিষ্যতে ফ্রান্সের সর্বময় ক্ষমতার অধিকারী হবেন তা তিনি তাকে বলে দিয়েছিলেন। ১৫৬৬ সালে বিশ্ববিখ্যাত এই মহাজ্ঞানী ইহলোক ত্যাগ করেন।






স্টিভ জবস

স্টিভ জবস শূন্য হাতে অ্যাপল প্রতিষ্ঠার কাজ শুরু করেছিলেন। আর এক জীবনেই হয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারের চেয়েও বেশি সম্পদের মালিক। এ অবস্থানে আসতে জবস যত বাধা পেয়েছেন ততটা বেশিজনের জীবনে আসেনি। প্রযুক্তি দুনিয়ার মানুষের কাছে তিনি একজন সংগ্রামী মানুষেরই প্রতিকৃতি। তার পুরো নাম -ষ্টিভেন পল জবস ।
১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি তাঁর জন্ম। অবিবাহিত মা-বাবার সন্তান স্টিভকে দত্তক নেন পল ও ক্লারা জবস। স্টিভ নামটিও তাঁদের দেওয়া। ক্যালিফোর্নিয়ার হোমস্টেড হাই স্কুলে শুরু হয় শিক্ষাজীবন। স্কুলে পড়া অবস্থায়ই চাকরি নেন হিউলেট-প্যাকার্ড বা এইচপিতে। এরপর 'অ্যাটারি' নামের একটি ভিডিও গেইম তৈরির প্রতিষ্ঠানে কাজ নেন। ১৯৭৬ সালে বন্ধু স্টিভ ওজনেক আর রোনাল্ড ওয়েনকে নিয়ে অ্যাপল কম্পিউটার তৈরির কাজ শুরু করেন। সফল হওয়ার তুমুল ইচ্ছা ছাড়া বেশি কিছু সম্বল ছিল না। এর জোরেই তৈরি করে ফেলেন প্রথম কম্পিউটার 'অ্যাপল-১'। ১৯৮৪ সালের ২৪ জানুয়ারি বাজারে আনেন বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার 'ম্যাকিনটোশ'। বাজার মাতিয়ে দিল নতুন প্রজন্মের এ কম্পিউটার। এরপর একে একে স্টিভ বাজারে এনেছেন আইপড, আইফোন ও আইপ্যাডের মতো পণ্য। অ্যাপল হয়ে উঠল প্রযুক্তিবিশ্বে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান।
বাবার ওপর খেপে ছিলেন স্টিভ। ভুলতে পারেননি যে বাবা তাঁর দায়িত্ব নেননি। তাই বাবার সামনে যাননি কখনো। একটি ব্রিটিশ ট্যাবলয়েডকে জবসের বাবা জান্দালি বলেন, 'আমি তার সঙ্গে অনেকবার দেখা করতে চেয়েছি। তাকে ই-মেইল করেছি। কিন্তু সে কখনো ই-মেইলের উত্তর দেয়নি, দেখা করেনি। এ ছাড়া ফোন করা হলে জবস ফোন রেখে দিত।'
জবসের জন্মের কয়েক বছর পর জান্দালি ও জোয়ানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মোনা সিম্পসন নামে তাঁদের একটি কন্যাসন্তান হয়। কিন্তু স্টিভ জবস তাঁর বোনের ব্যাপারে জানতেন না। ১৯৮৫ সালে মোনা যখন একজন খ্যাতিমান লেখক হিসেবে পরিচিতি লাভ করেন তখন বিষয়টি জানেন জবস। এরপর থেকে তাঁরা খুবই ঘনিষ্ঠ ছিলেন।
জবসের বয়স যখন ২৩, তখন তাঁর প্রেমিকা রিশ-অ্যানের গর্ভে সন্তান আসে। কিন্তু জবস এই সন্তানের বাবা হিসেবে নিজেকে অস্বীকার করেন। প্রায় এক বছর পর লিসা নিকোল নামের এই সন্তানকে মেনে নেন তিনি। মেয়ের প্রতি ভালোবাসার স্বীকৃতিস্বরূপ 'লিসা' নামে একটি কম্পিউটারও তৈরি করেন জবস।
জীবনে অনেকেরই প্রেমে পড়েছেন তিনি। তাঁদের মধ্যে রয়েছেন আমেরিকার সংগীতশিল্পী জোয়ান বারেজ, হলিউড অভিনেত্রী ডায়ানে কিটন। জানা যায়, জবস জোয়ান বারেজকে বিয়েও করেছিলেন। ১৯৮৯ সালে স্ট্যানফোর্ডে এক অনুষ্ঠানে লরেন পাওয়েল নামের এক ছাত্রীকে পছন্দ হয় জবসের। ১৯৯১ সালের ১৮ মার্চ তাঁরা বিয়ে করেন। চার সন্তানের বাবা জবস নিয়মিত সন্তানদের ভালো-মন্দ ও লেখাপড়ার খোঁজ নিতেন।
২০০৪ সালে জবসের লিভারে বিশেষ ধরনের টিউমার ধরা পড়ে। এই টিউমার থেকেই অগ্ন্যাশয়ে ক্যান্সারের সংক্রমণ। ডাক্তাররা জানান, 'টিউমার অস্ত্রোপচার করলে তাঁর বাঁচার আশা খুবই ক্ষীণ। আবার অপারেশন না করলেও রয়েছে প্রাণসংশয়। এ খবরে ভেঙে পড়েন অ্যাপলের কর্মকর্তা-কর্মচারীরা। এ পরিস্থিতিতে জবস অপারেশন করানোর সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার সফল হয়। এতে জবসের সঙ্গে সঙ্গে প্রাণ ফিরে পায় পুরো অ্যাপল পরিবার। নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। কিন্তু ক্যান্সারটাই শেষ পর্যন্ত জয়ী হলো। সবশেষ হওয়ার আগে দীর্ঘ আট বছর তিনি জটিল ক্যান্সারের সঙ্গে লড়াই করেন। এ সময়কালে তিনি অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় পণ্য আইপড, আইফোন, আইপ্যাড বাজারে ছাড়েন।
জবস কেবল গুরুই নন, জনপ্রিয় ব্যক্তিত্বও বটে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গেও ছিল তাঁর সখ্য। এক শোকবার্তায় গেটস লিখেছেন, 'হৃদয়ের গভীর থেকেই স্টিভের অভাব বোধ করছি। আমি সৌভাগ্যবান বলেই স্টিভের মতো এমন বহু গুণী এবং ভবিষ্যৎ-দ্রষ্টার সঙ্গ পেয়েছি। স্টিভের মৃত্যুর ক্ষতি শুধু এই প্রজন্ম নয়, পরবর্তী কয়েক প্রজন্ম অনুভব করবে।'
কেবল বিল গেটস নয়, জবসের মৃত্যুতে শোকাহত পুরো প্রযুক্তিবিশ্ব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক স্পিলবার্গসহ আরো অনেকে জবসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, এমনকি গুগলের হোমপেইজেও সম্মান জানানো হয়েছে স্টিভ জবসকে।
মৃত্যুর পরপরই সারা পৃথিবীর মানুষের মধ্যে খবরটি বেশ আলোড়ন তোলে, সামাজিক যোগাযোগ সাইটগুলোতে জবসকে নিয়ে প্রকাশিত হয়েছে কোটি কোটি শোকগাথা। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সিলিকনভ্যালির নেতাদের মনে। তাঁদের একটাই কথা, সিলিকনভ্যালি পাবে না নতুন কোনো স্টিভ জবস। তিনি কেবল একজন উদ্যোক্তাই ছিলেন না, ছিলেন এক আদর্শ মডেল। তিনি দেখিয়েছেন শত সংগ্রাম করে কিভাবে সফলতা পেতে হয়। তিনি কেবল নতুন উদ্যোক্তাদের স্বপ্ন দেখতেই শেখাননি, কিভাবে স্বপ্ন বাস্তবায়ন করতে হয় তাও দেখিয়েছেন।
জবসের স্বপ্নের হাত ধরেই হয়তো চলবে আরো কয়েক প্রজন্ম। তবে একজন স্টিভ জবস আর কখনো ফিরে আসবেন না। বদলে দেবেন না প্রযুক্তির ধারণা, প্রযুক্তিপণ্য। তবে তাঁকে ভোলা সহজ হবে না। যিনি পথ দেখান, তিনি সঙ্গেই থাকেন।
সূত্রঃ কালের কন্ঠ, আমার ব্লগ



সালমান রুশদি

ব্রিটিশ-ভারতীয় ঔপন্যাসিক ও লেখক সালমান রুশদির জন্ম ১৯৪৭ সালের ১৯ জুন, মুম্বাই শহরে। তাঁর বাবা আনিস আহমেদ রুশদি ছিলেন আইনজীবী ও ব্যবসায়ী। আর মা নেগিন বাট ছিলেন শিক্ষক। রুশদি তাঁদের একমাত্র সন্তান।
ছোটবেলায় রুশদি পড়াশোনা করেন মুম্বাইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল আর রাগবি স্কুলে। পরে ক্যামব্রিজের কিংস কলেজে ইতিহাস পড়েন। পুরোপুরি লেখক হিসেবে আত্মপ্রকাশের আগে তিনি দুটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন। তাঁর প্রথম বই গ্রিমাস (১৯৭৫) ছিল অংশত বৈজ্ঞানিক কল্পকাহিনি। পাঠক ও সমালোচকেরা বইটি উপেক্ষা করেন; তবে পরবর্তী উপন্যাস মিডনাইট চিলড্রেন প্রকাশিত হলে তিনি সব মহলের প্রশংসালাভে সক্ষম হন। ১৯৮১ সালে প্রকাশিত ওই বই বুকার পুরস্কার পায়। ১৯৮৮ সালে তাঁর দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশিত হলে মুসলমানদের পক্ষ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। আয়াতুল্লাহ খোমেনি তাঁকে হত্যার ফতোয়া জারি করেন।
তাঁর উল্লেখযোগ্য অন্যান্য বই হচ্ছে: শেম (১৯৮৩), দ্য জাগুয়ার স্মাইল: অ্যা নিকারাগুয়ান জার্নি (১৯৮৭), হারুন অ্যান্ড দ্য সি অব স্টোরিজ (১৯৯০), ইমাজিনারি হোমল্যান্ডস (১৯৯২), মুর্স লাস্ট সাই (১৯৯৫), শালিমার দ্য ক্লাউন (২০০৫) এবং লুকা অ্যান্ড দ্য ফায়ার অব লাইফ (২০১০)।
সালমান রুশদির ওপর গুন্টার গ্রাস, মার্কেস, ইটালো কালভিনো, নবোকভ, জেমস জয়েস, বোর্হেস, কাফকা আর মিখাইল বুলগাকভের প্রভাব আছে। তাঁর রচনাকর্মে জাদুবাস্তবতা ও হাস্যরসের প্রবল উপস্থিতি। তিনি উত্তর-উপনিবেশবাদী লেখক।
বুকার ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন রুশদি। ২০০৭ সালের ১৬ জুন ইংল্যান্ডের রানির জন্মদিনে তিনি পান নাইটহুড খেতাব। তাঁর লেখায় অনুপ্রাণিত ও প্রভাবিত হয়েছেন জেডি স্মিথ, হোমি কে ভাবা, তসলিমা নাসরিন আর ক্রিস্টোফার হিটচেনস। মিডনাইট চিলড্রেন উপন্যাস অবলম্বনে দীপা মেহতা তৈরি করছেন তাঁর নতুন চলচ্চিত্র, যেখানে সীমা বিশ্বাস, শাবানা আজমি, নন্দিতা দাস আর ইরফান খান অভিনয় করবেন। লেখক না হলে কী হতেন? এ প্রশ্নের জবাবে রুশদি বলেছেন, অভিনেতা।
ঘটনাবহুল ব্যক্তিগত জীবনের অধিকারী সালমান রুশদি চারবার বিয়ে করেন। তাঁর স্ত্রীরা ছিলেন: ক্লারিসা লুয়ার্ড, ম্যারিয়ান উইগিনস, এলিজাবেথ ওয়েস্ট ও পদ্মালক্ষ্মী। তাঁদের কারও সঙ্গেই এখন আর তাঁর সম্পর্ক নেই।
সালমান রুশদি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির মানবিক বিভাগের অনারারি প্রফেসর ও রয়্যাল সোসাইটি অব লিটারেচারের ফেলো ছিলেন। ২৪টিরও বেশি ভাষায় তাঁর লেখা অনূদিত হয়েছে।



সক্রেটিস

দর্শন শাস্ত্রের মহান পুরুষ সক্রেটিস খ্রিস্টপূর্ব ৪৬৯ অব্দে গ্রিসে জন্মগ্রহণ করেন। মা ফেনআরেট ছিলেন ধাত্রী, পিতা সফরে নিকাশ ছিলেন স্থপতি। পিতা-মাতা দুইজনে দুই পেশায় নিযুক্ত থাকলেও সংসারে অভাব-অনটন গেলেই থাকত। তাই ছেলেবেলায় পড়াশোনার পরিবর্তে পাথরকাটার কাজ করত। কিন্তু অদম্য জ্ঞানস্পৃহা সক্রেটিসের যখন সেখানে যতটুকু সুযোগ হতো সেখান থেকে জ্ঞান সঞ্চয় করতেন। প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সামান্য প্রাতঃরাশ সেরে বেরিয়ে পড়তেন। খালি পা, গায়ে একটা মোটা কাপড় জড়ানো থাকত। কোনোদিন গিয়ে বসতেন নগরের কোনো দোকানে, মন্দিরের চাতালে কিংবা বন্ধুর বাড়িতে। নগরের যেখানেই লোকজনের ভিড় সেখানেই খুঁজে পাওয়া যেত সক্রেটিসকে। প্রাণ খুলে লোকজনের সঙ্গে গল্প করছেন, আড্ডা দিচ্ছেন, মাঝে মাঝে প্রশ্ন করছেন, নিজে এমন ভাব দেখাতেন যেন কিছুই জানেন না, বোঝেন না, লোকদের কাছ থেকে জানার জন্য প্রশ্ন করছেন। আসলে প্রশ্ন করা, তর্ক করা ছিল সে যুগের একশ্রেণীর লোকের ব্যবসা। এদের বলা হতো সোকিস্ট। এরা অর্থের বিনিময়ে লোকদের শিক্ষা ও বড় বড় কথা বলতেন। যারা নিজেদের পাণ্ডিত্যের অহংকার করতেন, বীরত্বের বড়াই করতেন, তিনি সরাসরি তাদের জিজ্ঞাসা করতেন_ বীরত্ব বলতে তারা কি বোঝে? পাণ্ডিত্যের স্বরূপ কি? তারা যখন কোনো কিছুর উত্তর দিত, তিনি আবার প্রশ্ন করতেন। প্রশ্নের পর প্রশ্ন সাজিয়ে বুঝিয়ে দিতেন তাদের ধারণা কত ভ্রান্ত। মূলতঃ তার দর্শন পদ্ধতি ছিল অবরোহ থেকে আরোহ পদ্ধতির দর্শন শিক্ষা_ যাকে দার্শনিকরা আস্তি নাস্তিমূলক পদ্ধতি হিসেবে আখ্যায়িত করেছেন।

সক্রেটিসের জ্ঞানথিপি ও মায়ার্ত নামে দুই স্ত্রী ছিল। দুই স্ত্রীর গর্ভে তার তিনটি সন্তান জন্মলাভ করেছিল। দারিদ্র্যের মধ্যে হলেও তিনি তাদের ভরণ-পোষণের ও শিক্ষার ব্যাপারে কোনো উদাসীনতা দেখাননি। তিনি বিশ্বাস করতেন শিক্ষাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ, শিক্ষার মধ্যেই মানুষের অন্তরে জ্ঞানের পূর্ণ জ্যোতি উদ্ভাসিত হয়ে ওঠে। জ্ঞানের মধ্যদিয়েই মানুষ একমাত্র সত্যকে চিনতে পারে। যখন তার কাছে সত্যের স্বরূপ উদ্ভাসিত হয়ে ওঠে সে আর কোনো পাপ করে না। অজ্ঞানতা থেকেই সব পাপের জন্ম। তিনি চাইতেন মানুষের মনের অজ্ঞানতাকে দূর করে তার মধ্যে বিচার-বুদ্ধিবোধকে জাগ্রত করতে। তিনি যুবকদের সুপথে পরিচালিত হওয়ার শিক্ষা দিতেন। তার বিখ্যাত উক্তি ছিল, Know theyself অর্থাৎ নিজেকে জানো। ডেলফির উপাসনালয়ে একবার জিজ্ঞাসা করা হয় সক্রেটিস অপেক্ষা বিজ্ঞতর কোনো ব্যক্তি আছেন কিনা। এর উত্তর আসে সক্রেটিস অপেক্ষা বিজ্ঞতর কোনো ব্যক্তি নেই। এই দৈববাণীতে তিনি সম্পূর্ণ হতবুদ্ধি হয়ে পড়েন। কারণ তিনি জানতেন, তিনি কিছুই জানেন না। সক্রেটিসের আদর্শকে দেশের বেশকিছু মানুষ সুনজরে দেখেনি। তারা সক্রেটিসের সম্বন্ধে ভ্রান্ত ধারণা পোষণ করে দেশের নাগরিক আদালতে সক্রেটিসের ঘোর বিরোধী অভিযোগ আনয়ন করেন। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল তিনি এথেন্সের প্রচলিত দেবতাদের অস্তিত্ব অস্বীকার করে নতুন দেবতাদের প্রবর্তন করতে চাইছেন। দ্বিতীয়ত, তিনি দেশের যুব সমাজকে ভ্রান্ত পথে পরিচালিত করেন। তৃতীয়ত, তিনি প্রচলিত গণতন্ত্র ও ত্রিশজন স্বৈরশাসকের বিরোধিতা করেছেন। তাছাড়া আরো যেসব অভিযোগের উপর ভিত্তি করে শাস্তির ব্যবস্থা করা হয় তা হলো : সক্রেটিস অশুভ কাজ করেন, তিনি একজন কৌতূহলী ব্যক্তি, তিনি স্বর্গমর্ত্যের বিদ্যমান বস্তু নিয়েও অনুসন্ধান করেন এবং যা ভালো তাকে খারাপ বলে প্রতিপন্ন করার চেষ্টা করেন এবং অন্যকে এসব বিষয় শিক্ষা দেন। যাইহোক_ সংখ্যাগরিষ্ঠ বিচারক তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তিনি আদালতে আত্মপক্ষ সমর্থন করে যা বলেছিলেন_ তা অঢ়ড়ষড়মু (এ্যাপোলজি) সংলাপে বর্ণিত আছে। তিনি আদালতে আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন_ 'হে আমার দোষ সাব্যস্তকারীগণ, আমি মৃত্যুকালে ব্যাকুল চিত্তে তোমাদের নিকট ভবিষ্যদ্ববাণী করে যাচ্ছি। তোমরা আমাকে সে শাস্তি দিলে_ আমার মৃত্যুর পর তা অপেক্ষা গুরুতর শাস্তি তোমাদের অবশ্যই ভোগ করতে হবে। আমি চলে যাচ্ছি, তোমরা রয়ে যাচ্ছো_ তিনিই ভালো জানেন, কে দোষী আর কে নির্দোষ।'

তারপর সক্রেটিস হেমলেক নামক বিষের পাত্র হাতে তুলে নিয়ে অকম্পিতভাবে শেষবারের মতো ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং সমস্ত বিষ পান করলেন। তার মৃত্যুর পরই এথেন্সের মানুষ ক্ষোভে দুঃখে ফেটে পড়ল। চারদিকে ধিক্কার ধ্বনি উঠল। বিচারকরা একঘরে হয়ে পড়ল। অনেককে জুতা পিটিয়ে মারা হলো, কেউ কেউ আত্মহত্যা করল। সক্রেটিসের মৃত্যুর মধ্যদিয়ে তার নশ্বর দেহের শেষ হলেও চিন্তার শেষ হয়নি। তার শিষ্য প্লেটো_ প্লোটোর শিষ্য অ্যারিস্টটলের মধ্যদিয়ে সেই চিন্তার এক নতুন জগৎ সৃষ্টি হলো, যা মানুষকে উত্তেজিত করছে আজকের পৃথিবীতে।


লিওনার্দো দা ভিঞ্চি

লিওনার্দো দ্যা ভিঞ্চি ( ইতালীয় Leonardo da Vinci লেওনার্দো দা ভিঞ্চি, পূর্ণ নাম Leonardo di ser Piero da Vinci লেওনার্দো দা সের পিয়েরো দা ভিঞ্চি (এপ্রিল ১৫, ১৪৫২ -মে ২ ১৫১৯)।
তিনি ছিলেন একজন সত্যিকারের বহুমুখী প্রতিভা: ভাস্কর, স্থপতি, উদ্ভাবক, গণিতবিদ, লেখক, সংগীতজ্ঞ, শারীরবিজ্ঞানী, প্রকৌশলী, ভূতাত্ত্বিক, ভ্রূণবিদ, উদ্ভিদবিজ্ঞানী। উড়ন্ত যানের নকশা এঁকেছিলেন, আবিষ্কার করেছিলেন জলগতিবিদ্যার সূত্র, আন্দাজ করেছিলেন টেকটোনিক প্লেটের ধারণা, বের করেছিলেন সৌরশক্তি কেন্দ্রীভূত করার কৌশল, উদ্ভাবন করেছিলেন অভিনব সব সমরাস্ত্র, পর্যবেক্ষণ ও লিপিবদ্ধ করেছিলেন রক্তের সঞ্চালন, দৃষ্টিশক্তির রহস্য ও হাড়ের সংস্থান।
মিকেলেঞ্জেলোর রেনেসাঁর অন্যতম প্রতিক লেওনার্দো দা ভিঞ্চি। তিনি ইতালীয় রেনেসাসেঁর কালজয়ী চিত্রশিল্পী। লেওনার্দো দা ভিঞ্চির সম্পর্কে না জানলে তার মহিমা আন্দাজ করা যাবে না। রেনেসাঁ সাংস্কৃতিক আন্দোলনটি জেগে উঠেছিল চতুর্দশ শতকের ফ্লোরেন্সে; এর পর দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো ইয়োরোপে। এ আন্দোলন ইয়োরোপকে টেনে বের করে আনে এর মধ্যযুগীয় ধর্মতন্ত্রের অন্ধকার থেকে।
লিওনার্দোর জন্ম ফ্লোরেন্সে, ১৪৫২ সালের ১৫ এপ্রিল। মেসের পিয়েরো ফ্রুয়োসিনো দি আন্তোনিয়ো দা ভিঞ্চি নামে আদালতকর্মী বাবা আর কাতেরিনা নামে কিষানি মায়ের তিনি ছিলেন অবৈধ সন্তান। ২৪ বছর বয়সে ফ্লোরেন্সের এক আদালতে তাঁর বিরুদ্ধে সমকামের অভিযোগ ওঠে। শৈশবের মাত্র দুটি স্মৃতি উদ্ধার করতে পেরেছিলেন লেওনার্দো। একবার তিনি শুয়ে ছিলেন দোলনায়। আকাশ থেকে হঠাৎ একটি চিল নেমে আসে দোলনার ওপর। পাক খেতে খেতে চিলটির লেজের পালক ছুঁয়ে যায় তাঁর মুখ। এই ঘটনাটির মধ্যে তিনি পেয়েছিলেন অমঙ্গলের বার্তা। কিন্তু সমস্ত অমঙ্গল আর দুর্দশা ঝেড়ে ফেলে মানুষটি হয়ে ওঠেন মানবসভ্যতার অন্যতম নির্মাতা।
১৪৬৬ সালে লিওনার্দোর বয়স যখন ১৪, তখন তিনি ভ্যারিচ্চিও (Verrocchio)-র কাছে শিক্ষানবীশ হিসেবে যোগ দেন। ভ্যারিচ্চিও-র পুরো নাম “আন্দ্রে দাই সায়ন”, তিনি ছলেন সে সময়ের একজন সফল চিত্রকর। ভ্যারিচ্চিও-র কর্মস্থলে তত্কালীন গুণী মানুষদের সমাগম হত। আরও নামকরা যেসব শিল্পী ভ্যারিচ্চিও-র তত্ত্বাবধানে কাজ করত বা তার ওয়ার্কশপে যাতায়াত করত, তাদের মধে অন্যতম হলেন গিরল্যান্ডিও (Ghirlandaio), পেরুগন (Perugino), লরেঞ্জা দাই ক্রিডি (Lorenzo di Credi)।
এখানে কাজ করে লিওনার্দো হাতে কলমে প্রচুর কারিগরি জ্ঞানার্জন করেছিলেন। তার সুযোগ হয়েছিল কারুকার্য, রসায়ন, ধাতুবিদ্যা, ধাতু দিয়ে বিভিন্ন জিনিস বানানো, প্রাস্টার কাস্টিং, চামড়া দিয়ে বিভিন্ন জিনিস বানানো, গতিবিদ্যা এবং কাঠের কাজ ইত্যাদি শেখার। তিনি আরও শিখেছিলেন দৃষ্টিনন্দন নকশাকরা, ছবি আঁকা, ভাস্কর্য তৈরি এবং মডেলিং। ভ্যারিচ্চিও-র ওয়ার্কশপে বেশিরভাগ কাজ করত তার অধঃস্তন কর্মচারীরা। ভাসারীর বর্ননানুসারে লিওনার্দো ভ্যারিচ্চিও কে তার “ব্যাপ্টিজম অব ক্রাইস্ট” ছবিটিতে সাহায্য করেছিলেন। ছবিটিতে দেখানো হয়েছে একটি দেবদূত যীশুর লাঠি ধরে আছে। ছবিটি ভ্যারিচ্চিও কে এতটাই অভিভূত করেছিল যে তিনি নাকি সিদ্ধান্ত নিয়েছিলেন আর কখনো তুলিই ধরবেন না, ছবিও আঁকবেন না। তবে খুব সম্ভবত ভাসারি ঘটনাটি অতিরঞ্জিত করেছিলেন। সূক্ষ্ণ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ ছবিটির যে সব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা হল- এটি বিশেষ পদ্ধতিতে তৈল রং দিয়ে আঁকা। ভ্যারিচ্চিও বেশ কয়েকটি কাজে লিওনার্দো মডেল হিসেবে ছিলেন। যেমন- “ডেভিড” চরিত্রে “দি বার্জেলো”( Bargello) নামক ব্রোঞ্জ মূর্তিতে, “আর্চঅ্যাঞ্জেল মাইকেল” হিসেবে “টোবিস এন্ড অ্যাঞ্জেল“(Tobias and the Angel) এ।
১৪৭২ সালে ২০ বছর বয়সে লিওনার্দো “গির অব সেন্ট লুক” এর পরিচালক হবার য্যোগ্যতা অর্জন করেন। এটি চিকিত্সক এবং চিত্রকরদের একটি সংঘ্য। কিন্তু তার বাবা তাকে নিজেদের ওয়ার্কশপের কাজে লাগিয়ে দেন। ভ্যারিচ্চিওর সাথে চুক্তি অনুসারে তিনি তার সাথেও কাজ চালিয়ে যান। লিওনার্দোর নিজের হাতে তারিখ দেওয়া সবচেয়ে পুরানো ছবি হল আর্নোভ্যালি, তারিখটি হল ৫ই আগস্ট ১৪৭৩।
পেশাগত জীবন(১৪৭৬-১৫১৩)
আদালতের নথি থেকে দেখা যায় একবার লিওনার্দো সহ আরও ৩ জন যুবককে সমকামীতার দায়ে অভিযুক্ত করা হয়েছিল এবং তারা বেকসুর খালাসও পেয়েছিল। এরপর ১৪৭৬ সাল পর্যন্ত তিনি কি করেছিলেন, কোথায় ছিলেন তার কিছুই জানা যায়নি। ধারনা করা হয় পরবর্তিতে ১৪৭৮ থেকে ১৪৮১ পর্যন্ত লিওনার্দো তার নিজের ওয়ার্কশপে কাজ করেছে। তিনি ১৪৭৮ সালে চ্যাপেল অব সেন্ট বার্নার্ড ও “অ্যাডোরেশন অব দি ম্যাগি” এবং ১৪৮১ সালে "মঙ্ক অব সান ডোনাটো এ স্কাপিটো" আঁকার দায়িত্ব পান।
ভাসারির মতে লিওনার্দো সে সময়ের সেরা সংগীতজ্ঞ ছিলেন। ১৪৮২ সালে তিনি ঘোড়ার মাথার আকৃতির একটি বীণা তৈরি করেছিলেন। লরেঞ্জো দ্য মেডিসি(Lorenzo de’ Medici) লিওনার্দো-র হাতে এই বীনা উপহার স্বরূপ মিলানের ডিউক লুদোভিকো এল মোরো(Ludovico il Moro) এর কাছে পাঠিয়েছিলেন শান্তিচুক্তি নিশ্চিত করার জন্য। এ সময় লিওনার্দো ডিউকের কাছে একটি চিঠি লিখেন, যাতে ছিল তার উদ্ভাবিত বিভন্ন চমকপ্রদ যন্ত্রের বর্ননা। তিনি এ চিঠিতে নিজের চিত্রশিল্পী পরিচয়ের কথাও লিখেছিলেন।
লিওনার্দো ১৪৮২ থেকে ১৪৯৯ সালের মধ্যবর্তী সময়ে মিলানে কাজ করেছেন। এখানে তিনি ভার্জিন অব দ্যা রকস্ এবং দ্যা লাস্ট সাপার ছবি দুটি আঁকার দায়িত্ব পান। ১৪৯৩ থেকে ১৪৯৫ এর মধ্যে তার অধিনস্তদের মাঝে ক্যাটরিনা নামে এক মহিলার নাম পাওয়া যায়। ১৪৯৫ সালে এ মহিলাটি মারা যান। সে সময় তার শেষকৃত্যের খরচ দেখে ধারনা করা হয় তিনি ছিলেন লিওনার্দোর মা।
লেওনার্দো সম্পর্কে সারা বিশ্বে আলোচনার শেষ নেই। চিত্রাকররা তার নানা আলোচনা সমালোচনায় মুখর থাকে। তবুও এখনো পুরোপুরি তাকে জানতে পারেনি অনেকে। অনেকটা রহস্যময় থাকা লেওনার্দো বীণা বাজানোয় পারদর্শী ছিলেন ভিঞ্চি। কেউ কেউ মনে করেন, ভিঞ্চি আসলে ‘মোনা লিসা’ এঁকেছেন নিজের আত্মপ্রতিকৃতির আদলে। ভিঞ্চি সম্ভবত সবচেয়ে বিখ্যাত বাঁহাতি। নোটবইয়ে সবকিছু লিখতেন উল্টো করে। কারও কারও অনুমান, এসব তিনি করেছেন তাঁর আবিষ্কার গোপন রাখার স্বার্থে। কেউ বলেন, চার্চের সঙ্গে বিরোধ বাধবে, এই আশঙ্কায়। রাতদুপুরে কবরখানায় ঢুকে লাশ কেটে দেখতেন। লিখে ও এঁকে রাখতেন চোখের গঠন, হাড়ের বিন্যাস, ভ্রূণের অবস্থা, রক্তসঞ্চালনের উপায়। আর খুঁজতেন, আত্মা কোথাও থাকে কি না।
বিচিত্র কৌতূহল ও মুদ্রাদোষ এবং প্রাণী-মানুষ-প্রকৃতি পর্যবেক্ষণের কিম্ভূত কাজকারবারের জন্য লেওনার্দোর চারপাশ ঘিরে আছে রহস্যের ঘন কুয়াশায়। কিন্তু বিখ্যাত মানুষটির আসল কীর্তির কথা তো বলাই হয়নি এখনো। লেওনার্দো দা ভিঞ্চি পৃথিবীর শ্রেষ্ঠতম চিত্রকরদের একজন। নোটবইয়ের এক জায়গায় লেওনার্দো লিখেছেন, ‘ছবি আঁকা কখনো শেষ হয় না, আঁকা একসময় ছেড়ে দিতে হয়।’ তাঁর এ কথা ভিন্নতর অর্থে ফিরে এসেছে তাঁর নিজের জীবনে।
তাঁর বিখ্যাত মুদ্রাদোষ ছিল ছবি অসমাপ্ত রেখে দেওয়া। বহু চিত্রকর্ম তিনি আঁকতে শুরু করেছেন, কিন্তু শেষ করেননি। তাঁর সম্পূর্ণ চিত্রকর্মের সংখ্যা মাত্র ১৫টির মতো। এই সামান্য কয়টি চিত্রকর্মই তাঁকে আকাশচুম্বী খ্যাতি দিয়েছে।
আনুমানিক ১৪৬৯ সালে রেনেসাঁসের অপর বিশিষ্ট শিল্পী ও ভাস্কর আন্দ্রেয়া ভেরোচ্চিয়োর কাছে ছবি আঁকায় ভিঞ্চির শিক্ষানবিশ জীবনের সূচনা। এই শিক্ষাগুরুর অধীনেই তিনি ১৪৭৬ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে, বিশেষত চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতা অর্জন করেন। ১৪৭২ সালে তিনি চিত্রশিল্পীদের গীল্ডে ভর্তি হন এবং এই সময় থেকেই তাঁর চিত্রকর জীবনের সূচনা হয়।


বিশ্বশ্রেষ্ঠ চিত্রকর্মের মধ্যে আছে তাঁর ‘দ্য লাস্ট সাপার’ আর ‘মোনা লিসা’। ‘মোনা লিসা’র হাসি সবার কাছে চির-রহস্যের উত্স। ‘ভিত্রুভিয়ান ম্যান’ এমন এক সাংস্কৃতিক আইকন, যা ইয়োরো থেকে টি-শার্টে ফিরে ফিরে আসছে নানা নতুন চেহারায়। ড্যান ব্রাউন যে ‘দা ভিঞ্চি কোড’ বইটি লিখে বছর কয়েক আগে দুনিয়া মাতালেন, তারও কেন্দ্রে লেওনার্দোর রহস্যমাখা চিত্রকর্ম। লেওনার্দো এখনো এমন প্রবলভাবে বারবার ফিরে আসছেন, যেন তিনি এ সময়েরই শিল্পী। লেওনার্দো দা ভিঞ্চির মতো মানুষের একবার জন্ম হলে আর মৃত্যু হয় না। বিবরণ দিতে গিয়েই তৈরি হয়েছিল ‘রেনেসাঁ-মানব’ শব্দটি। তবু রেনেসাঁর প্রতীক।
এই রেনেসা মানব ২ মে ১৫১৯ সালে মৃত্যুবরণ করেন। 


মহারানি ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া যখন জন্মগ্রহণ করেন, অর্থাৎ ১৮১৯ সালে, তার পিতামহ ও ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জের সাত ছেলে ও পাঁচ মেয়ের কারোরই কোনো সন্তান ছিল না। তাই রাজসিংহাসনের উত্তরাধিকারী নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এদিকে ভিক্টোরিয়া ছিলেন রাজা জর্জের চতুর্থ সন্তান এডওয়ার্ডের কন্যা। চাচা চতুর্থ উইলিয়াম মারা যাওয়ার পর ১৮৩৭ সালে ভিক্টোরিয়া ইংল্যান্ডের রানি হন।

মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের রানি হিসেবে অভিষিক্ত হওয়ার পর ভিক্টোরিয়ার প্রথম কাজ ছিল মায়ের কক্ষ থেকে নিজের বিছানা সরিয়ে আনা। মহারানি ভিক্টোরিয়ার মাতৃভাষা কিন্তু ইংরেজি ছিল না। তার মা ছিলেন একজন জার্মান ডিউকের কন্যা যিনি ঘরে সবসময় জার্মান ভাষায় কথা বলতেন। যদিও ভিক্টোরিয়া ৬৪ বছর ইংল্যান্ড শাসন করেছেন, তিনি খুব ভালোভাবে ইংরেজি বলতে পারতেন না। প্রিন্স কনসর্ট মারা যাওয়ার পর চলি্লশ বছর ধরে মহারানি ভিক্টোরিয়ার একটা নির্দেশ প্রতিপালিত হয়েছে। ভিক্টোরিয়ার নির্দেশ ছিল, প্রতি সন্ধ্যায় উইন্ডসর ক্যাসেলে রাজপুত্রের বিছানায় তার পোশাক নতুনভাবে রাখতে হবে।

Collected

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...